কলকাতা, 21 অগস্ট: কিছুদিন আগেই শিক্ষা দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অর্পিতার ডায়মন্ড সিটির আবাসন থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে হরিদেবপুর এলাকার ডায়মন্ড সিটি আবাসন (Diamond City Haridevpur)।
তবে এই ঘটনার সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় বা রাজ্যের শিক্ষা দুর্নীতির কোনও সম্পর্ক নেই । রবিবার হরিদেবপুরের ডায়মন্ড সিটি আবাসনের তিন নম্বর টাওয়ারের 14 তলা থেকে উদ্ধার হয়েছে এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতা চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায় (33)। জানা গিয়েছে, তিনি আলিপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ (Hanging Body of Woman Found in Diamond City)।
আরও পড়ুন : দলের সঙ্গেই আছি, জানিয়ে দিলেন পার্টি থেকে সাসপেন্ড হওয়া পার্থ
জানা গিয়েছে, কয়েক বছর আগে চিকিৎসক দেবিকা চট্টোপাধ্যায়ের বিয়ে হয়েছিল । তারপর থেকেই বৈবাহিক সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন । মা-বাবার সঙ্গে হরিদেবপুর এলাকার ডায়মন্ড সিটির আবাসনে থাকছিলেন তিনি । ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । নোটে লেখা রয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।