ETV Bharat / city

জ্বলল ইমরানের কুশপুতুল; স্লোগান উঠল, "ফের চাই সার্জিকাল স্ট্রাইক"

পুলওয়ামা ইশুতে পাকিস্তানের মাটিতে ফের সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলল দেশের মানুষ।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 16, 2019, 5:50 PM IST

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর ফের সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলল শিলিগুড়ির বিভিন্ন সংগঠন। একইসাথে দফায় দফায় পোড়ানো হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল। পথে নামে BJP-র যুব মোর্চার সদস্যরা। চলে পথ অবরোধও।

পুলওয়ামার ৪৫ জন CRPF জওয়ান শহিদ হওয়ার ঘটনায় দেশজুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে। আজ শিলিগুড়িতে সাধারণ মানুষ থেকে কলেজ পড়ুয়া সকলেই এই প্রতিবাদে সামিল হন। প্রতিবাদ মিছিল করেন শিক্ষকরাও। কেউ কেউ শহিদদের অস্থায়ী বেদিতেও মালাও দেন। একাধিক জায়গায় পথ অবরোধ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল দাহ করে সার্জিকাল স্ট্রাইকের দাবি ওঠে।

পথে নামেন BJP-র যুব মোর্চার সদস্যরাও। আজ সন্ধ্যায় শিলিগুড়ির ভেনাস মোড়ে সংগঠনের সদস্যদের তরফে ইমরান খানের কুশপুতুল দাহ করা হয়৷ একইসাথে একটি শোক মিছিলেরও আয়োজন করা হয়েছিল। এবিষয়ে যুব মোর্চার শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, "ইতিমধ্যে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। আমরা ভরসা রাখছি প্রধানমন্ত্রীর প্রতি। আশাবাদী পাকিস্তান যোগ্য জবাব পাবে।

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর ফের সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলল শিলিগুড়ির বিভিন্ন সংগঠন। একইসাথে দফায় দফায় পোড়ানো হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল। পথে নামে BJP-র যুব মোর্চার সদস্যরা। চলে পথ অবরোধও।

পুলওয়ামার ৪৫ জন CRPF জওয়ান শহিদ হওয়ার ঘটনায় দেশজুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে। আজ শিলিগুড়িতে সাধারণ মানুষ থেকে কলেজ পড়ুয়া সকলেই এই প্রতিবাদে সামিল হন। প্রতিবাদ মিছিল করেন শিক্ষকরাও। কেউ কেউ শহিদদের অস্থায়ী বেদিতেও মালাও দেন। একাধিক জায়গায় পথ অবরোধ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল দাহ করে সার্জিকাল স্ট্রাইকের দাবি ওঠে।

পথে নামেন BJP-র যুব মোর্চার সদস্যরাও। আজ সন্ধ্যায় শিলিগুড়ির ভেনাস মোড়ে সংগঠনের সদস্যদের তরফে ইমরান খানের কুশপুতুল দাহ করা হয়৷ একইসাথে একটি শোক মিছিলেরও আয়োজন করা হয়েছিল। এবিষয়ে যুব মোর্চার শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, "ইতিমধ্যে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। আমরা ভরসা রাখছি প্রধানমন্ত্রীর প্রতি। আশাবাদী পাকিস্তান যোগ্য জবাব পাবে।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Pyongyang - 16 February 2019
1. Wide of crowd walking toward giant statues of past North Korean leaders Kim Il Sung and Kim Jong Il on Mansu Hill in central Pyongyang
2. Various of crowd approaching statues
3. People laying flowers below statues
4. Wide of people bowing to statues
5. Wide of giant statues of Kim Il Sung and Kim Jong Il
6. SOUNDBITE (Korean) Yun Mi, Pyongyang resident:
"When it comes to today, the Day of the Shining Star, it makes me miss our great general (Kim Jong Il) more, and feel that I will follow what our great general had taught us, and be loyal to our respected supreme leader Kim Jong Un."
7. Various of soldiers walking up to statues and laying flowers below them
8. Various of soldiers saluting the statues
9. Wide of people on street with sign in background reading (Korean) "Day of the Shining Star - Celebration"
10. Wide of flags put up for the anniversary with red flowers on them named 'Kimjongilia' after past leader
11. Wide of roundabout outside Pyongyang main railway station decorated with flags for the anniversary
12. Various of North Korean flags put up for the anniversary
13. Mid of traffic on street with traffic policeman and sign in background reading (Korean) "Day of the Shining Star - Celebration"
14. Wide of people going into Kimjongilia flower show
15. Various of crowds inside Kimjongilia flower show and display of flowers
16. SOUNDBITE (Korean) Ri Jin Chol, flower show visitor:
"Myself and my family always come to this Kimjongilia flower show every year and every time it makes me feel how much everyone looks up to our great general. We're going to enjoy this holiday."
17. Various of people eating and drinking outside flower show
STORYLINE:
North Koreans on Saturday marked the 77th anniversary of the birth of their past leader Kim Jong Il.
In central Pyongyang, thousands of people climbed Mansu Hill to make a show of paying their respects to giant statues of Kim Il Sung and Kim Jong Il.
This is a routine on all major anniversaries and holidays in North Korea. All over the country, people are expected to lay flowers and bow to statues and portraits of the former leaders.
Pyongyang is also decorated with flags and signs reminding people about the anniversary, which is officially called "The Day of the Shining Star".
Another regular feature of this February anniversary is a giant show of thousands of identical flowers named Kimjongilia after the past leader.
The large red blooms are a variety of Begonia.
Kim Jong Il's birthday is a public holiday in North Korea, and as well as the ritual observance of paying respects at monuments and flower displays, people do get time off to relax with their families.
But North Korea has not yet informed its population of the upcoming summit expected at the end of the month between Kim Jong Un and Donald Trump in Hanoi.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.