ETV Bharat / city

Sukanta Majumdar: ভাবছি সব ছেড়ে মাছ বিক্রি করব, টাকা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য সুকান্ত'র - টাকা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য সুকান্তর

সিবিআই-কে (CBI) দেখে এখন শেখার চেষ্টা করছে সিআইডি (CID) । রাজ্যে মাছ ব্যবসায়ীদের কাছে অনেক টাকা । ভাবছি আমরা সব ছেড়ে মাছ বিক্রি করব । শিলিগুড়িতে মন্তব্য বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।

Sukanta Majumdar comments on Money recovery from Gazole businessman
Sukanta Majumdar: ভাবছি সব ছেড়ে মাছ বিক্রি করব, টাকা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য সুকান্তর
author img

By

Published : Sep 6, 2022, 6:48 PM IST

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: "রাজ্যে সিবিআই ও ইডির হানা দেখে এখন সিআইডি শেখার চেষ্টা করছে । মালদা হোক বা গাজোল, দেখছি মাছ ব্যবসায়ীদের কাছে প্রচুর টাকা । ভাবছি আমরাও সব ছেড়ে মাছের ব্যবসা শুরু করব ।" মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি-র(BJP state president) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।

তিনদিনের উত্তরবঙ্গ সফর সেরে এদিন কলকাতা ফেরেন সুকান্ত । সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের একপ্রকার ঝালাই করে যান তিনি । তবে বিমানবন্দর ছাড়ার আগে পর্যন্ত রাজ্য সরকারের বিষোদগার করতে ছাড়েননি তিনি ।

সুকান্ত মজুমদার আরও বলেন, "গতকাল শিক্ষক দিবস থাকলেও আসলে শিক্ষা ও শিক্ষক বাঁচাও দিবস ছিল । চাকরির দাবিতে টেট উত্তীর্ণরা বিগত পাঁচশো দিনের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কিন্তু রাজ্য সরকারের হুশ নেই । রাজ্য সরকার সব বিক্রি করে দিয়ে দেউলিয়া হয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে । এরপর তাঁর আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার অধিকার নেই (Sukanta Majumdar comments on Money recovery from Gazole businessman)৷"

উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফেরার পথে সুকান্ত মজুমদার

আরও পড়ুন: গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি, উদ্ধার 1 কোটি 39 লাখ

অন্যদিকে, এদিন মমতার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোলা বঞ্চনার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে জিএসটি-র বিরোধীতা করেছিলেন। কেন্দ্র সরকার টাকা দেবে আর তা চুরি হয়ে যাবে একশো দিনের কাজের নামে, সেটা চলতে পারে না। জনগণের টাকা তাদের কাছে যাক । তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বান্ধবীদের ফ্ল্যাটে টাকা রাখার জন্য টাকা পাঠায় নাকি কেন্দ্র সরকার ?"

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: "রাজ্যে সিবিআই ও ইডির হানা দেখে এখন সিআইডি শেখার চেষ্টা করছে । মালদা হোক বা গাজোল, দেখছি মাছ ব্যবসায়ীদের কাছে প্রচুর টাকা । ভাবছি আমরাও সব ছেড়ে মাছের ব্যবসা শুরু করব ।" মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি-র(BJP state president) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।

তিনদিনের উত্তরবঙ্গ সফর সেরে এদিন কলকাতা ফেরেন সুকান্ত । সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের একপ্রকার ঝালাই করে যান তিনি । তবে বিমানবন্দর ছাড়ার আগে পর্যন্ত রাজ্য সরকারের বিষোদগার করতে ছাড়েননি তিনি ।

সুকান্ত মজুমদার আরও বলেন, "গতকাল শিক্ষক দিবস থাকলেও আসলে শিক্ষা ও শিক্ষক বাঁচাও দিবস ছিল । চাকরির দাবিতে টেট উত্তীর্ণরা বিগত পাঁচশো দিনের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কিন্তু রাজ্য সরকারের হুশ নেই । রাজ্য সরকার সব বিক্রি করে দিয়ে দেউলিয়া হয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে । এরপর তাঁর আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার অধিকার নেই (Sukanta Majumdar comments on Money recovery from Gazole businessman)৷"

উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফেরার পথে সুকান্ত মজুমদার

আরও পড়ুন: গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি, উদ্ধার 1 কোটি 39 লাখ

অন্যদিকে, এদিন মমতার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোলা বঞ্চনার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে জিএসটি-র বিরোধীতা করেছিলেন। কেন্দ্র সরকার টাকা দেবে আর তা চুরি হয়ে যাবে একশো দিনের কাজের নামে, সেটা চলতে পারে না। জনগণের টাকা তাদের কাছে যাক । তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বান্ধবীদের ফ্ল্যাটে টাকা রাখার জন্য টাকা পাঠায় নাকি কেন্দ্র সরকার ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.