ETV Bharat / elections

প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ কান্দিতে

কান্দিতে প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ ৷ দলীয় কার্যালয়ের সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ৷ বিজেপির স্থানীয় নেতাদের আটকে রাখা হল কার্যালয়ের ভিতর ৷

bengal assembly election 2021_wb-msd-bjp-agitation-02-wb10031
প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ কান্দিতে
author img

By

Published : Mar 20, 2021, 7:49 PM IST

কান্দি, 20 মার্চ : কান্দিতে প্রার্থী বদলের দাবিতে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী ও সমর্থকরা ৷ দলীয় কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে স্থানীয় নেতাদের ভিতরে আটকে রেখেই বিক্ষোভ দেখান তাঁরা ৷

প্রার্থী বদলের দাবিতে গত দু’দিন ধরেই উত্তাল মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্র ৷ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বিনীতা রায়ের বক্তব্য, মাত্র সাতদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন গৌতম রায় ৷ অথচ এই গৌতম রায়ের নেতৃত্বেই পঞ্চায়েত ভোটে সন্ত্রাস চালিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ গৌতম রায়কে আমরা প্রার্থী হিসাবে মেনে নেব না ৷

প্রার্থীকে মেনে নিতে পারছেন না দলের স্থানীয় নেতারাও ৷

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কান্দি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় গত 13 মার্চ হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন ৷ এরপর গৌতম রায়ের নাম প্রার্থী তালিকায় আসায় ক্ষোভ জমতে শুরু করে ৷ কান্দি শহরে মিছিল করে প্রার্থী বদলের দাবি জানান বিজেপির কর্মী ও সমর্থকদের একাংশ ৷

আরও পড়ুন : প্রার্থী নাপসন্দ, রানাঘাটে বিজেপির কার্যালয়ে তালা; ভাঙচুর-আগুন

শুক্রবার রাতে বিক্ষোভ চরম সীমায় পৌঁছে যায়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা কান্দির জীবধরপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন ৷ এরপর কার্যালয়ের সামনেই টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন ৷

স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপির অন্দরে বিক্ষোভের আঁচ ক্রমশ বাড়ছে ৷ এখনই শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে ৷

এই প্রসঙ্গে গৌতম জানান, ‘‘ক্ষোভ স্বাভাবিক ৷ তবে আলোচনায় বসলে সব ঠিক হয়ে যাবে ৷’’

কান্দি, 20 মার্চ : কান্দিতে প্রার্থী বদলের দাবিতে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী ও সমর্থকরা ৷ দলীয় কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে স্থানীয় নেতাদের ভিতরে আটকে রেখেই বিক্ষোভ দেখান তাঁরা ৷

প্রার্থী বদলের দাবিতে গত দু’দিন ধরেই উত্তাল মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্র ৷ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বিনীতা রায়ের বক্তব্য, মাত্র সাতদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন গৌতম রায় ৷ অথচ এই গৌতম রায়ের নেতৃত্বেই পঞ্চায়েত ভোটে সন্ত্রাস চালিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ গৌতম রায়কে আমরা প্রার্থী হিসাবে মেনে নেব না ৷

প্রার্থীকে মেনে নিতে পারছেন না দলের স্থানীয় নেতারাও ৷

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কান্দি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় গত 13 মার্চ হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন ৷ এরপর গৌতম রায়ের নাম প্রার্থী তালিকায় আসায় ক্ষোভ জমতে শুরু করে ৷ কান্দি শহরে মিছিল করে প্রার্থী বদলের দাবি জানান বিজেপির কর্মী ও সমর্থকদের একাংশ ৷

আরও পড়ুন : প্রার্থী নাপসন্দ, রানাঘাটে বিজেপির কার্যালয়ে তালা; ভাঙচুর-আগুন

শুক্রবার রাতে বিক্ষোভ চরম সীমায় পৌঁছে যায়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা কান্দির জীবধরপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন ৷ এরপর কার্যালয়ের সামনেই টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন ৷

স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপির অন্দরে বিক্ষোভের আঁচ ক্রমশ বাড়ছে ৷ এখনই শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে ৷

এই প্রসঙ্গে গৌতম জানান, ‘‘ক্ষোভ স্বাভাবিক ৷ তবে আলোচনায় বসলে সব ঠিক হয়ে যাবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.