ETV Bharat / crime

Puri Girl Molestation: পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে পুরোহিতের লালসার শিকার বালিকা ! - পক্সো মামলা

পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Girl Molestation) ভেতরে 12 বছরের এক বালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ৷ পুলিশ অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার (Priest Arrested) করেছে ৷

Minor Girl Molested Inside Puri Jagannath Temple, Priest arrested
পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে পুরোহিতের লালসার শিকার বালিকা !
author img

By

Published : Oct 10, 2021, 6:08 PM IST

পুরী, 10 অক্টোবর : প্রথমবার পুরীর জগন্নাথ মন্দির (Puri Girl Molestation) দর্শনে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হলেন হায়দরাবাদের এক দম্পতি ৷ মন্দিরের ভেতরে তাঁদের 12 বছরের কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে ৷ 27 বছরের অভিযুক্ত পুরোহিত (Priest Arrested) সংগ্রাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করা হয়েছে ৷

নিগৃহীতা বালিকার পরিবার পুরীর সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে ৷ নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে ৷ পুলিশকে সে জানিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে ৷ ওই বালিকা তার বাবা-মায়ের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিল ৷ মন্দির প্রাঙ্গণেই বামন মন্দিরের ভেতরে এক পুরোহিত তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ৷ দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যবাহী পুরীর মন্দির প্রাঙ্গণে অন্তত 136টি ছোট ও সহায়ক মন্দির রয়েছে ৷ বামন মন্দির সেগুলির মধ্যে অন্যতম ৷

আরও পড়ুন: Telangana Minor Rape : ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের অনুমতি দিল তেলাঙ্গনা হাইকোর্ট

ওই মন্দিরের ভেতরে প্রণাম করতে ঢুকেই বালিকাটি পুরোহিতের লালসার শিকার হয় বলে অভিযোগ ৷ সেই সময় ওই মন্দিরে অন্য কোনও ভক্ত ছিলেন না ৷ আর মেয়েটির বাবা-মা মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎই চিৎকার করতে করতে মন্দির থেকে বেরিয়ে আসে মেয়েটি ৷ সে বাইরে এসে গোটা ঘটনা খুলে বলে তার বাবা-মাকে ৷ তাঁরা শুক্রবার রাতেই সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেন ৷ পরদিন অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পক্সো) আইনে মামলা করা হয়েছে ৷ শুক্রবারই নিগৃহীতা বালিকার বয়ান রেকর্ড করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ৷

আরও পড়ুন : Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিং জানিয়েছেন, খুবই গুরুতর এই ঘটনা ৷ অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় আইনি পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ এই ঘটনার পর জেলা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে পুরী চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ৷ মন্দির প্রাঙ্গণে মহিলা ও শিশুদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে ৷

পুরী, 10 অক্টোবর : প্রথমবার পুরীর জগন্নাথ মন্দির (Puri Girl Molestation) দর্শনে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হলেন হায়দরাবাদের এক দম্পতি ৷ মন্দিরের ভেতরে তাঁদের 12 বছরের কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে ৷ 27 বছরের অভিযুক্ত পুরোহিত (Priest Arrested) সংগ্রাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করা হয়েছে ৷

নিগৃহীতা বালিকার পরিবার পুরীর সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে ৷ নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে ৷ পুলিশকে সে জানিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে ৷ ওই বালিকা তার বাবা-মায়ের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিল ৷ মন্দির প্রাঙ্গণেই বামন মন্দিরের ভেতরে এক পুরোহিত তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ৷ দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যবাহী পুরীর মন্দির প্রাঙ্গণে অন্তত 136টি ছোট ও সহায়ক মন্দির রয়েছে ৷ বামন মন্দির সেগুলির মধ্যে অন্যতম ৷

আরও পড়ুন: Telangana Minor Rape : ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের অনুমতি দিল তেলাঙ্গনা হাইকোর্ট

ওই মন্দিরের ভেতরে প্রণাম করতে ঢুকেই বালিকাটি পুরোহিতের লালসার শিকার হয় বলে অভিযোগ ৷ সেই সময় ওই মন্দিরে অন্য কোনও ভক্ত ছিলেন না ৷ আর মেয়েটির বাবা-মা মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎই চিৎকার করতে করতে মন্দির থেকে বেরিয়ে আসে মেয়েটি ৷ সে বাইরে এসে গোটা ঘটনা খুলে বলে তার বাবা-মাকে ৷ তাঁরা শুক্রবার রাতেই সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেন ৷ পরদিন অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পক্সো) আইনে মামলা করা হয়েছে ৷ শুক্রবারই নিগৃহীতা বালিকার বয়ান রেকর্ড করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ৷

আরও পড়ুন : Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিং জানিয়েছেন, খুবই গুরুতর এই ঘটনা ৷ অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় আইনি পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ এই ঘটনার পর জেলা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে পুরী চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ৷ মন্দির প্রাঙ্গণে মহিলা ও শিশুদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.