ডোমজুড়, 4 ফেব্রুয়ারি : 7 হাজার মাদক ট্যাবলেট ও 30টি 100 মিলিলিটারের পিসিসি বোতল উদ্ধার । ঘটনায় গ্রেপ্তার 2 মাদক পাচারকারী । গতরাতে ডোমজুড় এলাকার অঙ্কুরহাটিতে নিজামউদ্দিন নামে এক বাসিন্দার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় ।
হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক নিজামউদ্দিন পলাতক । ধৃতরা স্থানীয় । গতরাতে ডোমজুড় থানার পুলিশের সহযোগিতায় গোয়েন্দা বিভাগের একটি দল অঙ্কুরহাটির বাড়িতে তল্লাশি অভিযান চালায় । আর তল্লাশি করতেই নিজামউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে প্যাকেটজাত মাদক ও পিসিসি বোতল ।
আরও পড়ুন : 2 হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 3 মাদক পাচারকারী
ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্থানীয় মাদক সেবনকারীদের জন্য এই অবৈধ মাদক আনা হয়েছিল । কিন্তু পুলিশের ধারণা, এই মাদক অন্য জায়গায় পাচারের চেষ্টায় ছিল মাদক কারবারিরা । এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজার চেষ্টা চলছে । তদন্তে নেমেছে পুলিশ । ধৃতদের 14 দিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানিয়ে আজ হাওড়া জেলা আদালতে পেশ করা হয়েছে ।