ETV Bharat / city

পুলিশ নিরপেক্ষ নয়, ওদের ভয় পাই না : অশোক ভট্টাচার্য - DYFI rally

DYFI-এর রাজ্য সম্পাদক সহ বাকিদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যর ৷ তাঁর মতে, যেই পুলিশ নিজেদের নীতি বিসর্জন দিয়েছে, সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার অধিকার তাঁদের নেই ৷ পুলিশকে মানুষ এখন ভয় পায় না ৷ অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুযই প্রতিরোধ গড়বে বলে মেয়র মনে করেন ৷

Siliguri mayor on DYFI rally
মেয়র অশোক ভট্টাচার্য
author img

By

Published : Feb 13, 2020, 6:59 PM IST

Updated : Feb 13, 2020, 7:43 PM IST

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি : পুলিশ নিরপেক্ষ নয় ৷ তাই মামলা করলেও তাঁরা ভয় পান না ৷ গতকাল DYFI-এর রাজ্য সম্পাদক ও একাধিক বাম ছাত্র-যুব নেতার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রসঙ্গে আজ একথা জানালেন শিলিগুড়ির CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷ পুলিশের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে বলেও তিনি দাবি করেন ৷

DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সহ বাকি বাম ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ করলেন অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘পুলিশ কমিশনার নিজেই নিরপেক্ষ নন ৷ কয়েকদিন আগেই তিনি রাজনৈতিক সভায় গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি কীভাবে নিরপেক্ষতা বজায় রাখবেন? পুলিশ যদি নীতি ভুলে যায়, নিজেদের ভূমিকা ভুলে যায়, তাহলে অন্যদের থেকে কিছু আশা করা যায় না ৷ পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে ৷ আমরা তাদের ভয় পাই না ৷ পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে গিয়েছে ৷ কমিশনারের নির্দেশেই গতকাল সব ঘটেছে ৷ ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক পুলিশ ৷ আমরা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করব ৷ অন্যায় করেছে বলেই পুলিশ গতকাল ক্ষমা চেয়েছে ৷’’

অন্যদিকে বিরোধী দলনেতা ও জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, ‘‘গতকালের ঘটনার পর বামেদের ভগ্নদশা বেশি করে প্রকাশ পেয়েছে ৷ পুলিশকে আক্রমণ করেছে DYFI নেতা ও কর্মীরা ৷ এই ধরণের বিশৃঙ্খলতা ও আন্দোলনের বিরুদ্ধে মানুষকে সরব হতে বলছি ৷’’

কী বললেন মেয়র অশোক ভট্টাচার্য? দেখুন ভিডিয়ো

গতকাল কর্মসংস্থানের দাবি ও NRC, CAA এবং NPR-এর বিরোধিতায় DYFI-এর পক্ষ থেকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা হয় ৷ প্রায় 800জন কর্মী ও সমর্থক উত্তরকন্যার দিকে যাত্রা করেন ৷ কিন্তু তিনবাত্তির মোড়ে তাদের আটকে দেয় পুলিশ ৷ বাধা অতিক্রম করে এগোনোর চেষ্টা করেন DYFI-এর কর্মী ও সমর্থকরা ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দাবি, পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় ৷ প্রতিরোধ গড়ে তুলতে জল কামানের ব্যবহার করা হয় বলে গতকাল সাংবাদিক বৈঠকে দাবি করেন শিলিগুড়ির কমিশনার অথর্ব ত্রিপুরারি ৷ আইন মেনেই DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সহ বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে কমিশনার দাবি করেন ৷

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি : পুলিশ নিরপেক্ষ নয় ৷ তাই মামলা করলেও তাঁরা ভয় পান না ৷ গতকাল DYFI-এর রাজ্য সম্পাদক ও একাধিক বাম ছাত্র-যুব নেতার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রসঙ্গে আজ একথা জানালেন শিলিগুড়ির CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷ পুলিশের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে বলেও তিনি দাবি করেন ৷

DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সহ বাকি বাম ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ করলেন অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘পুলিশ কমিশনার নিজেই নিরপেক্ষ নন ৷ কয়েকদিন আগেই তিনি রাজনৈতিক সভায় গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি কীভাবে নিরপেক্ষতা বজায় রাখবেন? পুলিশ যদি নীতি ভুলে যায়, নিজেদের ভূমিকা ভুলে যায়, তাহলে অন্যদের থেকে কিছু আশা করা যায় না ৷ পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে ৷ আমরা তাদের ভয় পাই না ৷ পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে গিয়েছে ৷ কমিশনারের নির্দেশেই গতকাল সব ঘটেছে ৷ ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক পুলিশ ৷ আমরা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করব ৷ অন্যায় করেছে বলেই পুলিশ গতকাল ক্ষমা চেয়েছে ৷’’

অন্যদিকে বিরোধী দলনেতা ও জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, ‘‘গতকালের ঘটনার পর বামেদের ভগ্নদশা বেশি করে প্রকাশ পেয়েছে ৷ পুলিশকে আক্রমণ করেছে DYFI নেতা ও কর্মীরা ৷ এই ধরণের বিশৃঙ্খলতা ও আন্দোলনের বিরুদ্ধে মানুষকে সরব হতে বলছি ৷’’

কী বললেন মেয়র অশোক ভট্টাচার্য? দেখুন ভিডিয়ো

গতকাল কর্মসংস্থানের দাবি ও NRC, CAA এবং NPR-এর বিরোধিতায় DYFI-এর পক্ষ থেকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা হয় ৷ প্রায় 800জন কর্মী ও সমর্থক উত্তরকন্যার দিকে যাত্রা করেন ৷ কিন্তু তিনবাত্তির মোড়ে তাদের আটকে দেয় পুলিশ ৷ বাধা অতিক্রম করে এগোনোর চেষ্টা করেন DYFI-এর কর্মী ও সমর্থকরা ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দাবি, পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় ৷ প্রতিরোধ গড়ে তুলতে জল কামানের ব্যবহার করা হয় বলে গতকাল সাংবাদিক বৈঠকে দাবি করেন শিলিগুড়ির কমিশনার অথর্ব ত্রিপুরারি ৷ আইন মেনেই DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সহ বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে কমিশনার দাবি করেন ৷

Last Updated : Feb 13, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.