ETV Bharat / city

টোল ফাঁকি দিতে ভিন রাজ্যের পুলিশের পোশাক, ধৃত তিন - siliguri police arrests fraud police

শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি এলাকায় নাকা তল্লাশি চলছিল ৷ ওই সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়িতে তল্লাশি চালানো হয় । ওই গাড়িতে উত্তরপ্রদেশের পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের । টানা জেরার মুখে তারা স্বীকার করে, টোল ফাঁকি দেওয়ার জন্যই তারা পুলিশের পোশাক ব্যবহার করেছে ।

পুলিশের জালে পুলিশ
পুলিশের জালে পুলিশ
author img

By

Published : May 28, 2021, 6:06 PM IST

শিলিগুড়ি, 28 মে : পুলিশের হাতে গ্রেফতার ভিন রাজ্যের ভুয়ো পুলিশ । উত্তরপ্রদেশ পুলিশ সেজে শিলিগুড়ি ও সিকিমে তোলাবাজি করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ ৷ ধৃত সরতাজ আলি, মহম্মদ মহেতাব ও হরিওম পান্ডে তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি এলাকায় নাকা তল্লাশি চলছিল ৷ ওই সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়িতে তল্লাশি চালানো হয় । ওই গাড়িতে উত্তরপ্রদেশের পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের । গাড়িটিও সম্প্রতি কোনও দুর্ঘটনার শিকার, তা দেখেই বুঝতে পারে পুলিশ ৷ গাড়িতে থাকা ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় প্রধাননগর থানার পুলিশের ৷ এরপর থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । ধৃতদের মধ্যে একজন নিজেকে উত্তরপ্রদেশ পুলিশের সাব ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ বলে পরিচয় দেন । টানা জেরার মুখে তাঁরা স্বীকার করেন, টোল ফাঁকি দেওয়ার জন্যই তাঁরা পুলিশের পোশাক ব্যবহার করেছেন ।

আরও পড়ুন : ভূতের ভয়ে নতুন বাড়ি ছাড়ল গোটা পরিবার

গাড়িটি তল্লাশি করে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ । পুলিশের অনুমান, বড় কোনও ধরণের অপরাধের উদ্দেশ্য ছিল তাঁদের । ধৃত তিনজনকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম, জোন 2) কুনওয়ার ভূষণ সিং বলেন, "ধৃতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছে । কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁরা ভুয়া । তিনজনকে গ্রেফতার করা হয়েছে । চলছে তদন্ত ।"

শিলিগুড়ি, 28 মে : পুলিশের হাতে গ্রেফতার ভিন রাজ্যের ভুয়ো পুলিশ । উত্তরপ্রদেশ পুলিশ সেজে শিলিগুড়ি ও সিকিমে তোলাবাজি করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ ৷ ধৃত সরতাজ আলি, মহম্মদ মহেতাব ও হরিওম পান্ডে তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি এলাকায় নাকা তল্লাশি চলছিল ৷ ওই সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়িতে তল্লাশি চালানো হয় । ওই গাড়িতে উত্তরপ্রদেশের পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের । গাড়িটিও সম্প্রতি কোনও দুর্ঘটনার শিকার, তা দেখেই বুঝতে পারে পুলিশ ৷ গাড়িতে থাকা ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় প্রধাননগর থানার পুলিশের ৷ এরপর থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । ধৃতদের মধ্যে একজন নিজেকে উত্তরপ্রদেশ পুলিশের সাব ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ বলে পরিচয় দেন । টানা জেরার মুখে তাঁরা স্বীকার করেন, টোল ফাঁকি দেওয়ার জন্যই তাঁরা পুলিশের পোশাক ব্যবহার করেছেন ।

আরও পড়ুন : ভূতের ভয়ে নতুন বাড়ি ছাড়ল গোটা পরিবার

গাড়িটি তল্লাশি করে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ । পুলিশের অনুমান, বড় কোনও ধরণের অপরাধের উদ্দেশ্য ছিল তাঁদের । ধৃত তিনজনকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম, জোন 2) কুনওয়ার ভূষণ সিং বলেন, "ধৃতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছে । কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁরা ভুয়া । তিনজনকে গ্রেফতার করা হয়েছে । চলছে তদন্ত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.