শিলিগুড়ি, 24 মার্চ : কোরোনা মোকাবিলায় রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । কোরোনা মোকাবিলায় প্রয়োজনে পৌরনিগমের একাধিক স্বাস্থ্যকেন্দ্রগুলি ব্যবহার করা হবে বলে জানান মন্ত্রী গৌতম দেব ।
আজ শিলিগুড়িতে মেয়রের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী গৌতম দেব বলেন, "রোগ ছড়ালে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি আমরা ব্যবহার করব । সেখানে ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশনের চিকিৎসকেরা বসবেন । এর পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি এলাকা চিহ্নিত করে আইসোলেশন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
অন্যদিকে মেয়র বলেন, "গত কয়েক দিন কেউ যোগাযোগ করেনি । আজ মন্ত্রী এসেছিলেন । সাধুবাদ জানাই । এখন রাজনীতি করার সময় নয় । হাতে হাত মিলিয়ে কাজ হবে । এখন আমরা একজোট হয়ে কোরোনা পার্টির বিরুদ্ধে লড়ব । আমি জেলা শাসককে বলেছি আমার বিধায়ক তহবিল থেকে দশ লাখ টাকা পৌরনিগমকে দেওয়ার জন্য । ওই টাকা পেলে শিলিগুড়ি পৌরনিগম আরও মাস্ক ইত্যাদি কিনবে ।"