ETV Bharat / city

সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে ঘোরার সুযোগ, ঘোষণা পর্যটন মন্ত্রীর

নামমাত্র খরচে উত্তরবঙ্গের 6টি জায়গায় ঘোরার সুযোগ, ঘোষণা পর্যটন মন্ত্রীর ৷ শুরু নভেম্বরের 15 তারিখ ৷ চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত ৷ মাথাপিছু প্রতিদিন খরচ মাত্র 1250 টাকা ৷ পাঁচবছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি ৷ অনলাইন বুকিংয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রতিটি ডেস্টিনেশনে 125 জন পর্যটক এই সুযোগ পাবেন ৷

সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে ঘোরার সুযোগ
author img

By

Published : Aug 6, 2019, 11:23 AM IST

শিলিগুড়ি, 6 অগাস্ট : শীতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন ? তাহলে রয়েছে সুখবর ৷ সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে উত্তরবঙ্গ ভ্রমণের সুযোগ ৷ সুযোগ দিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর ৷ শুরু নভেম্বরের 15 তারিখ ৷ চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত ৷ জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

গতকাল শিলিগুড়িতে পর্যটন দপ্তরে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসককে নিয়ে মিটিং করেন গৌতম দেব ৷ জানান, জলপাইগুড়ির মেটেলি, কোচবিহারের রাজাভাতখাওয়া, জলপাইগুড়ির গজলডোবা, কালিম্পঙের পেডং, কার্শিয়াঙের সিটঙ ও দক্ষিণ দিনাজপুরের কালীদিঘি এই ছ'টি জায়গায় নামমাত্র খরচে পর্যটকদের ঘোরার সুযোগ দেওয়া হচ্ছে ৷ 15 নভেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে যে সব পর্যটকেরা আসবেন তাদের থাকা খাওয়া, ঘোরা, হাতি সাফারিসহ যাবতীয় বন্দোবস্ত করবে পর্যটন দপ্তর । প্রতি সপ্তাহের শুক্রবার শুরু হবে উইন্টার ফেস্টিভাল, চলবে রবিবার পর্যন্ত ৷ সরকারি বাংলো বা অতিথিনিবাসে যাঁরা থাকবেন তাঁদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ এমন কী চাইলে তাঁবুতেও রাত কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা ৷ তার জন্য অথিতিনিবাস ছাড়াও থাকছে একাধিক টেন্ট হাউজ়ের ব্যবস্থা ৷ সবটাই সরকারি ভর্তুকিতে ৷

পর্যটন দপ্তরের তরফে পর্যটকদের থেকে মাথা পিছু দিনপ্রতি 1250 টাকা নেওয়া হবে । তবে পাঁচবছরের নিচে যাদের বয়স তাদের টাকা লাগবে না ৷ অনলাইন বুকিংয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রতিটি ডেস্টিনেশনে 125 জন পর্যটক এই সুযোগ পাবেন ৷ চলতি মাসের শেষের দিকে শুরু হবে বুকিং ৷

গৌতম দেব বলেন, "যাঁরা বন-জঙ্গল ভালোবাসেন, সেই সব তারকাদের অতিথি হিসেবে নিয়ে আসব । পর্যটকদের সঙ্গে তাঁরাও থাকবেন । প্রতিটি ডেস্টিনেশনে অনুষ্ঠান হবে । অনুষ্ঠানে স্থানীয়দেরও আমন্ত্রণ করা হবে । সবমিলিয়ে জমজমাট হবে উইন্টার ফেস্টিভাল । "

শিলিগুড়ি, 6 অগাস্ট : শীতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন ? তাহলে রয়েছে সুখবর ৷ সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে উত্তরবঙ্গ ভ্রমণের সুযোগ ৷ সুযোগ দিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর ৷ শুরু নভেম্বরের 15 তারিখ ৷ চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত ৷ জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

