ETV Bharat / city

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনা মোকাবিলায় পৃথক কাউন্টার চালু - কোরোনা ভাইরাস সুরক্ষা

কোরোনা সন্দেহে আসা ব্যক্তিদের পরীক্ষার জন্য পৃথক কাউন্টার চালু করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ।

coronavirus news
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল
author img

By

Published : Mar 22, 2020, 4:57 AM IST

শিলিগুড়ি,22 মার্চ : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল পৃথক কোরোনা পরীক্ষা কেন্দ্র । সেখানে জ্বর ও সর্দিকাশি নিয়ে আসা রোগীদের পৃথক ভাবে চিকিৎসা হবে। ভিড় এড়িয়ে যাতে জ্বর ও সর্দিকাশি নিয়ে আসা রোগীরা পৃথক ভাবে চিকিৎসা করাতে পারেন তার জন্যেই এই সিদ্ধান্ত।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানান," আমরা শনিবার থেকে পৃথক কাউন্টার চালু করছি। সেখানে জ্বর সর্দিকাশি নিয়ে আসা রোগীরা আলাদাভাবে চিকিৎসা হবে ।"

সুপার জানান কোরোনা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতদিন আউটডোরে একসাথেই সব রোগীরা লাইনে দাড়াচ্ছিলেন। ফলে রোগ ছড়ানোর সম্ভাবনা ছিল। এবার তাই রোগ মোকাবিলায় পৃথক কাউন্টার হলো।

শিলিগুড়ি,22 মার্চ : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল পৃথক কোরোনা পরীক্ষা কেন্দ্র । সেখানে জ্বর ও সর্দিকাশি নিয়ে আসা রোগীদের পৃথক ভাবে চিকিৎসা হবে। ভিড় এড়িয়ে যাতে জ্বর ও সর্দিকাশি নিয়ে আসা রোগীরা পৃথক ভাবে চিকিৎসা করাতে পারেন তার জন্যেই এই সিদ্ধান্ত।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানান," আমরা শনিবার থেকে পৃথক কাউন্টার চালু করছি। সেখানে জ্বর সর্দিকাশি নিয়ে আসা রোগীরা আলাদাভাবে চিকিৎসা হবে ।"

সুপার জানান কোরোনা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতদিন আউটডোরে একসাথেই সব রোগীরা লাইনে দাড়াচ্ছিলেন। ফলে রোগ ছড়ানোর সম্ভাবনা ছিল। এবার তাই রোগ মোকাবিলায় পৃথক কাউন্টার হলো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.