ETV Bharat / crime

IPL cricket betting racket busted: পুলিশের জালে আইপিএল ক্রিকেট বেটিং চক্র, উদ্ধার 56 লাখের সম্পত্তি - আইপিএল ক্রিকেট বেটিং চক্র

হায়দরাবাদে (Hyderabad news) পুলিশের জালে আইপিএল ক্রিকেট বেটিং চক্র ৷ উদ্ধার হল 56 লাখের সম্পত্তি এবং 7 জনকে গ্রেফতার করা হয়েছে (IPL cricket betting racket busted) ৷

IPL cricket betting racket busted in Hyderabad
পুলিশের জালে আইপিএল ক্রিকেট বেটিং চক্র, উদ্ধার 56 লাখের সম্পত্তি
author img

By

Published : Apr 7, 2022, 3:55 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: হায়দরাবাদে (Hyderabad news) পুলিশের জালে ধরা পড়ল অনলাইন ক্রিকেট বেটিং চক্র ৷ এলবি নগর থেকে গ্রেফতার করা হয়েছে 7 জনকে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 56 লাখ টাকার সম্পত্তি (IPL cricket betting racket busted)৷

বনস্থলিপুরমের সত্যনগর কলোনিতে হানা দেয় রাচাকোন্ডার এলবি নগর জোন দলের স্পেশ্যাল অপারেশনস টিম (Online cricket betting racket) ৷ তারা 7 জনকে গ্রেফতার করে ৷ ধৃতদের নামে অ্যাক্সিস ব্যাঙ্কের দু‘টি অ্যাকাউন্টে নগদ 11,80,000 টাকা ও আইসিআইসিআই ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে 31,17,576 টাকার সন্ধান পাওয়া যায় ৷ এ ছাড়াও পাওয়া যায় একটি ল্যাপটপ, 9টি মোবাইল ফোন ও অন্যান্য কয়েকটি জিনিস উদ্ধার করে ৷ উদ্ধার হওয়া সব সম্পত্তির আনুমানিক মূল্য 56,00,000 টাকা ৷

IPL cricket betting racket busted in Hyderabad
উদ্ধার হওয়া নগদ

আরও পড়ুন: IPL 2022 : কামিন্স ঝড়ে করব, লড়ব, জিতব-রে

জিজ্ঞাসাবাদে ধৃত তান্নিরু নাগরাজু জানিয়েছে, আইপিএল ক্রিকেট ম্যাচে বেটিং করে সহজে অধিক অর্থ উপার্জনের নেশা চেপে গিয়েছিল তার মাথায় ৷ সে বুকি হিসেবে কাজ করে অন্যান্যদের থেকে টাকা সংগ্রহ করত ৷ পেটিএম ও নেট ব্যাঙ্কের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা পাঠাত তার গ্রাহকরা ৷ প্রধান বুকি মোট লভ্যাংশের 3 শতাংশ দিত তার সাব বুকিকে ৷ এর আগে 2016 সালে একই ধরনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল তান্নিরুকে ৷

হায়দরাবাদ, 7 এপ্রিল: হায়দরাবাদে (Hyderabad news) পুলিশের জালে ধরা পড়ল অনলাইন ক্রিকেট বেটিং চক্র ৷ এলবি নগর থেকে গ্রেফতার করা হয়েছে 7 জনকে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 56 লাখ টাকার সম্পত্তি (IPL cricket betting racket busted)৷

বনস্থলিপুরমের সত্যনগর কলোনিতে হানা দেয় রাচাকোন্ডার এলবি নগর জোন দলের স্পেশ্যাল অপারেশনস টিম (Online cricket betting racket) ৷ তারা 7 জনকে গ্রেফতার করে ৷ ধৃতদের নামে অ্যাক্সিস ব্যাঙ্কের দু‘টি অ্যাকাউন্টে নগদ 11,80,000 টাকা ও আইসিআইসিআই ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে 31,17,576 টাকার সন্ধান পাওয়া যায় ৷ এ ছাড়াও পাওয়া যায় একটি ল্যাপটপ, 9টি মোবাইল ফোন ও অন্যান্য কয়েকটি জিনিস উদ্ধার করে ৷ উদ্ধার হওয়া সব সম্পত্তির আনুমানিক মূল্য 56,00,000 টাকা ৷

IPL cricket betting racket busted in Hyderabad
উদ্ধার হওয়া নগদ

আরও পড়ুন: IPL 2022 : কামিন্স ঝড়ে করব, লড়ব, জিতব-রে

জিজ্ঞাসাবাদে ধৃত তান্নিরু নাগরাজু জানিয়েছে, আইপিএল ক্রিকেট ম্যাচে বেটিং করে সহজে অধিক অর্থ উপার্জনের নেশা চেপে গিয়েছিল তার মাথায় ৷ সে বুকি হিসেবে কাজ করে অন্যান্যদের থেকে টাকা সংগ্রহ করত ৷ পেটিএম ও নেট ব্যাঙ্কের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা পাঠাত তার গ্রাহকরা ৷ প্রধান বুকি মোট লভ্যাংশের 3 শতাংশ দিত তার সাব বুকিকে ৷ এর আগে 2016 সালে একই ধরনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল তান্নিরুকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.