পাণ্ডবেশ্বর, 18 এপ্রিল : মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ ৷ ঘটনা ঘিরে উত্তেজনা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকার কেন্দ্রা ছাতাধাওড়া গ্রামে ৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীতে স্নান করতে যাওয়ার সময় এক যুবকের লালসার শিকার হন ওই মহিলা ৷ সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ছাতাধাওড়া গ্রামেরই বাসিন্দা ৷ রবিবার নদীতে স্নান করতে যাচ্ছিলেন তিনি ৷ সেই সময় তাঁর সঙ্গে অন্য কেউ ছিল না ৷ অভিযোগ, এই সুযোগেই ওই মহিলাকে আটকায় এলাকার এক যুবক ৷ মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে সে ৷
এদিকে, ঘটনার পরই চিৎকার চেঁচামিচি শুরু করে দেন ওই মহিলা ৷ ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত যুবক ৷ মহিলার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ ৷ তাঁরাই মহিলাকে উদ্ধার করেন ৷ তাঁর পরিবারের সদস্যদেরও খবর পাঠানো হয় ৷
আরও পড়ুন : কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
এরপর মহিলার পরিবারের সদস্যরা পাণ্ডবেশ্বর থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ তবে ঘটনার পর থেকেই অভিযুক্তকে আর এলাকায় দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ মহিলার মেডিক্য়াল টেস্ট করানো হবে ৷ ঘটনার তদন্ত চলছে ৷