ETV Bharat / city

Fraud Charge Against Tourism Agency : প্রতারণা-হেনস্থা, শিলিগুড়ির পর্যটন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পর্যটক দম্পতির

শিলিগুড়ির এক পর্যটন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ৷ সেই সঙ্গে হেনস্থাও করা হয় বলে অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা এক পর্যটক দম্পতি (Tourist couple slam fraud charge against Siliguri tourism agency) ৷ এনজেপি থানায় সংস্থার বিরুদ্ধে প্রতারণা এবং হেনস্থার অভিযোগ দায়ের করেছেন তাঁরা (Fraud Charge Against Tourism Agency) ৷

author img

By

Published : May 4, 2022, 2:14 PM IST

Siliguri News
Fraud Charge Against Tourism Agency of Siliguri by Tourist Couple

শিলিগুড়ি, 4 মে : সিকিমে ঘুরতে গিয়ে হেনস্থা ও প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করলেন মুর্শিদাবাদের এক দম্পতি (Fraud Charge Against Siliguri Tourism Agency) ৷ চূড়ান্ত হয়রানির পর পুলিশের হস্তক্ষেপে জট কাটে বলে জানিয়েছেন প্রতারিত পর্যটক সৌম্যজিৎ প্রামাণিক এবং তাঁর স্ত্রী কবিতা প্রামাণিক ৷ অভিযোগ শিলিগুড়ির এক পর্যটন সংস্থা তাঁদের থেকে মোটা অংকের টাকা নিলেও, পরিষেবা দেওয়া হয়নি ৷ বরং সিকিমে মাঝ রাস্তায় তাঁদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে হেনস্থা করা হয় ৷

সৌম্যজিৎ প্রামাণিকের অভিযোগ, গত 1 মে তিনি এবং তাঁর স্ত্রী 1 মে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি যান ৷ সেখানে ভক্তিনগরের একটি পর্যটন সংস্থায় সিকিম ঘোরার প্যাকেজ বুকিং করেন ৷ অভিযোগ শিলিগুড়ি থেকে সিকিম যেতে গাড়ি ভাড়া বাবদ তাঁদের থেকে 7 হাজার টাকা নেয় পর্যটন সংস্থাটি ৷ কিন্তু, তাঁদের শেয়ারের গাড়িতে সিকিম নিয়ে যাওয়া হয় ৷ যেখানে শেয়ারের গাড়ির মাথা পিছু ভাড়া 400-500 টাকা, সেখানে তাঁদের থেকে সিকিম যাওয়ার জন্য 7 হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ সৌম্যজিৎ প্রামাণিকের ৷

এখানেই শেষ নয়, সিকিম পৌঁছেও তাঁরা চূড়ান্ত হেনস্থা এবং প্রতারণার শিকার হন বলে অভিযোগ করেছেন সৌম্যজিৎ ৷ তিনি বলেন, সিকিমে গিয়ে তাঁদের থেকে হোটেল ভাড়া এবং ঘোরা বাবদ আরও 10 হাজার টাকা নেওয়া হয় ৷ কিন্তু, গ্যাংটকে তাঁদের পুরো না ঘুরিয়েই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় ৷ যদিও সেখানে সিকিম পুলিশের সহযোগিতায় তাঁরা কিছু টাকা ফেরত পান ৷ তবে, শিলিগুড়ি পৌঁছে পর্যটন সংস্থায় গিয়ে টাকা ফেরত চাইলে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷

শিলিগুড়ির পর্যটন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মুর্শিদাবাদের পর্যটক দম্পতির

আরও পড়ুন : Allegation of Cheating On MLA Personal Assistant : চাকরির নামে প্রতারণার অভিযোগ বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেফতার 3

এরপরেই ওই দম্পতি এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পর্যটন সংস্থার মালিককে আটক করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পর পুলিশই ওই সংস্থার থেকে টাকা ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং তাঁদের মুর্শিদাবাদে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয় ৷ এই ঘটনা নিয়ে সৌম্যজিৎ প্রামাণিক জানান, এ ভাবে যাতে কোনও পর্যটককে আর হেনস্থার শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল ৷ ওই সংস্থার বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি ৷ পাশাপাশি, পুলিশও ওই পর্যটন সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷

শিলিগুড়ি, 4 মে : সিকিমে ঘুরতে গিয়ে হেনস্থা ও প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করলেন মুর্শিদাবাদের এক দম্পতি (Fraud Charge Against Siliguri Tourism Agency) ৷ চূড়ান্ত হয়রানির পর পুলিশের হস্তক্ষেপে জট কাটে বলে জানিয়েছেন প্রতারিত পর্যটক সৌম্যজিৎ প্রামাণিক এবং তাঁর স্ত্রী কবিতা প্রামাণিক ৷ অভিযোগ শিলিগুড়ির এক পর্যটন সংস্থা তাঁদের থেকে মোটা অংকের টাকা নিলেও, পরিষেবা দেওয়া হয়নি ৷ বরং সিকিমে মাঝ রাস্তায় তাঁদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে হেনস্থা করা হয় ৷

সৌম্যজিৎ প্রামাণিকের অভিযোগ, গত 1 মে তিনি এবং তাঁর স্ত্রী 1 মে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি যান ৷ সেখানে ভক্তিনগরের একটি পর্যটন সংস্থায় সিকিম ঘোরার প্যাকেজ বুকিং করেন ৷ অভিযোগ শিলিগুড়ি থেকে সিকিম যেতে গাড়ি ভাড়া বাবদ তাঁদের থেকে 7 হাজার টাকা নেয় পর্যটন সংস্থাটি ৷ কিন্তু, তাঁদের শেয়ারের গাড়িতে সিকিম নিয়ে যাওয়া হয় ৷ যেখানে শেয়ারের গাড়ির মাথা পিছু ভাড়া 400-500 টাকা, সেখানে তাঁদের থেকে সিকিম যাওয়ার জন্য 7 হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ সৌম্যজিৎ প্রামাণিকের ৷

এখানেই শেষ নয়, সিকিম পৌঁছেও তাঁরা চূড়ান্ত হেনস্থা এবং প্রতারণার শিকার হন বলে অভিযোগ করেছেন সৌম্যজিৎ ৷ তিনি বলেন, সিকিমে গিয়ে তাঁদের থেকে হোটেল ভাড়া এবং ঘোরা বাবদ আরও 10 হাজার টাকা নেওয়া হয় ৷ কিন্তু, গ্যাংটকে তাঁদের পুরো না ঘুরিয়েই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় ৷ যদিও সেখানে সিকিম পুলিশের সহযোগিতায় তাঁরা কিছু টাকা ফেরত পান ৷ তবে, শিলিগুড়ি পৌঁছে পর্যটন সংস্থায় গিয়ে টাকা ফেরত চাইলে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷

শিলিগুড়ির পর্যটন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মুর্শিদাবাদের পর্যটক দম্পতির

আরও পড়ুন : Allegation of Cheating On MLA Personal Assistant : চাকরির নামে প্রতারণার অভিযোগ বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেফতার 3

এরপরেই ওই দম্পতি এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পর্যটন সংস্থার মালিককে আটক করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পর পুলিশই ওই সংস্থার থেকে টাকা ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং তাঁদের মুর্শিদাবাদে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয় ৷ এই ঘটনা নিয়ে সৌম্যজিৎ প্রামাণিক জানান, এ ভাবে যাতে কোনও পর্যটককে আর হেনস্থার শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল ৷ ওই সংস্থার বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি ৷ পাশাপাশি, পুলিশও ওই পর্যটন সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.