ETV Bharat / city

শিলিগুড়িতে কোটি টাকা মূল্যের 2 কেজি ব্রাউন সুগার সহ গ্রেফতার 2 - শিলিগুড়ি

1 কোটি টাকা বাজার মূল্যের 2 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ ৷ সেই সঙ্গে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি আদালত ৷

two-smugglers-arrested-with-2-kg-brown-sugar-with-market-value-of-rs-1-crore-in-siliguri
শিলিগুড়িতে 1 কোটি টাকা বাজার মূল্যের 2 কেজি ব্রাউন সুগার সহ গ্রেফতার 2
author img

By

Published : Apr 24, 2021, 5:59 PM IST

শিলিগুড়ি, 24 এপ্রিল : প্রায় এক কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ । শিলিগুড়ি কমিশনারেটের মাটিগাড়া থানা এলাকায় শুক্রবার মাঝরাতে অভিযান চালায় পুলিশ ৷ ধৃত 2 পাচারকারীর কাছ থেকে 2 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

জানা গিয়েছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় অভিযান চালায় পুলিশ ৷ সেখানে দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালাতেই 2 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ ঘটনাস্থল থেকে জাহাঙ্গির শেখ এবং রজ্জাক আলি নামে 2 পাচারকারীকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ । উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের বাড়ি কালিয়াচক এবং করণদিঘিতে । মাটিগাড়া থানার অন্তর্গত বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের সঙ্গে একটি গাড়িও ছিল ৷ সেই গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ ওই দুই মাদক পাচারকারী 2 কেজি ব্রাউন সুগার শিলিগুড়ি শহরে বিক্রি করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ । তবে কাদের কাছে ওই মাদক বিক্রি করতে এসেছিল তারা, কোথা থেকেই বা সেগুলি আনা হয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ শিলিগুড়ি আদালতে ধৃতদের তোলা হলে বিচারক তাদের 10 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

শিলিগুড়ি, 24 এপ্রিল : প্রায় এক কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ । শিলিগুড়ি কমিশনারেটের মাটিগাড়া থানা এলাকায় শুক্রবার মাঝরাতে অভিযান চালায় পুলিশ ৷ ধৃত 2 পাচারকারীর কাছ থেকে 2 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

জানা গিয়েছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় অভিযান চালায় পুলিশ ৷ সেখানে দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালাতেই 2 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ ঘটনাস্থল থেকে জাহাঙ্গির শেখ এবং রজ্জাক আলি নামে 2 পাচারকারীকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ । উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের বাড়ি কালিয়াচক এবং করণদিঘিতে । মাটিগাড়া থানার অন্তর্গত বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের সঙ্গে একটি গাড়িও ছিল ৷ সেই গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ ওই দুই মাদক পাচারকারী 2 কেজি ব্রাউন সুগার শিলিগুড়ি শহরে বিক্রি করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ । তবে কাদের কাছে ওই মাদক বিক্রি করতে এসেছিল তারা, কোথা থেকেই বা সেগুলি আনা হয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ শিলিগুড়ি আদালতে ধৃতদের তোলা হলে বিচারক তাদের 10 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.