ETV Bharat / city

কোরোনা সন্দেহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভরতি 5

মোট 5 জন ভরতি হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । আজ গরুবাথানের এক মহিলা গুজরাট থেকে জ্বর ও সর্দি নিয়ে আইশোলেশন ওয়ার্ডে ভরতি হন । এরপর বিকেলে ওমান ফেরত শিলিগুড়ির অন্য এক মহিলা জ্বর ও সর্দি নিয়ে মেডিকেলে আসেন ।

image
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে
author img

By

Published : Mar 18, 2020, 5:51 PM IST

শিলিগুড়ি, 18 মার্চ : বিশ্বজুড়ে কোরোনা আতঙ্ক ৷ কোরোনার প্রভাব পড়েছে ভারতেও ৷ কলকাতায় একজনের শরীরে মিলেছে কোরোনার অস্তিত্ব ৷ এবার কোরোনা সন্দেহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হলেন আরও দু'জন ৷

এ নিয়ে মোট 5 জন ভরতি হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । আজ গোরুবাথানের এক মহিলা গুজরাট থেকে জ্বর ও সর্দি নিয়ে আইশোলেশন ওয়ার্ডে ভরতি হন । এরপর বিকেলে ওমান ফেরত শিলিগুড়ির অন্য এক মহিলা জ্বর ও সর্দি নিয়ে মেডিকেলে আসেন ।

মেডিকেল কলেজের সুপার কৌশিক সমাজদার জানান, এ নিয়ে মোট 5 জনকে কোরোনা সন্দেহে ভরতি নেওয়া হয়েছে । কারও রিপোর্ট এখনও আসেনি । এই 5 জনের মধ্যে 3 জনই মহিলা ।

শিলিগুড়ি, 18 মার্চ : বিশ্বজুড়ে কোরোনা আতঙ্ক ৷ কোরোনার প্রভাব পড়েছে ভারতেও ৷ কলকাতায় একজনের শরীরে মিলেছে কোরোনার অস্তিত্ব ৷ এবার কোরোনা সন্দেহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হলেন আরও দু'জন ৷

এ নিয়ে মোট 5 জন ভরতি হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । আজ গোরুবাথানের এক মহিলা গুজরাট থেকে জ্বর ও সর্দি নিয়ে আইশোলেশন ওয়ার্ডে ভরতি হন । এরপর বিকেলে ওমান ফেরত শিলিগুড়ির অন্য এক মহিলা জ্বর ও সর্দি নিয়ে মেডিকেলে আসেন ।

মেডিকেল কলেজের সুপার কৌশিক সমাজদার জানান, এ নিয়ে মোট 5 জনকে কোরোনা সন্দেহে ভরতি নেওয়া হয়েছে । কারও রিপোর্ট এখনও আসেনি । এই 5 জনের মধ্যে 3 জনই মহিলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.