ETV Bharat / crime

Sonarpur Firing : সোনারপুরে ভরসন্ধ্যায় গুলি, গ্রেফতার 5

ফের চলল গুলি ৷ এবার সোনারপুরে (Firing at Sonarpur) ৷ সামনে এসেছে সিসিটিভি ফুটেজ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে ৷

Sonarpur Crime News
সোনারপুরে দিনেদুপুরে গুলি
author img

By

Published : Apr 22, 2022, 1:20 PM IST

সোনারপুর, 22 এপ্রিল : বাঁশদ্রোণীর পর এবার সোনারপুর (Firing at Sonarpur) । ফের শুটআউটের ঘটনা রাজ্যে । দিনেদুপুরে গুলি চালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গোটা ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভিতে । সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলি চালনার এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার সন্ধের একটু আগে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কাছেই ৷ সোনারপুর ফ্লাইওভারের নীচে । সেখানে রয়েছে একটি মাছের আড়ৎ ৷ অভিযোগ, গোপাল হালদার নামে এক ব্যক্তি পুলিশ লেখা একটি গাড়িতে ব্রিজের তলায় ওই মাছের আড়তে আসে ৷ সেখানে প্রথমে লোকজনকে হুমকি দেয় । তারপরই শূন্যে গুলি চালায় ৷ তারপর ঘটনাস্থল থেকে পালায় ৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যদিও কারওর গায়ে গুলি লাগেনি, তবে সোনারপুর থানার কাছেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ।

সোনারপুরে গুলি চালনার সিসিটিভি ফুটেজ

শেষ পাওয়া খবর অনুযায়ী, মূল অভিযুক্ত গোপাল হালদার-সহ মোট 5 জনকে ঘাসিয়াড়া মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ । গোপাল ছাড়াও গ্রেফতার করা হয়েছে দীপক দেবনাথ, জয়দেব দাস, মনোরঞ্জন দাস, দীপ মণ্ডলকে । ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে । ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন : Bansdroni Shootout Case : বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় অস্ত্র-সহ ধৃত 3

সোনারপুর, 22 এপ্রিল : বাঁশদ্রোণীর পর এবার সোনারপুর (Firing at Sonarpur) । ফের শুটআউটের ঘটনা রাজ্যে । দিনেদুপুরে গুলি চালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গোটা ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভিতে । সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলি চালনার এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার সন্ধের একটু আগে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কাছেই ৷ সোনারপুর ফ্লাইওভারের নীচে । সেখানে রয়েছে একটি মাছের আড়ৎ ৷ অভিযোগ, গোপাল হালদার নামে এক ব্যক্তি পুলিশ লেখা একটি গাড়িতে ব্রিজের তলায় ওই মাছের আড়তে আসে ৷ সেখানে প্রথমে লোকজনকে হুমকি দেয় । তারপরই শূন্যে গুলি চালায় ৷ তারপর ঘটনাস্থল থেকে পালায় ৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যদিও কারওর গায়ে গুলি লাগেনি, তবে সোনারপুর থানার কাছেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ।

সোনারপুরে গুলি চালনার সিসিটিভি ফুটেজ

শেষ পাওয়া খবর অনুযায়ী, মূল অভিযুক্ত গোপাল হালদার-সহ মোট 5 জনকে ঘাসিয়াড়া মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ । গোপাল ছাড়াও গ্রেফতার করা হয়েছে দীপক দেবনাথ, জয়দেব দাস, মনোরঞ্জন দাস, দীপ মণ্ডলকে । ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে । ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন : Bansdroni Shootout Case : বাঁশদ্রোণী শুট আউটের ঘটনায় অস্ত্র-সহ ধৃত 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.