ETV Bharat / city

বাঁশের আড়ালে 30 লাখের চোরাই কাঠ, গ্রেফতার এক - শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ

শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে, ৩০ লাখ টাকার চোরাই কাঠ সহ একজনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা । ওই বিপুল পরিমাণ মেঘালয় থেকে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কাঠ মাফিয়াদের ।

30 লাখের চোরাই কাঠ
30 লাখের চোরাই কাঠ
author img

By

Published : Mar 26, 2021, 10:43 PM IST

শিলিগুড়ি, 26 মার্চ : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্টে উদ্ধার 30 লাখ টাকার চোরাই কাঠ । ঘটনায় গ্রেফতার ট্রাক চালক ।

বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । বাঁশের আড়ালে চোরাই কাঠ পাচারের ছক বানচাল করল গোয়েন্দা বিভাগ । শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে, ৩০ লাখ টাকার চোরাই কাঠ সহ একজনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা । ওই বিপুল পরিমাণ মেঘালয় থেকে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কাঠ মাফিয়াদের । তার আগেই খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্ট সন্দেহভাজন ট্রাক আটক করে পুলিশ । গাড়ির ভিতরে বাঁশ দিয়ে ঢাকা ছিল কাঠগুলি । তল্লাশি চালালে বেরিয়ে আসে লুকিয়ে রাখা কাঠ । আপাত দৃষ্টিতে বোঝাই দায় যে ট্রাকটিতে বিপুল পরিমাণ কাঠ লুকিয়ে রাখা হয়েছে । উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা ।

আরও পড়ুন : মর্গে রাখা দেহ খুবলে খেলো ইদুঁর, কাঠগড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতাল

ঘটনায় ট্রাকের চালক পৃথ্বীরাজ সিংকে গ্রেফতার করে পুলিশ । তিনি মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা । যদিও ট্রাকের খালাসি পলাতক । ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

শিলিগুড়ি, 26 মার্চ : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্টে উদ্ধার 30 লাখ টাকার চোরাই কাঠ । ঘটনায় গ্রেফতার ট্রাক চালক ।

বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । বাঁশের আড়ালে চোরাই কাঠ পাচারের ছক বানচাল করল গোয়েন্দা বিভাগ । শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে, ৩০ লাখ টাকার চোরাই কাঠ সহ একজনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা । ওই বিপুল পরিমাণ মেঘালয় থেকে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কাঠ মাফিয়াদের । তার আগেই খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্ট সন্দেহভাজন ট্রাক আটক করে পুলিশ । গাড়ির ভিতরে বাঁশ দিয়ে ঢাকা ছিল কাঠগুলি । তল্লাশি চালালে বেরিয়ে আসে লুকিয়ে রাখা কাঠ । আপাত দৃষ্টিতে বোঝাই দায় যে ট্রাকটিতে বিপুল পরিমাণ কাঠ লুকিয়ে রাখা হয়েছে । উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা ।

আরও পড়ুন : মর্গে রাখা দেহ খুবলে খেলো ইদুঁর, কাঠগড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতাল

ঘটনায় ট্রাকের চালক পৃথ্বীরাজ সিংকে গ্রেফতার করে পুলিশ । তিনি মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা । যদিও ট্রাকের খালাসি পলাতক । ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.