ETV Bharat / city

ভারত-নেপাল সীমান্তে বাজেয়াপ্ত 200 গ্রাম ব্রাউন সুগার - arrest

ভারত-নেপাল সীমান্তে 200 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত যুবক । তাকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB ।

brown sugar
author img

By

Published : Jun 25, 2019, 9:43 AM IST

Updated : Jun 25, 2019, 1:54 PM IST

ভারত-নেপাল সীমান্তে উদ্ধার 200 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার এক যুবক ।

SSB, brown sugar
ভারত-নেপাল সীমান্তে উদ্ধার ব্রাউন সুগার ।

গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় SSB-র (সশস্ত্র সীমা বল) 41 ব্যাটেলিয়নের জওয়ানরা । ভারত-নেপাল সীমান্তের মদনজোত এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । যুবকের নাম রমেশ রানা ওরফে দীপেন । বাজেয়াপ্ত করা হয় 200 গ্রাম ব্রাউন সুগার । এছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রায় নগদ 1035 টাকা এবং নেপালি মুদ্রায় নগদ 9911 টাকা ।

পরে ওই যুবককে তুলে দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশের হাতে । আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

ভারত-নেপাল সীমান্তে উদ্ধার 200 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার এক যুবক ।

SSB, brown sugar
ভারত-নেপাল সীমান্তে উদ্ধার ব্রাউন সুগার ।

গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় SSB-র (সশস্ত্র সীমা বল) 41 ব্যাটেলিয়নের জওয়ানরা । ভারত-নেপাল সীমান্তের মদনজোত এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । যুবকের নাম রমেশ রানা ওরফে দীপেন । বাজেয়াপ্ত করা হয় 200 গ্রাম ব্রাউন সুগার । এছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রায় নগদ 1035 টাকা এবং নেপালি মুদ্রায় নগদ 9911 টাকা ।

পরে ওই যুবককে তুলে দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশের হাতে । আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

Kushinagar (Uttar Pradesh), Jun 25 (ANI): When a school van carrying 8 children got stuck in a waterlogged underpass in Uttar Pradesh's Kushinagar, locals came in to rescue the students. All 8 children were rescued of the van which was halfway submerged into the water, and the driver of the van was arrested for deliberately trying to cross the waterlogged area even after the locals alerted him of the situation.
Last Updated : Jun 25, 2019, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.