শিলিগুড়ি, ২১ মার্চ : অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক স্কুল পড়ুয়া । ক্লাস চলাকালীন চলন্ত ফ্যান ভেঙে পড়ে গুরুতর আহত হল অষ্টম শ্রেণীর এক ছাত্র (Student Injured School In Siliguri) । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে । সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুল চলাকালীন অষ্টম শ্রেণীর ক্লাসরুমে আচমকাই একটি চলন্ত ফ্যান খুলে নিচে পড়ে যায় । ফ্যানের পাখায় লেগে নাক ফেটে যায় অষ্টম শ্রেণীর ছাত্র মজিদ সরকারের । তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ । খবর দেওয়া হয় তার পরিবারকে । হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় । ঘন্টাখানেক পর্যবেক্ষণের পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । জানা গিয়েছে, মজিদ শিলিগুড়ি পৌরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরের বাসিন্দা ।
আরও পড়ুন: শিলিগুড়িতে একইদিনে দু‘টি অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, "এটি একটি দুর্ঘটনা মাত্র । বিদ্যালয় পুনরায় খোলার আগে সমস্ত কিছুই যাচাই করা হয়েছিল । তা সত্ত্বেও এধরনের ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।" যদিও গোটা ঘটনায় বিদ্যালয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন । মজিদের মা মৌসিনা বিবি বলেন, "আজ এই ঘটনা আমার ছেলের সঙ্গে হয়েছে । পরবর্তীতে অন্য কারও সঙ্গেও হতে পারে । ফলে বিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়টির উপর নজর দেওয়া উচিত ।"