ETV Bharat / city

TMC Joining : শিলিগুড়িতে ফের বাম গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন বাম কাউন্সিলর

শিলিগুড়ি তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন বাম কাউন্সিলর ৷ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষদের উপস্থিতিতে প্রাক্তন বাম কাউন্সিলর শর্মিলা দাস এবং তাপস চট্টোপাধ্যায় শাসকদলে যোগ দেন ৷

শিলিগুড়িতে তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন বাম কাউন্সিলর
দুই প্রাক্তন কাউন্সিলরের তৃণমূলে যোগদানে শিলিগুড়িতে ফের বাম দুর্গে ভাঙন
author img

By

Published : Sep 22, 2021, 7:42 AM IST

শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের পর বাম শিবিরে ভাঙন অব্যাহত । একদা বাম গড় নামে পরিচিত শিলিগুড়ি । সেখানে ফের ভাঙন ৷ আরও দুই বাম প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । এই নিয়ে মোট পাঁচজন প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । এর আগে দুর্গা সিং, পরিমল মিত্র, প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, মেয়র পারিষদ কমল আগরওয়াল, প্রীতিকণা বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । এবার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর শর্মিলা দাস ও 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন ।

সোমবার সন্ধ্য়ায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকার-সহ অন্যান্যরা ।

বিধানসভা নির্বাচনের পর শিলিগুড়ি পৌরনিগমকে পাখির চোখ করেছে রাজ্যের শাসকদল । একবারও এককভাবে পৌরনিগমের ক্ষমতায় আসেনি বামেরা । কিন্তু এবার পৌরনিগম দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস । সেজন্য পৌর নির্বাচনের আগে সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক ওয়ার্ডের হেভিওয়েট বিরোধী জন প্রতিনিধি এবং নেতাদের টার্গেট করে দলে যোগ দেওয়ানোর পালা শুরু হয়েছে ।

দুই প্রাক্তন কাউন্সিলরের তৃণমূলে যোগদানে শিলিগুড়িতে ফের বাম দুর্গে ভাঙন

গৌতম দেব বলেন, "যাঁরা যোগ দিয়েছেন তাঁদের কোনও শর্ত দিয়ে বা প্রলোভন দেখিয়ে দলে যোগ দেওয়ানো হয়নি । আগামীতে তাঁদের প্রার্থী করা হবে কি না তা দল সিদ্ধান্ত নেবে ।" তাপস চট্টোপাধ্যায় বলেন, " বামেদের প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষ । দলে কাজ করা যাচ্ছে না ।"

তবে দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার বলেন, "প্রলোভন, ভয় দেখিয়ে শাসকদল দল ভাঙাচ্ছে । কিন্তু এসব করে কোনও লাভ হবে না তৃণমূলের । এবারও শহরের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে ।"

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ

শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের পর বাম শিবিরে ভাঙন অব্যাহত । একদা বাম গড় নামে পরিচিত শিলিগুড়ি । সেখানে ফের ভাঙন ৷ আরও দুই বাম প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । এই নিয়ে মোট পাঁচজন প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । এর আগে দুর্গা সিং, পরিমল মিত্র, প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, মেয়র পারিষদ কমল আগরওয়াল, প্রীতিকণা বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । এবার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর শর্মিলা দাস ও 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন ।

সোমবার সন্ধ্য়ায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকার-সহ অন্যান্যরা ।

বিধানসভা নির্বাচনের পর শিলিগুড়ি পৌরনিগমকে পাখির চোখ করেছে রাজ্যের শাসকদল । একবারও এককভাবে পৌরনিগমের ক্ষমতায় আসেনি বামেরা । কিন্তু এবার পৌরনিগম দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস । সেজন্য পৌর নির্বাচনের আগে সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক ওয়ার্ডের হেভিওয়েট বিরোধী জন প্রতিনিধি এবং নেতাদের টার্গেট করে দলে যোগ দেওয়ানোর পালা শুরু হয়েছে ।

দুই প্রাক্তন কাউন্সিলরের তৃণমূলে যোগদানে শিলিগুড়িতে ফের বাম দুর্গে ভাঙন

গৌতম দেব বলেন, "যাঁরা যোগ দিয়েছেন তাঁদের কোনও শর্ত দিয়ে বা প্রলোভন দেখিয়ে দলে যোগ দেওয়ানো হয়নি । আগামীতে তাঁদের প্রার্থী করা হবে কি না তা দল সিদ্ধান্ত নেবে ।" তাপস চট্টোপাধ্যায় বলেন, " বামেদের প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষ । দলে কাজ করা যাচ্ছে না ।"

তবে দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার বলেন, "প্রলোভন, ভয় দেখিয়ে শাসকদল দল ভাঙাচ্ছে । কিন্তু এসব করে কোনও লাভ হবে না তৃণমূলের । এবারও শহরের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে ।"

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.