ETV Bharat / crime

Road Accident in Purulia : ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, এলাকায় উত্তেজনা - bike rider died in a road accident in purulia

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর (Road Accident in Purulia) । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার বেলকুরি আশ্রমের কাছে । মৃতের পরিচয় জানা যায়নি ।

বাইক আরোহীর  মৃত্যু
বাইক আরোহী
author img

By

Published : Mar 19, 2022, 10:11 PM IST

পুরুলিয়া, 19 মার্চ : ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর (Road Accident in Purulia) । আজ, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার বেলকুরি আশ্রমের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ । ঘাতক গাড়িটি আটক করেছে মফস্বল থানার পুলিশ ৷

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

স্থানীয়দের অভিযোগ, হর হামেশায় এরকম ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ৷ তারা জানান, রোজ বেআইনি বালির 300 ট্র্য়াক্টর চলে এই রাস্তা দিয়ে ৷ সামনেই একটি প্রাইমারি স্কুল আছে ৷ স্কুল ছুটির সময় গাড়ি যাতে না চলে তার জন্য স্থানীয়রা অনুরোধ করে পুলিশের কাছে ৷

স্থানীয়রা আরও অভিযোগ করেন, একহাতে ফোন কানে নিয়ে গাড়ি চালানোর জন্য প্রায়শই ঘটছে এরকম দুর্ঘটনা ৷ পুলিশও কোনও পদক্ষেপ নেয় না এ বিষয়ে ৷ আজকের দুর্ঘটনার পর এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷

পুরুলিয়া, 19 মার্চ : ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর (Road Accident in Purulia) । আজ, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার বেলকুরি আশ্রমের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ । ঘাতক গাড়িটি আটক করেছে মফস্বল থানার পুলিশ ৷

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

স্থানীয়দের অভিযোগ, হর হামেশায় এরকম ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ৷ তারা জানান, রোজ বেআইনি বালির 300 ট্র্য়াক্টর চলে এই রাস্তা দিয়ে ৷ সামনেই একটি প্রাইমারি স্কুল আছে ৷ স্কুল ছুটির সময় গাড়ি যাতে না চলে তার জন্য স্থানীয়রা অনুরোধ করে পুলিশের কাছে ৷

স্থানীয়রা আরও অভিযোগ করেন, একহাতে ফোন কানে নিয়ে গাড়ি চালানোর জন্য প্রায়শই ঘটছে এরকম দুর্ঘটনা ৷ পুলিশও কোনও পদক্ষেপ নেয় না এ বিষয়ে ৷ আজকের দুর্ঘটনার পর এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.