ETV Bharat / city

কানাডা পাড়ি দিচ্ছে শিলিগুড়ির লিও, দত্তক নেবে এক দম্পতি - শিলিগুড়ি

দিল্লির পশুপ্রেমী সংগঠন ও শিলিগুড়ির এক পশুপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে শিলিগুড়ির লিও পাড়ি দিচ্ছে সুদূর কানাডায় ৷

Siliguri street Dog
লিও
author img

By

Published : Feb 10, 2020, 3:09 AM IST

শিলিগুড়ি, 10 ফেব্রুযারি : নানা কারণে একাধিকবার আহত হয়েছিল পথকুকুর লিও। খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ির ভারত নগরের একটি বাজার থেকে তাকে উদ্ধার করে। এবার সেই লিও পাড়ি দিচ্ছে কানাডা। সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি।

কয়েকদিন আগে শিলিগুড়ির এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা ভারত নগরের একটি বাজার থেকে ওই সারমেয়টিকে উদ্ধার করে ৷ তার নাম দেওয়া হয় 'লিও' ৷ কোনও কারণে একটি পা হারিয়েছে সে ৷ এবার সেই লিও কিনা পাড়ি দিচ্ছে সুদূর কানাডায় ৷ সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি ৷

শিলিগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রিয়া রুদ্র বলেন, "মানুষের মারেই আহত হয়েছিল পথকুকুরটি । আমরাই নাম দিয়েছি 'লিও'। ওর সম্পর্কে শুনে কানাডার ওই দম্পতি তাকে দত্তক নিতে চেয়ে দিল্লির এক পশুপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করে । তারপর আমাদের সঙ্গে যোগাযোগ হয় । আমরাও দেরি না করে প্রস্তাবে রাজি হয়ে যাই ।"

আপাতত দিল্লিতে রযেছে শিলিগুড়ির লিও । সেখানেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে ৷ তারপর সেখান থেকেই কানাডা পাড়ি দেবে শিলিগুড়ির রাস্তায় বেড়ে ওঠা এই সারমেয়টি ।

শিলিগুড়ি, 10 ফেব্রুযারি : নানা কারণে একাধিকবার আহত হয়েছিল পথকুকুর লিও। খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ির ভারত নগরের একটি বাজার থেকে তাকে উদ্ধার করে। এবার সেই লিও পাড়ি দিচ্ছে কানাডা। সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি।

কয়েকদিন আগে শিলিগুড়ির এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা ভারত নগরের একটি বাজার থেকে ওই সারমেয়টিকে উদ্ধার করে ৷ তার নাম দেওয়া হয় 'লিও' ৷ কোনও কারণে একটি পা হারিয়েছে সে ৷ এবার সেই লিও কিনা পাড়ি দিচ্ছে সুদূর কানাডায় ৷ সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি ৷

শিলিগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রিয়া রুদ্র বলেন, "মানুষের মারেই আহত হয়েছিল পথকুকুরটি । আমরাই নাম দিয়েছি 'লিও'। ওর সম্পর্কে শুনে কানাডার ওই দম্পতি তাকে দত্তক নিতে চেয়ে দিল্লির এক পশুপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করে । তারপর আমাদের সঙ্গে যোগাযোগ হয় । আমরাও দেরি না করে প্রস্তাবে রাজি হয়ে যাই ।"

আপাতত দিল্লিতে রযেছে শিলিগুড়ির লিও । সেখানেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে ৷ তারপর সেখান থেকেই কানাডা পাড়ি দেবে শিলিগুড়ির রাস্তায় বেড়ে ওঠা এই সারমেয়টি ।

Intro:মানুষের মারের নানা সময়ে আহত হয়েছিল পথকুকুর লিও। খবর পেয়ে শিলিগুড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভারত নগরের একটি বাজার থেকে তাকে উদ্ধার করে। এবার সেই লিও পাড়ি দিচ্ছে কানাডা। সেখানে তাকে দত্তক নেবেন এক দম্পতি।


Body:মানুষের মারে আহত হয়েছিল লিও। তা শুনেই পরম মমতায় লিওকে দত্তক নিতে চেয়েছেন কানাডার এক দম্পতি। সেই লক্ষ্যে আপাতত দিল্লী পারি দিয়েছে লিও। লিও আসলে রাস্তার এক সারমেয়। এক পা নেই লিওর। সব শুনে লিওকে দত্তক নিতে চেয়েছেন কানাডার ওই দম্পতি। দিল্লিতে কিছু মেডিকেল টেস্টে লিও উতরে গেলেই তাকে পাঠানো হবে কানাডায়।
শিলিগুড়িতে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রিয়া রুদ্র জানান একসময় মানুষের মারেই আহত হয়েছিল পথকুকুরটি। আমরাই নাম দিয়েছি লিও। ওর সম্পর্কে শুনে কিছু মানুষ পরম মমতায় লিওকে দত্তক নিতে চেয়ে দিল্লীর এক পশুপ্রেমী সংস্থার সাথে যোগাযোগ করেছিল। তারপর আমাদের সাথে যোগাযোগ হয়। আমরাও দেরী না করে প্রস্তাবে রাজি হয়ে যাই। আপাতত দিল্লিতে রয়েছে লিও। কিছু পরীক্ষানিরীক্ষা সেরে কানাডা পারি দেবে লিও।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.