ETV Bharat / city

বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব, শঙ্কর ঘোষকে নিশানা অশোকের

দলত্যাগী শঙ্কর ঘোষকে বিভীষণের থেকেও ভয়ঙ্কর বলে নিশানা করলেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ আর সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে সিপিএমের ভিতরের খবর বিজেপি শিবিরে পাচার করার অভিযোগ তুললেন বর্ষীয়ান এই বাম নেতা ৷

west bengal assembly election 2021 ashok bhattacharya attack to his former co-leader shankar ghosh in siliguri
‘‘বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব’’! শঙ্কর ঘোষকে নিশানা অশোকের
author img

By

Published : Mar 13, 2021, 10:53 PM IST

শিলিগুড়ি, 13 মার্চ : ‘‘বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব।’’ সদ্য সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়া শঙ্কর ঘোষকে এভাবেই নিশানা করলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পৌরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য ৷ তাঁর এক সময়ের এই ছায়া সঙ্গী গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তার একদিন পরেই শঙ্কর ঘোষকে বিভীষণের সঙ্গে তুলনা করলেন এই বামনেতা ৷ সেই সঙ্গে শঙ্কর ঘোষের বিরুদ্ধে সিপিএমের গোপন তথ্য ফাঁসের অভিযোগও করেছেন তিনি ৷

টানা 30 বছর সিপিএমের সঙ্গে থেকে কাজ করেছেন ৷ শিলিগুড়ির রাজনীতিতে কট্টর বামপন্থী হিসেবেই পরিচিত ছিলেন শঙ্কর ঘোষ ৷ এমনকি অশোক ভট্টাচার্যের একসময়ের ছায়া সঙ্গীও ছিলেন তিনি ৷ সেই শঙ্কর আজ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ৷ আর তাতেই বিশ্বাসে আঘাত লেগেছে অশোক ভট্টাচার্যের ৷ এ নিয়ে বলতে গিয়ে অশোক ভট্টাচার্য নিশানা করে বলেন, ‘‘ও বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব ৷ আমি বুঝতে পারিনি ৷ বিজেপির হয়ে গোপনে কাজ করছিল শঙ্কর ৷ গত ছয় মাস ধরে দলে থেকে দলের অভ্যন্তরীণ খবর বের করছিল ৷’’

স্বাভাবিকভাবেই সিপিএমের সঙ্গে তিরিশ বছরের সম্পর্ক ছিন্ন করে ভোটের আগে বিজেপি-তে যোগ দেওয়ায় শঙ্কর ঘোষের উপর ক্ষুন্ন সিপিএম নেতৃত্ব ৷ তবে, শঙ্করের অভিযোগ গল তার নীতি থেকে সরে এসেছে ৷ আর তাই প্রথমে সিপিএমের সব পদ থেকে ইস্তফা দেওয়া এবং শেষে কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শঙ্কর দাস ৷ তবে, অশোক ভট্টাচার্যের এই অভিযোগ নিয়ে পাল্টা কোনও সমালোচনা করেননি তিনি ৷ শুধু বলেন, ‘‘গুরুজন বলেছেন ৷ গুরুজনকে বলতে দিন ৷ 30 বছরের রাজনীতিতে তাঁর থেকে অনেক কিছু শিখেছি ৷ তা ভবিষ্যতের কাজে লাগবে ৷ দল ছাড়ার দিন পর্যন্ত দলের সমস্ত কাজ করেছি ৷’’

বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব, শঙ্কর ঘোষকে নিশানা অশোকের

আরও পড়ুন : কৈলাসের উপস্থিতিতে বিজেপিতে যোগদান সিপিআইএম নেতা শংকর ঘোষের

তবে, সিপিএম তথা অশোক ভট্টাচার্যের গড় বলে পরিচিত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র ৷ 2011 সালে যখন তৃণমূলের সবুজ ঝড়ে গোটা রাজ্যে পালাবদল ঘটেছিল, তখন হাতে গোনা কয়েকটি কেন্দ্রের মতো এই শিলিগুড়ির মানুষ বামেদের উপর আস্থা রেখেছিল ৷ এমনকি 2016 বিধানসভা ও তার পরে পৌরসভা ভোট ৷ সব নির্বাচনেই কাস্তে হাতুড়ির জয় হয়েছে ৷ এবার সেই শিবিরের 30 বছরের পুরনো সৈনিক শঙ্কর ঘোষকে নিজেদের শিবিরে টেনেছে বিজেপি ৷ তবে, শঙ্কর ঘোষকে ঢাল করেই কী শিলিগুড়ি কেন্দ্রে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির ? আর করতে চাইলেও কতটা সফল হবে তারা? সে নিয়ে একটা তরজা থেকেই যাচ্ছে ৷

