ETV Bharat / city

Cannabis Recovered in Siliguri: শিলিগুড়িতে কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত 52 কেজি গাঁজা, গ্রেফতার 2 - Ganja

বিপুল পরিমাণ গাঁজা সহ 2 পাচারকারীকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ (Two smuggler arrested with 52 kg cannabis in Siliguri) ৷ ফুলবাড়ির আমাইদিঘিতে একটি লাইন হোটেলের সামনে থেকে এই গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ৷

Two People Arrested with 52 KG Cannabis in Siliguri
Two People Arrested with 52 KG Cannabis in Siliguri
author img

By

Published : Jul 3, 2022, 9:12 PM IST

শিলিগুড়ি, 3 জুলাই: 52 কেজি গাঁজা-সহ একটি গাড়ি আটক করল পুলিশ (Two smuggler arrested with 52 kg cannabis in Siliguri) ৷ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘির একটি লাইন হোটেল থেকে আটক করা হয় ওই গাড়িটিকে ৷ ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় ৷ কন্টেনার গাড়িটির চালকের সিট ও খালাসির সিটের নীচ থেকে উদ্ধার হয় এই 52 কেজি গাঁজা ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সুনীল কুমার এবং খালাসি বাবু বর্মনকে ৷ সুনীল কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাবু কোচবিহারের বাসিন্দা ৷ হরিয়ানার নম্বর প্লেট লাগানো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার (Ganja) বস্তাগুলি ৷

আরও পড়ুন: Cannabis Recovered: জলপাইগুড়িতে উদ্ধার 108 কেজি গাঁজা, ধৃত 3

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মাদকপাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন এই দু'জন ৷ শনিবার মাঝরাতে খাবার খাওয়ার জন্য আমাইদিঘির লাইন হোটেলে দাঁড়িয়েছিল কন্টেনারের চালক এবং খালাসি ৷ সেখানে থেকেই মাদক বোঝাই কন্টেনার-সহ গ্রেফতার করা হয় চালক এবং খালাসিকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই পাচারচক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ ৷

শিলিগুড়ি, 3 জুলাই: 52 কেজি গাঁজা-সহ একটি গাড়ি আটক করল পুলিশ (Two smuggler arrested with 52 kg cannabis in Siliguri) ৷ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘির একটি লাইন হোটেল থেকে আটক করা হয় ওই গাড়িটিকে ৷ ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় ৷ কন্টেনার গাড়িটির চালকের সিট ও খালাসির সিটের নীচ থেকে উদ্ধার হয় এই 52 কেজি গাঁজা ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সুনীল কুমার এবং খালাসি বাবু বর্মনকে ৷ সুনীল কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাবু কোচবিহারের বাসিন্দা ৷ হরিয়ানার নম্বর প্লেট লাগানো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার (Ganja) বস্তাগুলি ৷

আরও পড়ুন: Cannabis Recovered: জলপাইগুড়িতে উদ্ধার 108 কেজি গাঁজা, ধৃত 3

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মাদকপাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন এই দু'জন ৷ শনিবার মাঝরাতে খাবার খাওয়ার জন্য আমাইদিঘির লাইন হোটেলে দাঁড়িয়েছিল কন্টেনারের চালক এবং খালাসি ৷ সেখানে থেকেই মাদক বোঝাই কন্টেনার-সহ গ্রেফতার করা হয় চালক এবং খালাসিকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই পাচারচক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.