শিলিগুড়ি, 17 মার্চ : "সংযুক্ত মোর্চার ক্ষমতায় আসা হচ্ছে, অমাবস্যায় চাঁদ দেখতে পাওয়ার থেকেও কম সম্ভাবনা " বুধবার সকালে শিলিগুড়ি পুরনিগমের 15 নম্বর ওয়ার্ডে চায়ে পে চর্চায় যোগ দিতে এসে এমনটাই বলেন সম্প্রতি সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ ।
ভোটের বাজারে শাসক থেকে বিরোধী, সবারই প্রচার তুঙ্গে । একদিকে সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য যেমন জোরকদমে প্রচারে নেমেছেন, তেমনই শিলিগুড়িতে প্রচারে নেমেছে বিজেপি । সিপিআই এম থেকে বিজেপিতে যোগদান করা শঙ্কর ঘোষকে মুখ করেই প্রচার চালাচ্ছে বিজেপি । আর তাঁর এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিকমহলে । বিজেপিতে যোগ দিয়েই নির্বাচনী প্রচারে নেমেছেন শঙ্কর ঘোষ । শিলিগুড়িতে বিশেষ জোর দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি । দলীয় সূত্রের খবর, অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে শঙ্করকেই বিজেপির প্রার্থী করা হবে । বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী শঙ্কর এদিন বলেন, " আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দু'শোর বেশি আসনে জয়লাভ করে বাংলার ক্ষমতায় আসবে ।" সাধারণ মানুষ সিপিআইএম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর জোটকে মেনে নেবে না বলে মনে করেন তিনি । তাঁর কথায়, জোটের ক্ষমতায় আসাটা অনেকটা অমাবস্যায় চাঁদ দেখার মতো ।
আরও পড়ুন : এখনও কি শিলিগুড়ির ভরসা অশোক ভট্টাচার্য ?
অপরদিকে শঙ্করের বক্তব্যের গুরুত্ব দিতে নারাজ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য । তাঁর কথায়," শঙ্কর নতুন বিজেপিতে যোগ দিয়েছে । এখনও শিক্ষানবিশ নেতা । অনেক কিছু শিখছে ।"একইভাবে শংকর ঘোষকে কটাক্ষ করেন শিলিগুড়ির তৃণমূলের প্রার্থী ওমপ্রকাশ মিশ্রও । তিনি বলেন, "বিজেপি তো প্রার্থীই দিতে পারছে না । লোক খুঁজে পাচ্ছে না । আসলে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি সব এক ।"