ETV Bharat / city

Bimal Gurung and Binay Tamang : বিমল-বিনয় গোপন বৈঠক, পাহাড়ে নয়া রাজনৈতিক জল্পনা - বিমল গুরুং

বিমল গুরুংয়ের (Bimal Gurung) সঙ্গে গোপন বৈঠক করেছেন পদত্যাগী মোর্চা নেতা বিনয় তামাং (Binay Tamang) ৷ এতেই বিনয়ের মোর্চায় ফেরার জল্পনা তৈরি হয়েছে ৷ এসবের মধ্যে অনীত থাপাপন্থী মোর্চার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে ৷

বিমলের সঙ্গে বৈঠকের পর বিনয়ের ঘরে ফেরার জল্পনা তুঙ্গে
বিমলের সঙ্গে বৈঠকের পর বিনয়ের ঘরে ফেরার জল্পনা তুঙ্গে
author img

By

Published : Aug 11, 2021, 9:41 PM IST

দার্জিলিং, 11 অগস্ট : পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ ? এমনটাই ইঙ্গিত মিলছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুংয়ের (Bimal Gurung) সঙ্গে সদ্য মোর্চা থেকে পদত্যাগ করা বিনয় তামাংয়ের (Binay Tamang) গোপন বৈঠকের পর । দার্জিলিংয়ের সিঙ্ঘাহারের পাতাংবং গেস্ট হাউজে বৈঠকে বসেন পাহাড়ের দুই হেভিওয়েট নেতা । তাহলে কি অবশেষে বিমল শিবিরেই নাম লিখিয়ে ঘরে ফিরবেন বিনয় তামাং ? এখন এমন প্রশ্নই উঠছে ।

চলতি বছরের 15 জুলাই মোর্চা-2 থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । দলের সভাপতির পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি । কিন্তু পদত্যাগ করলেও রাজনীতিতে থাকছেন এমন ইঙ্গিত ছিল । বিমলের সঙ্গে বিনয়ের গোপন বৈঠকের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নতুন দিক খুলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল । পদত্যাগের পর বিনয় তামাং জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে থাকছেন । তাহলে কি এবার ঘরে ফিরছেন বিনয় তামাং ? কারণ বিনয় তামাং দলত্যাগ করার পরই বিমল গুরুং জানিয়েছিলেন যে বিনয়ের জন্য তাঁর দলের দরজা সবসময় খোলা । এমনকি বিনয়ের ইস্তফার পর আবেগপ্রবণ হয়ে পরেছিলেন বিমল গুরুং নিজেও । এই অবস্থায় বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় বিনয় তামাংয়ের যোগ দেওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে ।

2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে সশস্ত্র আন্দোলনের পর গা ঢাকা দিয়েছিলেন বিমল গুরুং । কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে আচমকা পাহাড়ে ফেরেন তিনি । এমনকি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান বলেও জানিয়েছিলেন । কিন্তু পাহাড় থেকে সমতল, উত্তরের সব জেলাতেই ভরাডুবি হয় তৃণমূলের । পাহাড়ে ফিরেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি বিমল । একইরকম করুণ দশা দেখা যায় বিনয়পন্থী মোর্চা-2 এর-ও ।

নির্বাচনে পাহাড়ে বিজেপির কাছে দুই মোর্চা গোষ্ঠীই ধরাশায়ী হওয়ার পর 2024-এর লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের জমি শক্ত করতে তাহলে কি ফের বিমল-বিনয়ের গাটবন্ধন ? এখন অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল । তৃণমূলের সঙ্গে জোট রেখে এগিয়ে গেলেও বিনয় ও বিমলের বৈঠকের পর অনিত থাপাপন্থী মোর্চার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

আরও পড়ুন : বিনয়ের পদত্যাগ নিয়ে সরব বাম-বিজেপি, পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল

দার্জিলিং, 11 অগস্ট : পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ ? এমনটাই ইঙ্গিত মিলছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুংয়ের (Bimal Gurung) সঙ্গে সদ্য মোর্চা থেকে পদত্যাগ করা বিনয় তামাংয়ের (Binay Tamang) গোপন বৈঠকের পর । দার্জিলিংয়ের সিঙ্ঘাহারের পাতাংবং গেস্ট হাউজে বৈঠকে বসেন পাহাড়ের দুই হেভিওয়েট নেতা । তাহলে কি অবশেষে বিমল শিবিরেই নাম লিখিয়ে ঘরে ফিরবেন বিনয় তামাং ? এখন এমন প্রশ্নই উঠছে ।

চলতি বছরের 15 জুলাই মোর্চা-2 থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । দলের সভাপতির পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি । কিন্তু পদত্যাগ করলেও রাজনীতিতে থাকছেন এমন ইঙ্গিত ছিল । বিমলের সঙ্গে বিনয়ের গোপন বৈঠকের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নতুন দিক খুলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল । পদত্যাগের পর বিনয় তামাং জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে থাকছেন । তাহলে কি এবার ঘরে ফিরছেন বিনয় তামাং ? কারণ বিনয় তামাং দলত্যাগ করার পরই বিমল গুরুং জানিয়েছিলেন যে বিনয়ের জন্য তাঁর দলের দরজা সবসময় খোলা । এমনকি বিনয়ের ইস্তফার পর আবেগপ্রবণ হয়ে পরেছিলেন বিমল গুরুং নিজেও । এই অবস্থায় বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় বিনয় তামাংয়ের যোগ দেওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে ।

2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে সশস্ত্র আন্দোলনের পর গা ঢাকা দিয়েছিলেন বিমল গুরুং । কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে আচমকা পাহাড়ে ফেরেন তিনি । এমনকি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান বলেও জানিয়েছিলেন । কিন্তু পাহাড় থেকে সমতল, উত্তরের সব জেলাতেই ভরাডুবি হয় তৃণমূলের । পাহাড়ে ফিরেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি বিমল । একইরকম করুণ দশা দেখা যায় বিনয়পন্থী মোর্চা-2 এর-ও ।

নির্বাচনে পাহাড়ে বিজেপির কাছে দুই মোর্চা গোষ্ঠীই ধরাশায়ী হওয়ার পর 2024-এর লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের জমি শক্ত করতে তাহলে কি ফের বিমল-বিনয়ের গাটবন্ধন ? এখন অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল । তৃণমূলের সঙ্গে জোট রেখে এগিয়ে গেলেও বিনয় ও বিমলের বৈঠকের পর অনিত থাপাপন্থী মোর্চার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

আরও পড়ুন : বিনয়ের পদত্যাগ নিয়ে সরব বাম-বিজেপি, পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.