ETV Bharat / city

Schools Reopen : চূড়ান্ত অব্য়বস্থা-অপরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি - Siliguri Mahila Mahavidyalaya

দীর্ঘদিন পর কলেজে গিয়ে যে এমন চরম অব্যবস্থার ছবির দেখা মিলবে তা ধারণার বাইরে ছিল ছাত্রীদের। থার্মাল গান আলমারিতে, গেটে নেই কোনও নিরাপত্তারক্ষী। বালাই নেই মাস্ক বা স্যানিটাইজারের। এমন কি ন্য়ূনতম পরিস্কারটুকু হয়নি ক্লাসরুম বা কলেজ প্রাঙ্গণ।

Schools Reopen
মাস্ক-স্যানিটাইজার দূর অস্ত, অপরিচ্ছন্ন শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি
author img

By

Published : Nov 16, 2021, 10:05 PM IST

শিলিগুড়ি, 16 নভেম্বর : করোনাকে পাশ কাটিয়ে দীর্ঘ প্রায় 20 মাস পর মহাসমারোহে স্কুল-কলেজ খুলল রাজ্যে ৷ ক্লাসরুম স্য়ানিটাইজ করা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য মাস্ক-স্য়ানিটাইজার সরবরাহের বন্দোবস্ত, সবমিলিয়ে বিগত দিনগুলোয় স্কুল কর্তৃপক্ষের ব্যস্ততা ছিল তুঙ্গে। আর এদিন স্কুল-স্কুলে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তুতি নজর কাড়ল রাজ্য়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ব্য়তিক্রম শিলিগুড়ির মহিলা মহাবিদ্যালয় ৷

দীর্ঘদিন পর কলেজে গিয়ে যে এমন চরম অব্যবস্থার ছবির দেখা মিলবে তা ধারণার বাইরে ছিল ছাত্রীদের। থার্মাল গান আলমারিতে, গেটে নেই কোনও নিরাপত্তারক্ষী। বালাই নেই মাস্ক নিয়ে সচেতনতা বা স্যানিটাইজেশনের। এমন কি ন্য়ূনতম পরিস্কারটুকু হয়নি ক্লাসরুম বা কলেজ প্রাঙ্গণ। বেলা সাড়ে 11টা বাজলেও দেখা মেলেনি কোনও অধ্যাপক-অধ্যাপিকাদের। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে এহেন চরম অব্যবস্থার ছবিতে নিন্দার ঝড় সমস্তমহলে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

চূড়ান্ত অব্য়বস্থা-অপরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি

আরও পড়ুন : বড়দিন ও নববর্ষেও মানতে হবে করোনাবিধি, নতুন করে নির্দেশ কলকাতা হাইকোর্টের

শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানে এহেন অব্যবস্থা দেখে অবাক সকলেই। পড়ুয়ারা অভিযোগ জানাতেই শুরু হয় সাফাইয়ের কাজ। অধ্যক্ষ সুব্রত দেবনাথ সাফাই গেয়ে দায় এড়াতে চাইলেও শিক্ষা প্রতিষ্ঠান চালু প্রথমদিনেই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকল শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় ৷

শিলিগুড়ি, 16 নভেম্বর : করোনাকে পাশ কাটিয়ে দীর্ঘ প্রায় 20 মাস পর মহাসমারোহে স্কুল-কলেজ খুলল রাজ্যে ৷ ক্লাসরুম স্য়ানিটাইজ করা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য মাস্ক-স্য়ানিটাইজার সরবরাহের বন্দোবস্ত, সবমিলিয়ে বিগত দিনগুলোয় স্কুল কর্তৃপক্ষের ব্যস্ততা ছিল তুঙ্গে। আর এদিন স্কুল-স্কুলে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তুতি নজর কাড়ল রাজ্য়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ব্য়তিক্রম শিলিগুড়ির মহিলা মহাবিদ্যালয় ৷

দীর্ঘদিন পর কলেজে গিয়ে যে এমন চরম অব্যবস্থার ছবির দেখা মিলবে তা ধারণার বাইরে ছিল ছাত্রীদের। থার্মাল গান আলমারিতে, গেটে নেই কোনও নিরাপত্তারক্ষী। বালাই নেই মাস্ক নিয়ে সচেতনতা বা স্যানিটাইজেশনের। এমন কি ন্য়ূনতম পরিস্কারটুকু হয়নি ক্লাসরুম বা কলেজ প্রাঙ্গণ। বেলা সাড়ে 11টা বাজলেও দেখা মেলেনি কোনও অধ্যাপক-অধ্যাপিকাদের। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে এহেন চরম অব্যবস্থার ছবিতে নিন্দার ঝড় সমস্তমহলে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

চূড়ান্ত অব্য়বস্থা-অপরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি

আরও পড়ুন : বড়দিন ও নববর্ষেও মানতে হবে করোনাবিধি, নতুন করে নির্দেশ কলকাতা হাইকোর্টের

শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানে এহেন অব্যবস্থা দেখে অবাক সকলেই। পড়ুয়ারা অভিযোগ জানাতেই শুরু হয় সাফাইয়ের কাজ। অধ্যক্ষ সুব্রত দেবনাথ সাফাই গেয়ে দায় এড়াতে চাইলেও শিক্ষা প্রতিষ্ঠান চালু প্রথমদিনেই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকল শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.