ETV Bharat / city

Siliguri Teacher Transfer: অনৈতিকভাবে বছরে 3বার পছন্দমতো স্কুলে বদলি, প্রধান শিক্ষিকাকে আগের স্কুলেই যোগদানের নির্দেশ আদালতের - শিলিগুড়িতে প্রধান শিক্ষিকার অনৈতিক বদলি

প্রধান শিক্ষিকার অনৈতিক বদলিতে হাইকোর্টের নির্দেশে আগের স্কুলেই যোগ দিতে হবে শিক্ষিকাকে ৷ একবছরে তিনবার কীভাবে বদলি হতে পারেন তিনি তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত(Siliguri Teacher Transfer)৷

siliguri
অনৈতিক বদলিতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা
author img

By

Published : Aug 5, 2022, 10:05 PM IST

শিলিগুড়ি, 5 অগস্ট: "সত্যের জয় হল । ন্যায়বিচার পেলাম ।" শিলিগুড়িতে প্রধান শিক্ষিকার অনৈতিক বদলি নিয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রায়ের পর এমনটাই মন্তব্য মামলাকারী শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক প্রসূনসুন্দর তরফদারের ।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষিকা শান্তা মণ্ডলকে 6 অগস্টের মধ্যে বীরপাড়া হাইস্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেন(siliguri Unethical teacher transfer controversy)। পাশাপাশি ওই শিক্ষিকা কীভাবে এক বছরে তিনবার বদলি পেলেন তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

এদিকে ওই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলের পাশাপাশি শিক্ষামহলেও । প্রথমে শান্তা মণ্ডল নামে ওই শিক্ষিকা উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরে বদলি হন । ওই বছরই আবার তিনি সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে বীরপাড়া হাইস্কুলে বদলি হন । কয়েকমাস বাদে শান্তা মণ্ডল বীরপাড়া হাইস্কুল থেকে ফের বদলি নিয়ে প্রধান শিক্ষিকা হয়ে শিলিগুড়ির অমিয়পাল চৌধুরী হাইস্কুলে বদলি হয়ে যান । কিন্তু স্কুল পছন্দ না হওয়ায় ফের তিনি বদলি নেন । শেষবার প্রধান শিক্ষিকা হিসেবে শ্রীগুরু বিদ্যামন্দিরে বদলি হন ।

আরও পড়ুন : 'প্রভাব খাটিয়ে' বারবার বদলি ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

এরপরই বদলির প্রক্রিয়া নিয়ে 2021 সালে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক প্রসূনসুন্দর তরফদার । যদিও হাইকোর্টের রায়ের একদিন পরেই আগের স্কুলে যোগ দেওয়ার নির্দেশ থাকলেও খোঁজ মেলেনি অভিযুক্ত প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলের । শিক্ষিকার দুই বোন শীলা ও সীমা মণ্ডল জানান, ওই শিক্ষিকা কলকাতা গিয়েছেন । যদিও এর বেশি কিছু বলতে চাননি তাঁরা ৷

শিক্ষিকার পরিবার ওই বিষয়ে মুখ খুলতে নারাজ। যদিও এদিন শিক্ষিকা শান্তা মন্ডল এদিন শ্রীগুরু বিদ্যামন্দির বা বীরপাড়া হাইস্কুলে যাননি। শিক্ষিকার পরিবারকে সেই বিষয়ে যোগ দিতে গেলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ।

প্রধান শিক্ষিকার অনৈতিক নিয়োগ নিয়ে মামলাকারী ও অভিযুক্তের আইনজীবীর বক্তব্য
আরও পড়ুন : প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

অভিযোগ উঠছে, ওই শিক্ষিকার শিলিগুড়ির শাসকদলের একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে সখ্যতা রয়েছে । পৌর নির্বাচনের সময় শাসকদলের হয়ে প্রচারও করেন তিনি । এছাড়াও জানা গিয়েছে, ওই শিক্ষিকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে । এমনকি তাঁর বদলির সময় স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন তুললে দিলীপ বর্মন নামে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর ওই শিক্ষিকার হয়ে শ্রীগুরু বিদ্যামন্দিরে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে শাসিয়েও আসেন ।

