ETV Bharat / city

Sukanta Majumdar: 'বাচাল ঘোষ' বলে কুণালকে কটাক্ষ সুকান্তর - Sukanta Majumdar calls Kunal Bachal Ghosh

কুণালকে 'বাচাল ঘোষ' বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তর্পণ নিয়ে মদন মিত্রকে নিম্নরুচির মানুষ বলে তোপ দাগেন তিনি ৷

Sukanta Majumdar calls Kunal Bachal Ghosh
Sukanta Majumdar calls Kunal Bachal Ghosh
author img

By

Published : Sep 26, 2022, 3:20 PM IST

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: একসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র ও মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । কুণাল ঘোষকে 'বাচাল ঘোষ' বলে তীব্র কটাক্ষ করলেন তিনি । পাশাপাশি মদন মিত্রকে 'নিম্নরুচির মানুষ' বলে একহাত নেন সুকান্ত ।

রবিবার মহালয়ার সকালে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করেন শাসকদলের বিধায়ক মদন মিত্র । আর তারপরই রাজনৈতিকমহলে বিতর্কের ঝড় ওঠে । আর তা নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

সোমবার রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি আসেন সুকান্ত মজুমদার । অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মদন মিত্র খুব নিম্নরুচির পরিচয় দিয়েছেন ৷ দু'জন জীবিত মানুষের নামে তর্পণ করেছেন । সাধারণত মহালয়ার সকালে পিতৃপুরুষের উদ্দেশে করা হয় । জানি না মদন বাবুর পিতৃপুরুষ তাঁরা কি না !"

'বাচাল ঘোষ' বলে কুণালকে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: শুভেন্দু-দিলীপের ছবিতে মালা দিয়ে তর্পণ মদনের

পাশাপাশি কুণাল ঘোষকেও একহাত নেন তিনি । মিঠুন চক্রবর্তীকে নিয়ে কুণালের আক্রমণের পরিপ্রেক্ষিতে এদিন সুকান্ত মজুমদার বলেন, "উনি 'বাচাল ঘোষ' । 'বাচাল ঘোষ' কী বলছেন সেটা নিয়ে চিন্তার কিছু নেই । ওনাকে বাংলার লোক পাত্তা দেয় না ।"এছাড়াও তিনি বলেন, "এসএসসি, গরুপাচার-সহ অন্যান্য দুর্নীতি-কাণ্ডে রাজ্যের আরও বেশ কয়েকজন নেতা মন্ত্রী গ্রেফতার হবে ।"

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: একসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র ও মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । কুণাল ঘোষকে 'বাচাল ঘোষ' বলে তীব্র কটাক্ষ করলেন তিনি । পাশাপাশি মদন মিত্রকে 'নিম্নরুচির মানুষ' বলে একহাত নেন সুকান্ত ।

রবিবার মহালয়ার সকালে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করেন শাসকদলের বিধায়ক মদন মিত্র । আর তারপরই রাজনৈতিকমহলে বিতর্কের ঝড় ওঠে । আর তা নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

সোমবার রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি আসেন সুকান্ত মজুমদার । অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মদন মিত্র খুব নিম্নরুচির পরিচয় দিয়েছেন ৷ দু'জন জীবিত মানুষের নামে তর্পণ করেছেন । সাধারণত মহালয়ার সকালে পিতৃপুরুষের উদ্দেশে করা হয় । জানি না মদন বাবুর পিতৃপুরুষ তাঁরা কি না !"

'বাচাল ঘোষ' বলে কুণালকে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: শুভেন্দু-দিলীপের ছবিতে মালা দিয়ে তর্পণ মদনের

পাশাপাশি কুণাল ঘোষকেও একহাত নেন তিনি । মিঠুন চক্রবর্তীকে নিয়ে কুণালের আক্রমণের পরিপ্রেক্ষিতে এদিন সুকান্ত মজুমদার বলেন, "উনি 'বাচাল ঘোষ' । 'বাচাল ঘোষ' কী বলছেন সেটা নিয়ে চিন্তার কিছু নেই । ওনাকে বাংলার লোক পাত্তা দেয় না ।"এছাড়াও তিনি বলেন, "এসএসসি, গরুপাচার-সহ অন্যান্য দুর্নীতি-কাণ্ডে রাজ্যের আরও বেশ কয়েকজন নেতা মন্ত্রী গ্রেফতার হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.