শিলিগুড়ি, 29 মার্চ : আগামী 3 এপ্রিল শিলিগুড়ির কাওয়াখালিতে দলের সমর্থনে সভা করার কথা নরেন্দ্র মোদির। কিন্তু, এখনও সভাস্থানের অনুমতি পায়নি রাজ্য BJP নেতৃত্ব। BJP-র দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি অভিযোগ, সভাস্থানের অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্য।
কাওয়াখালিতে SJDA (শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি)-র অন্তর্গত একটি মাঠ নরেন্দ্র মোদির সভার জন্য BJP-র পক্ষ থেকে পছন্দ করা হয়েছিল। মাঠে সভার অনুমতি চেয়ে জেলা BJP-র তরফ থেকে প্রশাসনের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু মাঠটিতে সভা করার অনুমতি মিলছে না এমনটাই অভিযোগ। অভিজিৎ রায়চৌধুরির বক্তব্য, মাঠটি SJDA(শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি)-র নিজস্ব কিন্তু সেখানে আবেদন জানিয়েও সভা করার অনুমতি মিলছে না। তাঁদের পক্ষ থেকে অনুমতির জন্য কখনও নবান্ন বা কখনও HIDCO-র কাছে যেতে বলা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, "আমরা দেখছি গত দেড়-দু'বছর ধরে রাজ্যে BJP-র যে কোনও কর্মসূচি আটকানোর চেষ্টা করা হচ্ছে। এর আগেও যোগী আদিত্যনাথের দুটি সভা বাতিল করা হয়েছে। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝে গিয়েছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা প্রশাসনিক ক্ষমতা এবং শক্তির ব্যবহার করে BJP-কে আটকানোর চেষ্টা করছে। মাঠ নিয়ে আমরা এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাইনি। আমরা অবশ্যই এই বিষয়টা নির্বাচন কমিশনকে জানাব। এখন যেহেতু নির্বাচনী আচরণ বিধি রাজ্যে লাগু রয়েছে, তাই সব রাজনৈতিক দলেরই নিজেদের কর্মক্রম করার অধিকার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এর ন্যায় বিচার করবে।"
এর পাশাপাশি বিকল্প মাঠের খোঁজ চলছে BJP-র তরফে। নিউ জলপাইগুড়িতে একটি রেলের জমি দেখা হয়েছে। কিন্তু সেটি তুলনায় ছোট হওয়ায় মাটিগাড়ায় একটি ব্যক্তিগত মালিকাধীন জমিও দেখা হচ্ছে। আজ রাতের মধ্যেই সভা কোথায় হবে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন BJP নেতারা।