শিলিগুড়ি, 4জুন : দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস । শুক্রবার সকালে যাত্রী বোঝাই আপ শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারগামী ওই ট্রেনের চাকায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে ।
এদিন সকালে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির অটল চা বাগানের কাছে ট্রেনের গার্ড একটি বাতানুকুল কামরার চাকায় আগুন জ্বলতে দেখতে পান । সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ট্রেনের চালককে জানান । চালক ট্রেনটিকে অটল চা-বাগান এলাকায় থামিয়ে দেন । ট্রেনের চাকায় আগুনের খবর যাত্রীদের কানে যেতেই আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা । চালক বিপদ দেখে তৎক্ষনাৎ নকশালবাড়ি এবং বাগডোগরা স্টেশনের আধিকারিকদের খবর দিয়ে জরুরি পরিষেবা তৈরি রাখতে বলেন ।
এরপর বাগডোগরা স্টেশন থেকে চালককে জানানো হয় ট্রেনটিকে এগিয়ে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসতে । ততক্ষণে বাগডোগরা স্টেশনে দমকল, রেলের নিরাপত্তা ব্যবস্থাসহ জরুরি পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা করে রাখা হয় । খবর পেয়ে মাটিগাড়া এবং শিলিগুড়ি দমকলের দুটি ইঞ্জিন এবং রেলের প্রোটেকশন ফোর্স সেখানে হাজির হয় । চালক ধীর গতিতে ট্রেনটিকে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসতেই উদ্ধার কাজে নেমে পড়েন দমকল কর্মীরা । পরীক্ষা করে দেখা যায় ট্রেনের চাকার ব্রেকশুতে যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগে গিয়েছিল । যার ফলে ধোঁয়া বেরোতে শুরু করেছিল ৷
আরও পড়ুন : মিরিকে চালু হল 50 বেডের সেফ হোম
প্রায় এক ঘণ্টা ধরে রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি টিম প্রতিটি কামরা এবং চাকা পর্যবেক্ষণ করার পর পুনরায় ট্রেনটিকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয় । আরপিএফের সাব ইনিস্পেক্টর বীরেন্দ্র কুমার বলেন, "ব্রেকশুতে যান্ত্রিক গোলযোগের কারণে ওই ঘটনাটি ঘটেছে । সেরকম বড় কিছু নয় । সব খতিয়ে দেখা হচ্ছে । "