শিলিগুড়ি, 6 অক্টোবর : মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে মৃত্যু হয়েছে আট জনের (Malbazar Flash Flood Accident) । নিখোঁজ এখনও বহু । সেখানে এখনও চলছে উদ্ধারকাজ । ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য । আর এই অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে দুর্গাপুজোর কার্নিভাল (North Bengal Durga Puja Carnival) বাতিলের দাবি উঠেছে । দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বহু মানুষ ।
যেখানে উত্তরের এক জেলাতে স্বজন হারানোর কান্না, সেই জায়গায় মানুষ কার্নিভালে উল্লাসে মাতবে, এটা মেনে নিতে পারছে না উত্তরবঙ্গবাসীদের একাংশ । তাই কার্নিভাল বন্ধ করার আর্জি বা দাবি উঠেছে । তবে শিলিগুড়িতে কার্নিভাল নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation), পুলিশ প্রশাসনের তরফে । বৃহস্পতিবার কার্নিভাল নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি সেরেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Goutam Deb) । মালবাজারের ঘটনার পর অতিরিক্ত তৎপরতা ও সতকর্তা অবলম্বন করা হচ্ছে পুলিশ-প্রশাসনের তরফে ।
কলকাতার হেরিটেজ শিরোপা পাওয়ার পরই গোটা এবার দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে রাজ্য সরকার তরফে উদ্যোগ অনেক বেশি । কিন্তু এরই মাঝে মালবাজারের ঘটনা কার্নিভালের আমেজ ম্লান করে দিয়েছে । সোশ্যাল মিডিয়া কার্নিভাল বাতিলের পোস্টে ভরে গিয়েছে । অন্তত উত্তরবঙ্গের কোনও জেলাতে যাতে কার্নিভাল না করা হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করেছেন অনেকে ।
যদিও এদিন প্রশাসনিক বৈঠকের পর গৌতম দেব বলেন, "চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে । চারটি সাংস্কৃতিক সংস্থা ও 27টি পুজো উদ্যোক্তা কার্নিভালে অংশগ্রহণ করছে ।" পাশাপাশি তিনি বলেন, "মালবাজারের ঘটনার পরই মালবাজার পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে । ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমারজেন্সি ইউনিট খোলা হয়েছে ।"
আরও পড়ুন : বিসর্জনের কার্নিভাল বন্ধের দাবিতে জেলাশাসককে চিঠি বিদ্বজনেদের