ETV Bharat / crime

Diamond City উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা, অর্পিতার আবাসনে এবার মিলল মহিলার ঝুলন্ত দেহ

শিক্ষা দুর্নীতি কাণ্ডে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা । যা দেখে চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর । এবার ফের শিরোনামে সেই ডায়মন্ড সিটি । আবাসনেরই একটি ফ্ল্যাট থেকে মিলল এক মহিলার ঝুলন্ত দেহ (Hanging body of Woman found in Diamond City) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2022, 10:51 PM IST

কলকাতা, 21 অগস্ট: কিছুদিন আগেই শিক্ষা দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অর্পিতার ডায়মন্ড সিটির আবাসন থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে হরিদেবপুর এলাকার ডায়মন্ড সিটি আবাসন (Diamond City Haridevpur)।

তবে এই ঘটনার সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় বা রাজ্যের শিক্ষা দুর্নীতির কোনও সম্পর্ক নেই । রবিবার হরিদেবপুরের ডায়মন্ড সিটি আবাসনের তিন নম্বর টাওয়ারের 14 তলা থেকে উদ্ধার হয়েছে এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতা চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায় (33)। জানা গিয়েছে, তিনি আলিপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ (Hanging Body of Woman Found in Diamond City)।

আরও পড়ুন : দলের সঙ্গেই আছি, জানিয়ে দিলেন পার্টি থেকে সাসপেন্ড হওয়া পার্থ

জানা গিয়েছে, কয়েক বছর আগে চিকিৎসক দেবিকা চট্টোপাধ্যায়ের বিয়ে হয়েছিল । তারপর থেকেই বৈবাহিক সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন । মা-বাবার সঙ্গে হরিদেবপুর এলাকার ডায়মন্ড সিটির আবাসনে থাকছিলেন তিনি । ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । নোটে লেখা রয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।

কলকাতা, 21 অগস্ট: কিছুদিন আগেই শিক্ষা দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অর্পিতার ডায়মন্ড সিটির আবাসন থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে হরিদেবপুর এলাকার ডায়মন্ড সিটি আবাসন (Diamond City Haridevpur)।

তবে এই ঘটনার সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় বা রাজ্যের শিক্ষা দুর্নীতির কোনও সম্পর্ক নেই । রবিবার হরিদেবপুরের ডায়মন্ড সিটি আবাসনের তিন নম্বর টাওয়ারের 14 তলা থেকে উদ্ধার হয়েছে এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতা চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায় (33)। জানা গিয়েছে, তিনি আলিপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ (Hanging Body of Woman Found in Diamond City)।

আরও পড়ুন : দলের সঙ্গেই আছি, জানিয়ে দিলেন পার্টি থেকে সাসপেন্ড হওয়া পার্থ

জানা গিয়েছে, কয়েক বছর আগে চিকিৎসক দেবিকা চট্টোপাধ্যায়ের বিয়ে হয়েছিল । তারপর থেকেই বৈবাহিক সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন । মা-বাবার সঙ্গে হরিদেবপুর এলাকার ডায়মন্ড সিটির আবাসনে থাকছিলেন তিনি । ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । নোটে লেখা রয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.