ETV Bharat / city

Land Mafias Arrested : শিলিগুড়ি পুলিশের জালে আরও 12 জন জমি মাফিয়া - মাটি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ

24 ঘণ্টায় শিলিগুড়ি কমিশনারেট এলাকা থেকে গ্রেফতার হল আরও 12 জন মাটি মাফিয়া (Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri) ৷ প্রধাননগর, মাটিগাড়া, ভক্তিনগর সহ বেশ কিছু এলাকা থেকে এই 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এ নিয়ে মোট 52 জনকে গ্রেফতার করা হল ৷

Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri
Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri
author img

By

Published : May 4, 2022, 6:52 PM IST

শিলিগুড়ি, 4 মে : চব্বিশ ঘণ্টার মধ্যে আরও 12 জন জমি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা (Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri) ৷ এ নিয়ে শুধু মাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে 52 জন জমি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, জমি মাফিয়াদের ধরপাকড়ের জেরে একের পর এক রাজনৈতিক নেতাদের নাম উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের উপর ৷

পুলিশ সূত্রে খবর, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেতু বানিয়ে নদীর চর দখল করে বিক্রি করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ ৷ ধৃতদের নাম গৌরাঙ্গ বিশ্বাস এবং হরো কুমার রায় ৷ দু’জনেই ঠাকুরনগর এলাকার বাসিন্দা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ৷ অন্যদিকে, ভক্তিনগর থানাও একইভাবে অভিযান চালিয়ে শঙ্কর সূত্রধর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তাঁকে লোয়ার ভানুনগর থেকে ধরা হয় ৷

একইভাবে প্রধাননগর থানা ও মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে মোট 9 জনকে গ্রেফতার করেছে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ৷ সেই মতো প্রত্যেক থানা ভিত্তিক জমি মাফিয়াদের তালিকা তৈরি করা হয়েছে ৷ সেই মত একের পর এক অভিযান চালিয়ে জমি মাফিয়াদের গ্রেফতার করা হয় ৷

আরও 12 মাটি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ

আরও পড়ুন : Illegally Built Bridge Demolish : জমি মাফিয়াদের নদীর চড় দখল করে অবৈধভাবে তৈরি সেতু ভাঙ্গল প্রশাসন

কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে ৷ মুখ্যমন্ত্রী একবার নির্দেশ দিতেই একের পর এক জমি মাফিয়া ধরা পড়েছে ৷ তাহলে এত দিন পুলিশ প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল ? কেন এত দিন জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ ? যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ প্রশাসন ৷ তবে, মাটি মাফিয়াদের গ্রেফতারি প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, ‘‘ টানা অভিযান চলছে ৷ গত তিনদিনে 52 জন মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ সব তদন্ত করে দেখা হচ্ছে ৷’’

শিলিগুড়ি, 4 মে : চব্বিশ ঘণ্টার মধ্যে আরও 12 জন জমি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা (Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri) ৷ এ নিয়ে শুধু মাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে 52 জন জমি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, জমি মাফিয়াদের ধরপাকড়ের জেরে একের পর এক রাজনৈতিক নেতাদের নাম উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের উপর ৷

পুলিশ সূত্রে খবর, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেতু বানিয়ে নদীর চর দখল করে বিক্রি করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ ৷ ধৃতদের নাম গৌরাঙ্গ বিশ্বাস এবং হরো কুমার রায় ৷ দু’জনেই ঠাকুরনগর এলাকার বাসিন্দা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ৷ অন্যদিকে, ভক্তিনগর থানাও একইভাবে অভিযান চালিয়ে শঙ্কর সূত্রধর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তাঁকে লোয়ার ভানুনগর থেকে ধরা হয় ৷

একইভাবে প্রধাননগর থানা ও মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে মোট 9 জনকে গ্রেফতার করেছে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ৷ সেই মতো প্রত্যেক থানা ভিত্তিক জমি মাফিয়াদের তালিকা তৈরি করা হয়েছে ৷ সেই মত একের পর এক অভিযান চালিয়ে জমি মাফিয়াদের গ্রেফতার করা হয় ৷

আরও 12 মাটি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ

আরও পড়ুন : Illegally Built Bridge Demolish : জমি মাফিয়াদের নদীর চড় দখল করে অবৈধভাবে তৈরি সেতু ভাঙ্গল প্রশাসন

কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে ৷ মুখ্যমন্ত্রী একবার নির্দেশ দিতেই একের পর এক জমি মাফিয়া ধরা পড়েছে ৷ তাহলে এত দিন পুলিশ প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল ? কেন এত দিন জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ ? যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ প্রশাসন ৷ তবে, মাটি মাফিয়াদের গ্রেফতারি প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, ‘‘ টানা অভিযান চলছে ৷ গত তিনদিনে 52 জন মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ সব তদন্ত করে দেখা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.