ETV Bharat / durga-puja

পুজো মণ্ডপের বাইরে গ্রিন চ্যানেল, অনুরোধ OSD-র - গ্রিন চ্যানেল

মাস্ক পড়া বাধ্য়তামূলক করুক পুজো কমিটিগুলি ৷ কেউ মাস্ক না পড়ে এলে উদ্য়োক্তারা মাস্ক বিলি করবে৷ এই আবেদনও করেন OSD সুশান্ত রায় ৷ পুজো মণ্ডপে অক্সি মিটার, অক্সিজেন সিলিন্ডার, স্য়ানিটাইজার রাখার কথা বলেন তিনি ৷

OSD_north_bengal_requested_to_all_puja_committee_to_make_a_green_zone_in_all_pandal
পুজো মণ্ডপের বাইরে গ্রিন চ্যানেল, অনুরোধ OSD-র
author img

By

Published : Oct 20, 2020, 1:26 PM IST

জলপাইগুড়ি, 19 অক্টোবর: সবক’টি পুজো মণ্ডপের বাইরে গ্রিন চ্য়ানেল রাখার অনুরোধ উত্তরবঙ্গের OSD সুশান্ত রায়ের ৷ সোমবার পুজো কমিটিগুলিকে নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বৈঠক করেন OSD. সেখানেই পুজো উদ্য়োক্তাদের তিনি এ কথা জানান ৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, মহকুমা শাসক রঞ্জনকুমার দাস, ডেপুটি সিএমওএইচ(2) মৃদুল ঘোষ ৷ তাঁদের উপস্থিতিতেই পুজো উদ্য়োক্তাদের উদ্দেশ্য়ে এই বার্তা দেন OSD সুশান্ত রায় ৷

OSD_north_bengal_requested_to_all_puja_committee_to_make_a_green_zone_in_all_pandal
পুজো মণ্ডপের বাইরে গ্রিন চ্যানেল, অনুরোধ OSD-র

বৈঠকে সুশান্ত রায় বলেন, এ বছর শুধুই পুজো করুক কমিটিগুলি ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর সবাই উৎসব করবে ৷ কোরোনা মোকাবিলার জন্য় সবাইকে সজাগ থাকতে হবে ৷ পাশাপাশি পুজো মণ্ডপগুলির পাশে অ্য়াম্বুলেন্স রাখার কথাও বলেন তিনি ৷ কোনও দর্শনার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যেতে গ্রিন চ্য়ানেলের ব্য়বস্থাও করতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে ৷ তিনি আরও বলেন, এবারের পুজো প্রত্য়েক পাড়ার মধ্য়েই সীমিত থাকুক ৷ মাস্ক পড়া বাধ্য়তামূলক করুক পুজো কমিটিগুলি ৷ কেউ মাস্ক না পড়ে এলে উদ্য়োক্তারা মাস্ক বিলি করবে৷ এই আবেদনও করেন OSD সুশান্ত রায় ৷ পুজো মণ্ডপে অক্সি মিটার, অক্সিজেন সিলিন্ডার, স্য়ানিটাইজার রাখার কথা বলেন তিনি ৷ পাশাপাশি, পুজোর সময় স্বাস্থ্য় দপ্তরের গাড়িগুলি কোভিডের জন্য় ব্য়স্ত থাকবে ৷ তাই কেউ অসুস্থ হলে, পুজো কমিটিগুলিকে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে ৷ এর জন্য় অ্য়াম্বুলেন্স ছাড়াও অতিরিক্ত গাড়ির ব্য়বস্থা করতে বলা হয়েছে ৷

