মালদা, 5 জুন : বাইক পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ ৷ উদ্ধার করা হল চারটি চোরাই মোটরবাইক ৷ কবে কোথা থেকে এই বাইকগুলি চুরি করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্য়ের ভিত্তিতে অভিযান চালিয়েই মিলেছে এই সাফল্য ৷ ইংরেজবাজারের অমৃতি পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরবাইক-সহ এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম আলিম শেখ (40) ও দৌলত শেখ (35) ৷ আলিমের বাড়ি পুখুরিয়ার মাদিয়াঘাট এলাকায় ৷ দৌলত ইংরেজবাজারের বটতলী এলাকার বাসিন্দা ৷
![two arrested in Malda, recover four motorbike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-03-arrested-with-motorbikes-wb10016_05062021134215_0506f_1622880735_129.jpg)
আরও পড়ুন : চুরি যাওয়া ন'টি বাইক উদ্ধার করল পুলিশ
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কিংবা ভিনরাজ্যের চোরা কারবারের সঙ্গে ধৃতদের কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, মালদায় বরাবরই পাচারচক্র সক্রিয় ৷ মাদক থেকে জাল নোট, কিংবা মোটরবাইক, সবই চোরাপথে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মালদাকে করিডর হিসাবে ব্য়বহার করে পাচারকারীরা ৷ অতিমারির প্রথম দিকে অপরাধীরা কিছুটা চুপচাপ হয়ে গেলেও এখন আবার সক্রিয় হয়েছে তারা ৷