ETV Bharat / city

উত্তরবঙ্গ মেডিক্য়ালে শিশুদের জন্য পৃথক কোভিড ওয়ার্ড চালু - করোনা আপডেট

শিশুদের জন্য পৃথক কোভিড ওয়ার্ড চালু হল উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ৷ প্রাথমিকভাবে 24টি শয্যা নিয়েই চালু করা হচ্ছে শিশুদের জন্য গঠিত এই কোভিড ওয়ার্ড ৷ তার মধ্যে 12টি থাকবে করোনা সংক্রমিত শিশুদের জন্য এবং বাদবাকি আরও 12টি থাকবে করোনার উপসর্গ থাকা শিশুদের জন্য ৷

wb_slg_03_pediatric_covid_ward_7209673
উত্তরবঙ্গ মেডিক্য়ালে শিশুদের জন্য পৃথক কোভিড ওয়ার্ড চালু
author img

By

Published : May 21, 2021, 6:52 PM IST

শিলিগুড়ি, 21 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হচ্ছে শিশুরাও ৷ আর শিশুরা সংক্রমিত হলে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে পড়ে ৷ সেই কথা মাথায় রেখেই রাজ্যের মধ্যে দ্বিতীয় এবং উত্তরবঙ্গের মধ্যে প্রথম পেডিয়াট্রিক কোভিড ওয়ার্ড চালু করল উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷

প্রাথমিকভাবে 24টি শয্যা নিয়ে চালু করা হচ্ছে শিশুদের জন্য গঠিত এই কোভিড ওয়ার্ড ৷ তার মধ্যে 12টি থাকবে করোনা সংক্রমিত শিশুদের জন্য এবং বাদবাকি আরও 12টি থাকবে করোনার উপসর্গ থাকা শিশুদের জন্য ৷

আপাতত 24 টি শয্যা থাকছে শিশুদের কোভিড ওয়ার্ডে ৷

শুক্রবার থেকেই এই কোভিড ওয়ার্ডটি চালু হয়েছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজন পড়লে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে এই ওয়ার্ডে ৷

প্রসঙ্গত, এর আগে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা কোভিড ওয়ার্ডেই করা হত ৷ কিন্তু সেখানে চিকিৎসা করার পর শিশুদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল ৷ চিকিৎসকদেরও কাজ করতে অসুবিধা হচ্ছিল ৷ সেই সমস্যা মেটাতেই আলাদাভাবে শুধুমাত্র শিশুদের জন্য করোনা ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন : ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করল দুর্গাপুর নগরনিগম

হাসপাতাল সূত্রে খবর, সংশ্লিষ্ট ওয়ার্ডের চারটি শয্যায় থাকছে অক্সিজেন এবং ভেন্টিলেটরের ব্যবস্থা ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড কেয়ার নেটওয়ার্কের কো-অর্ডিনেটর চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন, ‘‘করোনায় সংক্রমিত শিশুদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয় ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির প্রয়োজন হয় ৷ সেই বিষয়গুলিকে মাথায় রেখেই শিশুদের জন্য পৃথক কোভিড ওয়ার্ড তৈরি করা হল ৷’’

শিলিগুড়ি, 21 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হচ্ছে শিশুরাও ৷ আর শিশুরা সংক্রমিত হলে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে পড়ে ৷ সেই কথা মাথায় রেখেই রাজ্যের মধ্যে দ্বিতীয় এবং উত্তরবঙ্গের মধ্যে প্রথম পেডিয়াট্রিক কোভিড ওয়ার্ড চালু করল উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷

প্রাথমিকভাবে 24টি শয্যা নিয়ে চালু করা হচ্ছে শিশুদের জন্য গঠিত এই কোভিড ওয়ার্ড ৷ তার মধ্যে 12টি থাকবে করোনা সংক্রমিত শিশুদের জন্য এবং বাদবাকি আরও 12টি থাকবে করোনার উপসর্গ থাকা শিশুদের জন্য ৷

আপাতত 24 টি শয্যা থাকছে শিশুদের কোভিড ওয়ার্ডে ৷

শুক্রবার থেকেই এই কোভিড ওয়ার্ডটি চালু হয়েছে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজন পড়লে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে এই ওয়ার্ডে ৷

প্রসঙ্গত, এর আগে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা কোভিড ওয়ার্ডেই করা হত ৷ কিন্তু সেখানে চিকিৎসা করার পর শিশুদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল ৷ চিকিৎসকদেরও কাজ করতে অসুবিধা হচ্ছিল ৷ সেই সমস্যা মেটাতেই আলাদাভাবে শুধুমাত্র শিশুদের জন্য করোনা ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন : ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করল দুর্গাপুর নগরনিগম

হাসপাতাল সূত্রে খবর, সংশ্লিষ্ট ওয়ার্ডের চারটি শয্যায় থাকছে অক্সিজেন এবং ভেন্টিলেটরের ব্যবস্থা ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড কেয়ার নেটওয়ার্কের কো-অর্ডিনেটর চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন, ‘‘করোনায় সংক্রমিত শিশুদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয় ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির প্রয়োজন হয় ৷ সেই বিষয়গুলিকে মাথায় রেখেই শিশুদের জন্য পৃথক কোভিড ওয়ার্ড তৈরি করা হল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.