তবে এই বিষয়ে অনৈতিক বদলিতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলের আইনজীবী নিবেদিতা পালের বক্তব্য, তাঁর মক্কেল অসুস্থ তাই এখনই কাজে যোগ দিতে পারছেন না ৷ তবে তিনি হাইকোর্টের নির্দেশ অবশ্যই মেনে চলবেন ৷

আরও পড়ুন : শিক্ষক-শিক্ষিকার বদলিতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

শিলিগুড়ি, 5 অগস্ট: "সত্যের জয় হল । ন্যায়বিচার পেলাম ।" শিলিগুড়িতে প্রধান শিক্ষিকার অনৈতিক বদলি নিয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রায়ের পর এমনটাই মন্তব্য মামলাকারী শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক প্রসূনসুন্দর তরফদারের ।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষিকা শান্তা মণ্ডলকে 6 অগস্টের মধ্যে বীরপাড়া হাইস্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেন(siliguri Unethical teacher transfer controversy)। পাশাপাশি ওই শিক্ষিকা কীভাবে এক বছরে তিনবার বদলি পেলেন তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

এদিকে ওই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলের পাশাপাশি শিক্ষামহলেও । প্রথমে শান্তা মণ্ডল নামে ওই শিক্ষিকা উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরে বদলি হন । ওই বছরই আবার তিনি সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে বীরপাড়া হাইস্কুলে বদলি হন । কয়েকমাস বাদে শান্তা মণ্ডল বীরপাড়া হাইস্কুল থেকে ফের বদলি নিয়ে প্রধান শিক্ষিকা হয়ে শিলিগুড়ির অমিয়পাল চৌধুরী হাইস্কুলে বদলি হয়ে যান । কিন্তু স্কুল পছন্দ না হওয়ায় ফের তিনি বদলি নেন । শেষবার প্রধান শিক্ষিকা হিসেবে শ্রীগুরু বিদ্যামন্দিরে বদলি হন ।

আরও পড়ুন : 'প্রভাব খাটিয়ে' বারবার বদলি ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

এরপরই বদলির প্রক্রিয়া নিয়ে 2021 সালে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক প্রসূনসুন্দর তরফদার । যদিও হাইকোর্টের রায়ের একদিন পরেই আগের স্কুলে যোগ দেওয়ার নির্দেশ থাকলেও খোঁজ মেলেনি অভিযুক্ত প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলের । শিক্ষিকার দুই বোন শীলা ও সীমা মণ্ডল জানান, ওই শিক্ষিকা কলকাতা গিয়েছেন । যদিও এর বেশি কিছু বলতে চাননি তাঁরা ৷

শিক্ষিকার পরিবার ওই বিষয়ে মুখ খুলতে নারাজ। যদিও এদিন শিক্ষিকা শান্তা মন্ডল এদিন শ্রীগুরু বিদ্যামন্দির বা বীরপাড়া হাইস্কুলে যাননি। শিক্ষিকার পরিবারকে সেই বিষয়ে যোগ দিতে গেলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ।

প্রধান শিক্ষিকার অনৈতিক নিয়োগ নিয়ে মামলাকারী ও অভিযুক্তের আইনজীবীর বক্তব্য
আরও পড়ুন : প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

অভিযোগ উঠছে, ওই শিক্ষিকার শিলিগুড়ির শাসকদলের একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে সখ্যতা রয়েছে । পৌর নির্বাচনের সময় শাসকদলের হয়ে প্রচারও করেন তিনি । এছাড়াও জানা গিয়েছে, ওই শিক্ষিকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে । এমনকি তাঁর বদলির সময় স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন তুললে দিলীপ বর্মন নামে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর ওই শিক্ষিকার হয়ে শ্রীগুরু বিদ্যামন্দিরে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে শাসিয়েও আসেন ।

তবে এই বিষয়ে অনৈতিক বদলিতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলের আইনজীবী নিবেদিতা পালের বক্তব্য, তাঁর মক্কেল অসুস্থ তাই এখনই কাজে যোগ দিতে পারছেন না ৷ তবে তিনি হাইকোর্টের নির্দেশ অবশ্যই মেনে চলবেন ৷

আরও পড়ুন : শিক্ষক-শিক্ষিকার বদলিতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.