ETV Bharat / crime

সরকারি হাসপাতালে নার্সের লালসার শিকার কোভিড রোগী ! 24 ঘণ্টার মধ্যেই মৃত্যু - ভোপালে ধর্ষণ

ভোপালের সরকারি হাসপাতালে পুরুষ নার্সের বিরুদ্ধে কোভিড রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনার একদিনের মধ্যেই মৃত্যু হয় নিগৃহীতার ৷

Bhopal: Covid Patient Raped By Nurse In govt Hospital, Died In 24 Hours
সরকারি হাসপাতালে নার্সের লালসার শিকার কোভিড রোগী ! 24 ঘণ্টার মধ্যেই মৃত্যু
author img

By

Published : May 14, 2021, 9:23 AM IST

Updated : May 14, 2021, 3:56 PM IST

ভোপাল, 14 মে: ভোপালে সরকারি হাসপাতালে ভরতি করোনা আক্রান্ত এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুরুষ নার্সের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, ধর্ষণের 24 ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় 43 বছরের ওই মহিলার ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

মাসখানেক আগের এই ঘটনা এখন সামনে এসেছে ৷ গত 6 এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত মহিলাকে ভোপাল মেমোরিয়াল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছিল ৷ তিনিই মৃত্যুর আগে অভিযুক্তকে চিনিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ সূত্রের দাবি, ধর্ষণের পর ওই মহিলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ৷ এরপর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন: টিকার সংকট কাটাতে কোভ্যাক্সিন উত্পাদনে অন্যান্য কোম্পানিকে আমন্ত্রণ

নিশাতপুরা থানায় আভিযোগ দায়ের করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 40 বছরের অভিযুক্ত নার্স সন্তোষ আহিরওয়ারকে ৷ তাকে ভোপাল কেন্দ্রীয় সংশোধনাগারে রেখেছে পুলিশ ৷ শীর্ষ পুলিশ আধিকারিক ইরশাদ ওয়লি জানিয়েছেন, নিগৃহীতা তাঁর পরিচয় প্রকাশ্যে না-আনার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছিলেন ৷ সেই কারণে এই খবর কারওকে না-জানিয়ে তদন্ত চলছিল বলে জানিয়েছেন তিনি ৷ এর আগে এক 24 বছরের সহকর্মী নার্সের যৌন নিগ্রহ ও কাজের সময়ে মদ্যপানের অভিযোগে বরখাস্ত করা হয়েছিল অভিযুক্ত সন্তোষকে ৷

ভোপাল, 14 মে: ভোপালে সরকারি হাসপাতালে ভরতি করোনা আক্রান্ত এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুরুষ নার্সের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, ধর্ষণের 24 ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় 43 বছরের ওই মহিলার ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

মাসখানেক আগের এই ঘটনা এখন সামনে এসেছে ৷ গত 6 এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত মহিলাকে ভোপাল মেমোরিয়াল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছিল ৷ তিনিই মৃত্যুর আগে অভিযুক্তকে চিনিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ সূত্রের দাবি, ধর্ষণের পর ওই মহিলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ৷ এরপর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন: টিকার সংকট কাটাতে কোভ্যাক্সিন উত্পাদনে অন্যান্য কোম্পানিকে আমন্ত্রণ

নিশাতপুরা থানায় আভিযোগ দায়ের করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 40 বছরের অভিযুক্ত নার্স সন্তোষ আহিরওয়ারকে ৷ তাকে ভোপাল কেন্দ্রীয় সংশোধনাগারে রেখেছে পুলিশ ৷ শীর্ষ পুলিশ আধিকারিক ইরশাদ ওয়লি জানিয়েছেন, নিগৃহীতা তাঁর পরিচয় প্রকাশ্যে না-আনার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছিলেন ৷ সেই কারণে এই খবর কারওকে না-জানিয়ে তদন্ত চলছিল বলে জানিয়েছেন তিনি ৷ এর আগে এক 24 বছরের সহকর্মী নার্সের যৌন নিগ্রহ ও কাজের সময়ে মদ্যপানের অভিযোগে বরখাস্ত করা হয়েছিল অভিযুক্ত সন্তোষকে ৷

Last Updated : May 14, 2021, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.