দার্জিলিং, 6 জুন : নিখোঁজ ট্যুর অপারেটর ও গাইডের উদ্দেশ্যে মঙ্গলবার থেকে সান্দাকফুতে সার্চ অপারেশন শুরু হচ্ছে । দার্জিলিং জেলা পুলিশ, সশস্ত্র সীমা বলের জওয়ান ও সিঙ্গালিলা ফরেস্ট ডিভিশন যৌথভাবে ওই সার্চ অপারেশনে নামতে চলেছে । সার্চ অপারেশনে দার্জিলিং জেলা পুলিশের দুটি ও এসএসবির দুটি স্নিফার ডগ বা পুলিশ কুকুরকে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে ওই সার্চ অপারেশনের বিষয়ে এসএসবি ও বন দফতরের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন দার্জিলিং জেলা পুলিশের আধিকারিকরা (search operation to conduct for missing tour operators of North 24 pgs)।
মিরিকের এসডিপিও রুদ্র নারায়ণ সাহু বলেন, "মঙ্গলবার সকাল থেকে আমরা নিখোঁজ দুই ট্যুরিস্ট গাইডের উদ্দেশ্যে খোঁজে নামছি । আমাদের সঙ্গে খোঁজ চালাতে এসএসবি ও সিঙ্গালিলা বন বিভাগ সহযোগিতা করবে । সব খতিয়ে দেখা হচ্ছে । কিছু পর্যটকদেরও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।"
জানা গিয়েছে, 28 মে 13 জনের একটি পর্যটকের দলকে সান্দাকফু এলাকার কালীপোখরির ছেওয়াং লজে রাখে নিখোঁজ ট্যুর অপারেটর তথা গাইড দীপেশ সাহা ও তার নিখোঁজ সহযোগী বাবাই দে । পর্যটকদের হোটেলে রেখে সান্দাকফুর গভীর জঙ্গলে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই দুজন । তাঁরা উত্তর 24 পরগনার অশোকনগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । শনিবার দুপুর থেকে তাঁরা নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে ।
এই ঘটনায় উদ্বিগ্ন দীপেশ ও বাবাইয়ের পরিবার । ঘটনার পরই পরিবার ও স্থানীয় ট্যুর অপারেটররা পুলিশের দ্বারস্থ হয় । সিঙ্গালিলার ঘন জঙ্গলে চিতাবাঘ, ভাল্লুকের মতো প্রাণী রয়েছে । এমত অবস্থায় কেন পুলিশ প্রশাসন সার্চ অপারেশন নামাতে এতটা সময় লাগালো, সেই নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে ।
আরও পড়ুন : GTA Election 2022 : জিটিএ নির্বাচনের বিরোধিতা সত্ত্বেও 45টি আসনেই লড়ছে গোর্খা জনমুক্তি মোর্চা
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসএসবি দক্ষ 25 জন জওয়ান, সিঙ্গালিলা বন বিভাগের 25 জন বন কর্মী ও পুলিশ বাহিনী সিঙ্গালিলার ঘন জঙ্গলে তল্লাশিতে নামছে । স্নিফার ডগ ব্যবহার করে দ্রুত তল্লাশি অভিযান চালাবে পুলিশ । পাশাপাশি, সুখিয়াপোখরি থানার তরফেও একটি বিজ্ঞপ্তি ও ভিডিয়ো বার্তা ছাড়া হয়েছে । নিখোঁজ দুজনের খোঁজ মিললে পুলিশকে খবর দেওয়ার আবেদন করেছেন সুখিয়াপোখরি থানার ওসি সুদীপ প্রধান ।