ETV Bharat / city

অনলাইন ক্লাসেই আগ্রহ বাড়ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের - north bengal medical college

লকডাউনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন মাধ্যমে পড়ুয়াদের পাঠদান প্রক্রিয়া শুরু করেছে। একই পন্থা অবলম্বন করেছেন গৃহ শিক্ষকদের একাংশ। সেই পথে হেঁটেই পড়াশোনা শুরু করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। তাতে যথেষ্ট ভালো সাড়া মিলছে পড়ুয়াদের, এমনই মন্তব্য কলেজ অধ্যক্ষের।

Breaking News
author img

By

Published : Apr 25, 2020, 6:10 PM IST

শিলিগুড়ি, 25 এপ্রিল: কোরোনা মোকাবিলায় লকডাউনের আওতায় গোটা দেশ। একইসঙ্গে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন মাধ্যমে পড়ুয়াদের পাঠদান প্রক্রিয়া শুরু করেছে। একই পন্থা অবলম্বন করেছেন গৃহ শিক্ষকদের একাংশ। সেই পথে হেঁটেই পড়াশোনা শুরু করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। তাতে যথেষ্ট ভালো সাড়া মিলছে পড়ুয়াদের, এমনই মন্তব্য কলেজ অধ্যক্ষের।

কোরোনা মোকাবিলায় লকডাউনের ফলে আগেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। নির্দেশ অনুযায়ী হোস্টেল ছেড়ে বাড়ি ফিরে যান পড়ুয়ারা। এরপর লকডাউনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদও বাড়ে। সেক্ষেত্রে কবে থেকে ফের ছন্দে ফিরবে শিক্ষাপ্রতিষ্ঠান তা এখনও অবশ্য প্রশ্নের বিষয়। সেক্ষেত্রে লকডাউনের জেরে যাতে পড়ুয়াদের পিছিয়ে পড়তে না হয় তাই অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রবীর দেব জানান, প্রায় দু'সপ্তাহ আগেই অনলাইন ক্লাস চালু করা হয়েছে। পড়ুয়াদের আগ্রহ রয়েছে যথেষ্ট। বাড়িতে বসেই অনলাইন ক্লাসে যোগ দিচ্ছেন তাঁরা। শুরুতে ফোনের মাধ্যমে কিছু ছাত্র-ছাত্রী অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ করে পড়াশোনা চালাচ্ছিলেন। তবে এখন সরাসরি পাঠদান চলছে অনলাইন ক্লাসের মাধ্যমে। এই বিষয়ে অধ্যক্ষ আরও বলেন, ক্লাস চলাকালীন পড়ুয়ারা নিজেদের প্রশ্ন অধ্যাপকের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছেন, সেইসব প্রশ্নের উত্তর দিচ্ছেন অধ্যাপকরা।

শিলিগুড়ি, 25 এপ্রিল: কোরোনা মোকাবিলায় লকডাউনের আওতায় গোটা দেশ। একইসঙ্গে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন মাধ্যমে পড়ুয়াদের পাঠদান প্রক্রিয়া শুরু করেছে। একই পন্থা অবলম্বন করেছেন গৃহ শিক্ষকদের একাংশ। সেই পথে হেঁটেই পড়াশোনা শুরু করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। তাতে যথেষ্ট ভালো সাড়া মিলছে পড়ুয়াদের, এমনই মন্তব্য কলেজ অধ্যক্ষের।

কোরোনা মোকাবিলায় লকডাউনের ফলে আগেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। নির্দেশ অনুযায়ী হোস্টেল ছেড়ে বাড়ি ফিরে যান পড়ুয়ারা। এরপর লকডাউনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদও বাড়ে। সেক্ষেত্রে কবে থেকে ফের ছন্দে ফিরবে শিক্ষাপ্রতিষ্ঠান তা এখনও অবশ্য প্রশ্নের বিষয়। সেক্ষেত্রে লকডাউনের জেরে যাতে পড়ুয়াদের পিছিয়ে পড়তে না হয় তাই অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রবীর দেব জানান, প্রায় দু'সপ্তাহ আগেই অনলাইন ক্লাস চালু করা হয়েছে। পড়ুয়াদের আগ্রহ রয়েছে যথেষ্ট। বাড়িতে বসেই অনলাইন ক্লাসে যোগ দিচ্ছেন তাঁরা। শুরুতে ফোনের মাধ্যমে কিছু ছাত্র-ছাত্রী অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ করে পড়াশোনা চালাচ্ছিলেন। তবে এখন সরাসরি পাঠদান চলছে অনলাইন ক্লাসের মাধ্যমে। এই বিষয়ে অধ্যক্ষ আরও বলেন, ক্লাস চলাকালীন পড়ুয়ারা নিজেদের প্রশ্ন অধ্যাপকের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছেন, সেইসব প্রশ্নের উত্তর দিচ্ছেন অধ্যাপকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.