ETV Bharat / city

অশোকের দাবি মেনে প্রশাসক বোর্ড থেকে তৃণমূল কাউন্সিলরদের সরিয়ে দিল রাজ্য

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের দাবি মেনে আগের প্রশাসক বোর্ড সংক্রান্ত নির্দেশ তুলে নিল রাজ্য সরকার। নতুন নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হল অশোক ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হবে প্রশাসক বোর্ড।মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "এটা আমাদের নৈতিক জয়। আগামী সোমবার প্রশাসক বোর্ডের দায়িত্ব নেব।"

siliguri board
অশোক ভট্টাচার্য
author img

By

Published : May 16, 2020, 7:54 PM IST


শিলিগুড়ি, 16 মে : মেয়র অশোক ভট্টাচার্যের দাবি মেনে আগের প্রশাসক বোর্ড সংক্রান্ত নির্দেশ তুলে নিল রাজ্য সরকার। নতুন নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হল অশোক ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হবে প্রশাসক বোর্ড। তাতে থাকবেন বাম মেয়রপারিষদেরা। তৃণমূল কাউন্সিলরদের নাম প্রশাসক বোর্ড থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

গত শুক্রবার রাজ্যের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখেই 6 বাম মেয়রপারিষদের পাশাপাশি 5 তৃণমূল কাউন্সিলরকে নিয়ে প্রশাসক বোর্ড হবে শিলিগুড়িতে। ওই প্রস্তাব নাকচ করে মেয়র জানিয়ে দেন, প্রশাসক বোর্ডে থাকবে না বামেরা। বিরোধীদের নিয়ে প্রশাসক বোর্ড চালাতে চান না তিনি। মেয়র অভিযোগ করে বলেন, রাজ্যে একনীতি হওয়া প্রয়োজন। কিন্তু এখানে রাজনীতি করতেই প্রশাসক বোর্ডে তৃণমূল কাউন্সিলরদের জায়গা দেওয়া হয়েছে বাম মেয়র পারিষদদের সঙ্গে।

শনিবার সকালে জেলা তৃণমূল সভাপতি ও পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, কোরোনা পরিস্থিতিতে পালিয়ে যেতে চাইছেন মেয়র। আমরা চাই সকলে মিলেই প্রশাসক বোর্ড তৈরি হোক। একই সঙ্গে তিনি জানান, একান্তই মেয়র ও বামেরা প্রশাসক বোর্ডে যোগ না দিলে আগামী সোমবার দায়িত্বভার নেবেন তালিকায় থাকা তৃণমূলের কাউন্সিলরেরা। যদিও এরপরেই নতুন নির্দেশিকা এসে পৌছায় শিলিগুড়িতে। আগের নির্দেশিকা প্রত্যাহার করে মেয়রের দাবি মেনে নিয়ে রাজ্যের তরফে প্রশাসক বোর্ড থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হয় তৃণমূল কাউন্সিলদের। নির্দেশিকা অনুযায়ী অশোক ভট্টাচার্যের নেতৃত্বে প্রশাসক বোর্ড গঠন হবে। থাকছেন বাম মেয়র পারিষদেরা।

জেলা তৃণমূল সভাপতি ও বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, কোরোনা পরিস্থিতিতে আমরা বিতর্ক চাইনি বলেই সরে গেলাম। মুখ্যমন্ত্রী দলের ঊর্ধে উঠে নতুন নির্দেশিকা দিলেন। এবার তাঁরা দায়িত্ব নিন এই আশা রাখছি। মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "এটা আমাদের নৈতিক জয়। আগামী সোমবার প্রশাসক বোর্ডের দায়িত্ব নেব। আর বাধা রইল না। আমি আগেই বলেছিলাম, রাজ্য জুড়ে প্রশাসক বোর্ডে বিরোধীদের জায়গা দেওয়া হয়নি। তাহলে শিলিগুড়িতে প্রশাসক বোর্ডে বিরোধী তৃণমূলকে রাখা হবে কেন? আমাদের দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে। আমি খুশি।" রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী অশোক ভট্টাচার্যের নেতৃত্বেই প্রশাসক বোর্ড গঠন হবে।


শিলিগুড়ি, 16 মে : মেয়র অশোক ভট্টাচার্যের দাবি মেনে আগের প্রশাসক বোর্ড সংক্রান্ত নির্দেশ তুলে নিল রাজ্য সরকার। নতুন নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হল অশোক ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হবে প্রশাসক বোর্ড। তাতে থাকবেন বাম মেয়রপারিষদেরা। তৃণমূল কাউন্সিলরদের নাম প্রশাসক বোর্ড থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

গত শুক্রবার রাজ্যের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখেই 6 বাম মেয়রপারিষদের পাশাপাশি 5 তৃণমূল কাউন্সিলরকে নিয়ে প্রশাসক বোর্ড হবে শিলিগুড়িতে। ওই প্রস্তাব নাকচ করে মেয়র জানিয়ে দেন, প্রশাসক বোর্ডে থাকবে না বামেরা। বিরোধীদের নিয়ে প্রশাসক বোর্ড চালাতে চান না তিনি। মেয়র অভিযোগ করে বলেন, রাজ্যে একনীতি হওয়া প্রয়োজন। কিন্তু এখানে রাজনীতি করতেই প্রশাসক বোর্ডে তৃণমূল কাউন্সিলরদের জায়গা দেওয়া হয়েছে বাম মেয়র পারিষদদের সঙ্গে।

শনিবার সকালে জেলা তৃণমূল সভাপতি ও পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, কোরোনা পরিস্থিতিতে পালিয়ে যেতে চাইছেন মেয়র। আমরা চাই সকলে মিলেই প্রশাসক বোর্ড তৈরি হোক। একই সঙ্গে তিনি জানান, একান্তই মেয়র ও বামেরা প্রশাসক বোর্ডে যোগ না দিলে আগামী সোমবার দায়িত্বভার নেবেন তালিকায় থাকা তৃণমূলের কাউন্সিলরেরা। যদিও এরপরেই নতুন নির্দেশিকা এসে পৌছায় শিলিগুড়িতে। আগের নির্দেশিকা প্রত্যাহার করে মেয়রের দাবি মেনে নিয়ে রাজ্যের তরফে প্রশাসক বোর্ড থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হয় তৃণমূল কাউন্সিলদের। নির্দেশিকা অনুযায়ী অশোক ভট্টাচার্যের নেতৃত্বে প্রশাসক বোর্ড গঠন হবে। থাকছেন বাম মেয়র পারিষদেরা।

জেলা তৃণমূল সভাপতি ও বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, কোরোনা পরিস্থিতিতে আমরা বিতর্ক চাইনি বলেই সরে গেলাম। মুখ্যমন্ত্রী দলের ঊর্ধে উঠে নতুন নির্দেশিকা দিলেন। এবার তাঁরা দায়িত্ব নিন এই আশা রাখছি। মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "এটা আমাদের নৈতিক জয়। আগামী সোমবার প্রশাসক বোর্ডের দায়িত্ব নেব। আর বাধা রইল না। আমি আগেই বলেছিলাম, রাজ্য জুড়ে প্রশাসক বোর্ডে বিরোধীদের জায়গা দেওয়া হয়নি। তাহলে শিলিগুড়িতে প্রশাসক বোর্ডে বিরোধী তৃণমূলকে রাখা হবে কেন? আমাদের দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে। আমি খুশি।" রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী অশোক ভট্টাচার্যের নেতৃত্বেই প্রশাসক বোর্ড গঠন হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.