পাশাপাশি আমজনতার উদ্দেশ্য়ে OSD বলেন, পুজোতে মাস্ক পড়েই যেন সকলে বাইরে বেরোন ৷ কোরোনাকে ঠেকাতে মাস্কই একমাত্র ওষুধ ৷ যেভাবে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কোরোনা আক্রান্ত হচ্ছেন, তাতে বিধিনিষেধ না মেনে চললে সংক্রমণ বাড়তে পারে ৷ ফলে চিকিৎসা পরিষেবা যেমন ব্য়হত হবে ৷ তেমনি রোগীদের শয্য়া সঙ্কটও দেখা দিতে পারে ৷ তবে, বর্তমানে ভাইরাসের সংক্রমণ প্রায় 3 শতাংশ কমেছে ৷ এই হার বজায় রাখতে সকলকেই সতর্ক থাকতে বার্তা দেন স্বাস্থ্য় আধিকারিক ৷

জলপাইগুড়ি, 19 অক্টোবর: সবক’টি পুজো মণ্ডপের বাইরে গ্রিন চ্য়ানেল রাখার অনুরোধ উত্তরবঙ্গের OSD সুশান্ত রায়ের ৷ সোমবার পুজো কমিটিগুলিকে নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বৈঠক করেন OSD. সেখানেই পুজো উদ্য়োক্তাদের তিনি এ কথা জানান ৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, মহকুমা শাসক রঞ্জনকুমার দাস, ডেপুটি সিএমওএইচ(2) মৃদুল ঘোষ ৷ তাঁদের উপস্থিতিতেই পুজো উদ্য়োক্তাদের উদ্দেশ্য়ে এই বার্তা দেন OSD সুশান্ত রায় ৷

OSD_north_bengal_requested_to_all_puja_committee_to_make_a_green_zone_in_all_pandal
পুজো মণ্ডপের বাইরে গ্রিন চ্যানেল, অনুরোধ OSD-র

বৈঠকে সুশান্ত রায় বলেন, এ বছর শুধুই পুজো করুক কমিটিগুলি ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর সবাই উৎসব করবে ৷ কোরোনা মোকাবিলার জন্য় সবাইকে সজাগ থাকতে হবে ৷ পাশাপাশি পুজো মণ্ডপগুলির পাশে অ্য়াম্বুলেন্স রাখার কথাও বলেন তিনি ৷ কোনও দর্শনার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যেতে গ্রিন চ্য়ানেলের ব্য়বস্থাও করতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে ৷ তিনি আরও বলেন, এবারের পুজো প্রত্য়েক পাড়ার মধ্য়েই সীমিত থাকুক ৷ মাস্ক পড়া বাধ্য়তামূলক করুক পুজো কমিটিগুলি ৷ কেউ মাস্ক না পড়ে এলে উদ্য়োক্তারা মাস্ক বিলি করবে৷ এই আবেদনও করেন OSD সুশান্ত রায় ৷ পুজো মণ্ডপে অক্সি মিটার, অক্সিজেন সিলিন্ডার, স্য়ানিটাইজার রাখার কথা বলেন তিনি ৷ পাশাপাশি, পুজোর সময় স্বাস্থ্য় দপ্তরের গাড়িগুলি কোভিডের জন্য় ব্য়স্ত থাকবে ৷ তাই কেউ অসুস্থ হলে, পুজো কমিটিগুলিকে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে ৷ এর জন্য় অ্য়াম্বুলেন্স ছাড়াও অতিরিক্ত গাড়ির ব্য়বস্থা করতে বলা হয়েছে ৷

পাশাপাশি আমজনতার উদ্দেশ্য়ে OSD বলেন, পুজোতে মাস্ক পড়েই যেন সকলে বাইরে বেরোন ৷ কোরোনাকে ঠেকাতে মাস্কই একমাত্র ওষুধ ৷ যেভাবে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কোরোনা আক্রান্ত হচ্ছেন, তাতে বিধিনিষেধ না মেনে চললে সংক্রমণ বাড়তে পারে ৷ ফলে চিকিৎসা পরিষেবা যেমন ব্য়হত হবে ৷ তেমনি রোগীদের শয্য়া সঙ্কটও দেখা দিতে পারে ৷ তবে, বর্তমানে ভাইরাসের সংক্রমণ প্রায় 3 শতাংশ কমেছে ৷ এই হার বজায় রাখতে সকলকেই সতর্ক থাকতে বার্তা দেন স্বাস্থ্য় আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.