গতকাল শিলিগুড়িতে পর্যটন দপ্তরে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসককে নিয়ে মিটিং করেন গৌতম দেব ৷ জানান, জলপাইগুড়ির মেটেলি, কোচবিহারের রাজাভাতখাওয়া, জলপাইগুড়ির গজলডোবা, কালিম্পঙের পেডং, কার্শিয়াঙের সিটঙ ও দক্ষিণ দিনাজপুরের কালীদিঘি এই ছ'টি জায়গায় নামমাত্র খরচে পর্যটকদের ঘোরার সুযোগ দেওয়া হচ্ছে ৷ 15 নভেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে যে সব পর্যটকেরা আসবেন তাদের থাকা খাওয়া, ঘোরা, হাতি সাফারিসহ যাবতীয় বন্দোবস্ত করবে পর্যটন দপ্তর । প্রতি সপ্তাহের শুক্রবার শুরু হবে উইন্টার ফেস্টিভাল, চলবে রবিবার পর্যন্ত ৷ সরকারি বাংলো বা অতিথিনিবাসে যাঁরা থাকবেন তাঁদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ এমন কী চাইলে তাঁবুতেও রাত কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা ৷ তার জন্য অথিতিনিবাস ছাড়াও থাকছে একাধিক টেন্ট হাউজ়ের ব্যবস্থা ৷ সবটাই সরকারি ভর্তুকিতে ৷

পর্যটন দপ্তরের তরফে পর্যটকদের থেকে মাথা পিছু দিনপ্রতি 1250 টাকা নেওয়া হবে । তবে পাঁচবছরের নিচে যাদের বয়স তাদের টাকা লাগবে না ৷ অনলাইন বুকিংয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রতিটি ডেস্টিনেশনে 125 জন পর্যটক এই সুযোগ পাবেন ৷ চলতি মাসের শেষের দিকে শুরু হবে বুকিং ৷

গৌতম দেব বলেন, "যাঁরা বন-জঙ্গল ভালোবাসেন, সেই সব তারকাদের অতিথি হিসেবে নিয়ে আসব । পর্যটকদের সঙ্গে তাঁরাও থাকবেন । প্রতিটি ডেস্টিনেশনে অনুষ্ঠান হবে । অনুষ্ঠানে স্থানীয়দেরও আমন্ত্রণ করা হবে । সবমিলিয়ে জমজমাট হবে উইন্টার ফেস্টিভাল । "

Intro:শীতের মরসুমে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন? পাহার, ডুয়ার্সসহ নানা এলাকায় যেতে খোঁজখবর নিচ্ছেন? তাহলে আপনাদের জন্য সুখবর রয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে 15 নভেম্বর থেকে 22 ডিসেম্বর অবধি চলবে উইন্টার ফেস্টিভ্যাল। সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে নির্দিষ্ট কিছু এলাকায় থাকাখাওয়া এবং ঘুরে বেড়ানোর সুযোগ দেবে পর্যটন দপ্তর।


Body:এদিন পর্যটন দপ্তরের সচিব ও উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলকশাসকদের নিয়ে বৈঠকের পর পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন মেটেলি, রাজাভাতখাওয়া, গজলডোবা, পেডং, সিটঙ এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কালীদিঘী এই ছয়টি গন্তব্যে ওই নির্দিষ্ট সময়ে যেসব পর্যটকেরা আসতে চাইবেন তাদের থাকা খাওয়া, সাইটসিন, হাতি সফরিসহ যাবতীয় বন্দোবস্ত করবে পর্যটন দপ্তর। প্রতি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার করে এই এলাকায় সরকারি বাংলো, অতিথিনিবাসে যারা আসবেন তাদের জন্য আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সবটাই সরকারি ভর্তুকিকে। পর্যটকদের থেকে মাথা পিছু দিনপ্রতি 1250 টাকা নেবে পর্যটন দপ্তর। এই অর্থেই থাকা,খাওয়া, স্টেশন থেকে পর্যটককে নিয়ে আসা এবং শেষ দিনে স্টেশনে পৌঁছেও দেওয়া হবে। সরকারি বাংলো, অতিথিনিবাসে ছাড়াও প্রতিটি গন্তব্যে থাকবে একাধিক টেন্ট হাউস। প্রতি সপ্তাহে প্রতি গন্তব্যে 125 জন পর্যটককে এই সুবিধা দেওয়া হবে। দপ্তরের আশা এই প্যাকেজ ট্যুরে আকৃষ্ট হবেন পর্যটকেরা। এ মাসের শেষের দিকে শুরু হবে বুকিং।


Conclusion:এদিন গৌতম দেব বলেন যেসব সেলিব্রিটি বনজঙ্গল ভালোবাসেন তাদেরকেও অতিথি হিসেবে নিয়ে আসব। পর্যটকদের সাথে তারাও থাকবেন। প্রতিটি এলাকায় ওই সময়সীমার প্রতিসপ্তাহে অনুষ্ঠান হবে। তাতে স্থানীয়দের আমন্ত্রণ করা হবে। সবমিলিয়ে জমজমাট হবে উইন্টার ফেস্টিভ্যাল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.