ETV Bharat / city

নতুন জেলা স্কুল পাচ্ছে শিলিগুড়ি, সরকারি খরচে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন - government school siliguri

আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা স্কুলের মর্যাদা দিয়ে ইংরেজি মাধ্যমে শুরু হতে চলেছে পঠনপাঠন ।

siliguri
নতুন জেলা স্কুল পাচ্ছে শিলিগুড়ি, সরকারি খরচে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন
author img

By

Published : Dec 2, 2019, 11:54 PM IST

শিলিগুড়ি, 2 ডিসেম্বর : স্বাধীনতার পর জেলা স্কুলের ধাঁচে নতুন স্কুল পেতে চলেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ৷ ইংরেজি মাধ্যমে আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে পঠন-পাঠন ৷ ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু হয়েছে বলে জেলা স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে ৷ সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে সরকারি খরচে এখানে পড়তে পারবেন পড়ুয়ারা ৷

বিভিন্ন জেলায় পুরোপুরি সরকারি স্কুল অর্থাৎ জেলা স্কুল থাকলেও তা ছিল না শিলিগুড়িতে । 1990 সালে শিলিগুড়ি শিক্ষা জেলা স্থাপনের পর দীর্ঘদিন ধরেই দাবি উঠেছিল জেলা স্কুলের ধাঁচে সরকারি স্কুলগুলির পাশাপাশি জেলা স্কুল তৈরি করা হোক । সেই লক্ষ্যে কাজ শুরু করে ইতিমধ্যেই ফাঁসিদেওয়ায় নতুন ভবন মিলেছে । ভবন হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে । আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা স্কুলের মর্যাদা দিয়ে ইংরেজি মাধ্যমে শুরু হতে চলেছে পঠনপাঠন ।

জেলা স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক বলেন, ''এলাকায় ইংরেজি মাধ্যমে পড়ানোর চাহিদা রয়েছে । যে এলাকায় স্কুলটি চালু হচ্ছে তা ফাঁসিদেওয়া এলাকায় । ওখানকার বহু ছাত্র-ছাত্রীই সেখান থেকে বিভিন্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে যায় । সেই সমস্ত স্কুলগুলোতে মোটা অংকের টাকা দিয়ে পড়াশোনা করতে হয় । এটা যেহেতু সরকারি স্কুল ফলে সেখানে বছরে মাত্র 240 টাকা দিতে হবে । আমরা শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কাজ করছি । আপাতত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে প্রথমে পড়াশুনো শুরু হবে । পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে । তবে আপাতত কাজ চালানোর জন্য আমরা বিজ্ঞাপনের মাধ্যমে পড়াতে ইচ্ছুক এমন শিক্ষক চেয়েছি । আগামী মাস থেকেই পড়ুয়া ভরতির কাজ শুরু করে দেওয়া হবে।''

শিলিগুড়ি, 2 ডিসেম্বর : স্বাধীনতার পর জেলা স্কুলের ধাঁচে নতুন স্কুল পেতে চলেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ৷ ইংরেজি মাধ্যমে আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে পঠন-পাঠন ৷ ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু হয়েছে বলে জেলা স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে ৷ সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে সরকারি খরচে এখানে পড়তে পারবেন পড়ুয়ারা ৷

বিভিন্ন জেলায় পুরোপুরি সরকারি স্কুল অর্থাৎ জেলা স্কুল থাকলেও তা ছিল না শিলিগুড়িতে । 1990 সালে শিলিগুড়ি শিক্ষা জেলা স্থাপনের পর দীর্ঘদিন ধরেই দাবি উঠেছিল জেলা স্কুলের ধাঁচে সরকারি স্কুলগুলির পাশাপাশি জেলা স্কুল তৈরি করা হোক । সেই লক্ষ্যে কাজ শুরু করে ইতিমধ্যেই ফাঁসিদেওয়ায় নতুন ভবন মিলেছে । ভবন হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে । আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা স্কুলের মর্যাদা দিয়ে ইংরেজি মাধ্যমে শুরু হতে চলেছে পঠনপাঠন ।

জেলা স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক বলেন, ''এলাকায় ইংরেজি মাধ্যমে পড়ানোর চাহিদা রয়েছে । যে এলাকায় স্কুলটি চালু হচ্ছে তা ফাঁসিদেওয়া এলাকায় । ওখানকার বহু ছাত্র-ছাত্রীই সেখান থেকে বিভিন্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে যায় । সেই সমস্ত স্কুলগুলোতে মোটা অংকের টাকা দিয়ে পড়াশোনা করতে হয় । এটা যেহেতু সরকারি স্কুল ফলে সেখানে বছরে মাত্র 240 টাকা দিতে হবে । আমরা শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কাজ করছি । আপাতত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে প্রথমে পড়াশুনো শুরু হবে । পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে । তবে আপাতত কাজ চালানোর জন্য আমরা বিজ্ঞাপনের মাধ্যমে পড়াতে ইচ্ছুক এমন শিক্ষক চেয়েছি । আগামী মাস থেকেই পড়ুয়া ভরতির কাজ শুরু করে দেওয়া হবে।''

Intro:স্বাধীনতার পর জিলা স্কুলের ধাঁচে নতুন স্কুল পেতে চলেছে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ইংরেজি মাধ্যমে আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে পঠন-পাঠন ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু হয়েছে বলে জেলা স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গিয়েছে মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাংলা মাধ্যমে বদলে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে সরকারি খরচে এখানে পড়তে পারবেন ছাত্রছাত্রীরা


Body:বিভিন্ন জেলায় পুরোপুরি সরকারি স্কুল অর্থাৎ জেলা স্কুল থাকলেও তা ছিল না শিলিগুড়িতে। 1990 সালে শিলিগুড়ি শিক্ষা জেলা স্থাপনের পর দীর্ঘদিন ধরেই দাবি উঠেছিল জেলা স্কুলের ধাঁচে সরকার পোষিত স্কুলগুলোর পাশাপাশি জেলা স্কুল তৈরি করা হোক। সেই লক্ষ্যে কাজ শুরু করে ইতিমধ্যেই ফাঁসিদেওয়ায় নতুন ভবন মিলেছে। ভবন হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা স্কুলের মর্যাদা দিয়ে ইংরেজি মাধ্যমে শুরু হতে চলেছে পঠন-পাঠন।
জেলা স্কুল পরিদর্শক রাজীব প্রামানিক জানান এলাকায় ইংরেজি মাধ্যমে পড়ানো চাহিদা রয়েছে। যে এলাকায় স্কুলটি চালু করছি তা ফাঁসিদেওয়া এলাকায়। ওখানকার বহু ছাত্র-ছাত্রীই সেখান থেকে বিভিন্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে যায় । সেই সমস্ত স্কুলগুলোতে মোটা অংকের টাকা দিয়ে পড়াশোনা করতে হয়। এটা যেহেতু সরকারি স্কুল ফলে সেখানে বছরে মাত্র 240 টাকা দিতে হবে। আমরা শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ করছি। আপাতত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে প্রথমে পড়াশুনো শুরু হবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে। তবে আপাতত কাজ চালানোর জন্য আমরা বিজ্ঞাপনের মাধ্যমে পড়াতে ইচ্ছুক এমন শিক্ষক চেয়েছি। আগামী মাস থেকেই ছাত্রভর্তি কাজ শুরু করে দেওয়া হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.