শিলিগুড়ি, 18 মার্চ : রাজ্যে কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন সীমান্তে স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তাবিধি কঠোরভাবে পালন করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি BOP পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি জানান, কোরোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন করতেই হবে৷
আজ ভারত-বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি BOP পরিদর্শন করতে যান পর্যটনমন্ত্রী ৷ তিনি জানান, ‘‘আগামীকাল কলকাতায় বৈঠকের পর রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলিকেও বন্ধ করা হতে পারে । বন্ধ হবে শিলিগুড়িতে মেগা টুরিজ়ম হাব ভোরের আলো ।’’
তিনি পরিদর্শন করে বলেন, ‘‘ধীরে ধীরে আমরা সব পর্যটনস্থলই বন্ধ করে দেব । মানুষের জীবন আমাদের কাছে আগে, পর্যটন নয় ।"
পর্যটনমন্ত্রী জানান, ‘‘সীমান্ত পেরিয়ে পণ্য আদানপ্রদানের ক্ষেত্রে যেসব ট্রাক চালক এদেশে আসছেন, তাঁদের কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । দেহের তাপমাত্রা পরীক্ষায় ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে ।’’