শিলিগুড়ি, 13 মার্চ : ‘‘বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব।’’ সদ্য সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়া শঙ্কর ঘোষকে এভাবেই নিশানা করলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পৌরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য ৷ তাঁর এক সময়ের এই ছায়া সঙ্গী গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তার একদিন পরেই শঙ্কর ঘোষকে বিভীষণের সঙ্গে তুলনা করলেন এই বামনেতা ৷ সেই সঙ্গে শঙ্কর ঘোষের বিরুদ্ধে সিপিএমের গোপন তথ্য ফাঁসের অভিযোগও করেছেন তিনি ৷

টানা 30 বছর সিপিএমের সঙ্গে থেকে কাজ করেছেন ৷ শিলিগুড়ির রাজনীতিতে কট্টর বামপন্থী হিসেবেই পরিচিত ছিলেন শঙ্কর ঘোষ ৷ এমনকি অশোক ভট্টাচার্যের একসময়ের ছায়া সঙ্গীও ছিলেন তিনি ৷ সেই শঙ্কর আজ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ৷ আর তাতেই বিশ্বাসে আঘাত লেগেছে অশোক ভট্টাচার্যের ৷ এ নিয়ে বলতে গিয়ে অশোক ভট্টাচার্য নিশানা করে বলেন, ‘‘ও বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব ৷ আমি বুঝতে পারিনি ৷ বিজেপির হয়ে গোপনে কাজ করছিল শঙ্কর ৷ গত ছয় মাস ধরে দলে থেকে দলের অভ্যন্তরীণ খবর বের করছিল ৷’’

স্বাভাবিকভাবেই সিপিএমের সঙ্গে তিরিশ বছরের সম্পর্ক ছিন্ন করে ভোটের আগে বিজেপি-তে যোগ দেওয়ায় শঙ্কর ঘোষের উপর ক্ষুন্ন সিপিএম নেতৃত্ব ৷ তবে, শঙ্করের অভিযোগ গল তার নীতি থেকে সরে এসেছে ৷ আর তাই প্রথমে সিপিএমের সব পদ থেকে ইস্তফা দেওয়া এবং শেষে কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শঙ্কর দাস ৷ তবে, অশোক ভট্টাচার্যের এই অভিযোগ নিয়ে পাল্টা কোনও সমালোচনা করেননি তিনি ৷ শুধু বলেন, ‘‘গুরুজন বলেছেন ৷ গুরুজনকে বলতে দিন ৷ 30 বছরের রাজনীতিতে তাঁর থেকে অনেক কিছু শিখেছি ৷ তা ভবিষ্যতের কাজে লাগবে ৷ দল ছাড়ার দিন পর্যন্ত দলের সমস্ত কাজ করেছি ৷’’

বিভীষণের থেকেও ভয়ঙ্কর জীব, শঙ্কর ঘোষকে নিশানা অশোকের

আরও পড়ুন : কৈলাসের উপস্থিতিতে বিজেপিতে যোগদান সিপিআইএম নেতা শংকর ঘোষের

তবে, সিপিএম তথা অশোক ভট্টাচার্যের গড় বলে পরিচিত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র ৷ 2011 সালে যখন তৃণমূলের সবুজ ঝড়ে গোটা রাজ্যে পালাবদল ঘটেছিল, তখন হাতে গোনা কয়েকটি কেন্দ্রের মতো এই শিলিগুড়ির মানুষ বামেদের উপর আস্থা রেখেছিল ৷ এমনকি 2016 বিধানসভা ও তার পরে পৌরসভা ভোট ৷ সব নির্বাচনেই কাস্তে হাতুড়ির জয় হয়েছে ৷ এবার সেই শিবিরের 30 বছরের পুরনো সৈনিক শঙ্কর ঘোষকে নিজেদের শিবিরে টেনেছে বিজেপি ৷ তবে, শঙ্কর ঘোষকে ঢাল করেই কী শিলিগুড়ি কেন্দ্রে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির ? আর করতে চাইলেও কতটা সফল হবে তারা? সে নিয়ে একটা তরজা থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.