শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: শিলিগুড়িতে দুর্গাপুজো কার্নিভালে ডিজে এবং সাউন্ড সিস্টেম ব্যবহারে হাইকোর্টের নির্দেশ কড়াভাবে লাগু করার উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate) । এবারের দুর্গাপুজো বিসর্জন এবং কার্নিভালে একপ্রকার নিষিদ্ধ থাকছে সাউন্ড সিস্টেমের ব্যবহার ।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী । পাশাপাশি এবার পুজোয় ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ রুখতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করার কথাও জানিয়েছেন তিনি । পুজো মণ্ডপে নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজরদারি রাখা হবে কমিশনারেটের তরফে ।
এছাড়াও শহরের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পুজো উদ্যোক্তাদের মণ্ডপ সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "এবার কার্নিভালের কারণে শহর ও সংলগ্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও মূল সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে । ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা থাকবে । পুজোমণ্ডপ-সহ নিরঞ্জন ঘাটেও সিসি ক্যামেরায় নজরদারি রাখা হবে ।"
জানা গিয়েছে, এবার পুজোয় 216 জন পুলিশ অফিসার, 800 কনস্টেবল পদমর্যাদার, 400 হোমগার্ড, 225 জন মহিলা পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে । পুলিশ কমিশনারেট এলাকায় 621টি পুজোমণ্ডপ রয়েছে । সেই মণ্ডপগুলিতে যৌথ পরিদর্শন করবে জেলা ও পুলিশ আধিকারিকরা । মোতায়েন থাকবে মহিলা উইনার্স টিম । চালু করা হবে হেল্প লাইন নম্বর (Siliguri police to closely monitor Durga Puja celebrations and carnivals) ।
আরও পড়ুন: গড়েন মায়ের মূর্তি, আরাধনাও করেন নিজেই; এই কাহিনী শিল্পী নবজ্যোতির
এবারও ডিজিটাল পুজো অ্যাপ থেকে দর্শনার্থী ও পর্যটকরা নিজেদের কাছের পুজো সহজে খুঁজে পাবে । সেফ ড্রাইভ সেভ লাইফ, সেরা পুজোমণ্ডপ, সেরা প্রতিমায় উদ্যোক্তাদের পুরস্কৃত করবে কমিশনারেট ।