ETV Bharat / city

SMC Election 2022 : শিলিগুড়ির পাঁচ ওয়ার্ডে নির্দল হয়ে লড়বেন সাফাই কর্মীরা

author img

By

Published : Jan 8, 2022, 7:25 PM IST

আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমে নির্বাচন (SMC Election 2022) ৷ সেই ভোটে প্রার্থী হলেন পাঁচজন সাফাই কর্মী ৷ শিলিগুড়ির পাঁচটি ওয়ার্ড থেকে লড়াই করবেন নির্দল প্রার্থী হিসেবে ৷

sanitation workers will contest smc election 2022 as independent candidate
SMC Election 2022 : শিলিগুড়ির পাঁচ ওয়ার্ডে নির্দল হয়ে লড়বেন সাফাই কর্মীরা

শিলিগুড়ি, 8 জানুয়ারি : কোনও রাজনৈতিক দলের উপর ভরসা নেই । সেই জন্য এবার নিজেদের সম্প্রদায় থেকেই শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে প্রার্থী দিলেন সাফাই কর্মীরা (Sanitation workers will contest SMC Election 2022 as independent candidate) ৷ শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে এবার পাঁচটি ওয়ার্ডে প্রার্থী দিলেন তাঁরা ৷

ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়ে প্রার্থী হিসেবে নিজেদের প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন তাঁরা । শহরকে সুন্দর সরকার সাজিয়ে তুলে উন্নয়নই মূল লক্ষ্য সফাই কর্মীদের । শহরকে ঝাঁ-চকচকে রাখার মূল কারিগর সাফাই কর্মীরা । এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে শহরের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি শিলিগুড়ি পুরসভার 1, 5, 14, 18 ও 28 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী করেছে ।

1 নম্বর ওয়ার্ডে সানি রাউত, 5 নম্বর ওয়ার্ডে রিনা রাউত, 14 নম্বর ওয়ার্ডে পুনম হেলা, 18 নম্বর ওয়ার্ডে প্রদীপ দাস এবং 28 নম্বর ওয়ার্ডে খুশবু রাউতকে প্রার্থী করেছে তারা ।

জানা গিয়েছে, উত্তরবঙ্গে মোট সাফাই কর্মীর সংখ্যা প্রায় দু’লক্ষের বেশি । এর মধ্যে শিলিগুড়ি পৌরনিগমের মোট সাফাই কর্মী রয়েছে 2 হাজার 575 জন । যার মধ্যে 324 জন স্থায়ী ৷ বাকিরা দিনমজুর । পাশাপাশি শিলিগুড়িতে হরিজন সম্প্রদায়ের প্রায় 45 হাজার মানুষ বসবাস করেন । ফলে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির আশা, এই বড় অংশের ভোট তাদের দিকেই যাবে ।

SMC Election 2022 : শিলিগুড়ির পাঁচ ওয়ার্ডে নির্দল হয়ে লড়বেন সাফাই কর্মীরা

আরও পড়ুন : SMC Election 2022 : ভোটে প্রার্থী হয়েই শিলিগুড়িতে মনীষীদের মূর্তি পরিষ্কারের ধূম

উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউত বলেন, ‘‘শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচিত প্রতিনিধি হিসেবে শহরের উন্নয়নের অংশীদার হওয়ার জন্যই আমাদের এই সিদ্ধান্ত । বংশপরম্পরায় আমরা এতদিন শহরকে পরিষ্কার রাখার জন্য সাফাইয়ের কাজই করে এসেছি । এখনও সেই কাজ করে চলেছি । কিন্তু আমাদের মধ্যেও প্রতিভা আছে, স্বপ্ন আছে এবার আমরা চাইছি সামনে আসতে । আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচন লড়ছি না । শহরের উন্নয়নের জন্য যদি কোনও দল আমাদের সমর্থন চায় তখন পরিস্থিতির বিচারে বিষয়টি আমরা বিবেচনা করব ।’’

শিলিগুড়ি, 8 জানুয়ারি : কোনও রাজনৈতিক দলের উপর ভরসা নেই । সেই জন্য এবার নিজেদের সম্প্রদায় থেকেই শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে প্রার্থী দিলেন সাফাই কর্মীরা (Sanitation workers will contest SMC Election 2022 as independent candidate) ৷ শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে এবার পাঁচটি ওয়ার্ডে প্রার্থী দিলেন তাঁরা ৷

ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়ে প্রার্থী হিসেবে নিজেদের প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন তাঁরা । শহরকে সুন্দর সরকার সাজিয়ে তুলে উন্নয়নই মূল লক্ষ্য সফাই কর্মীদের । শহরকে ঝাঁ-চকচকে রাখার মূল কারিগর সাফাই কর্মীরা । এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে শহরের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি শিলিগুড়ি পুরসভার 1, 5, 14, 18 ও 28 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী করেছে ।

1 নম্বর ওয়ার্ডে সানি রাউত, 5 নম্বর ওয়ার্ডে রিনা রাউত, 14 নম্বর ওয়ার্ডে পুনম হেলা, 18 নম্বর ওয়ার্ডে প্রদীপ দাস এবং 28 নম্বর ওয়ার্ডে খুশবু রাউতকে প্রার্থী করেছে তারা ।

জানা গিয়েছে, উত্তরবঙ্গে মোট সাফাই কর্মীর সংখ্যা প্রায় দু’লক্ষের বেশি । এর মধ্যে শিলিগুড়ি পৌরনিগমের মোট সাফাই কর্মী রয়েছে 2 হাজার 575 জন । যার মধ্যে 324 জন স্থায়ী ৷ বাকিরা দিনমজুর । পাশাপাশি শিলিগুড়িতে হরিজন সম্প্রদায়ের প্রায় 45 হাজার মানুষ বসবাস করেন । ফলে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির আশা, এই বড় অংশের ভোট তাদের দিকেই যাবে ।

SMC Election 2022 : শিলিগুড়ির পাঁচ ওয়ার্ডে নির্দল হয়ে লড়বেন সাফাই কর্মীরা

আরও পড়ুন : SMC Election 2022 : ভোটে প্রার্থী হয়েই শিলিগুড়িতে মনীষীদের মূর্তি পরিষ্কারের ধূম

উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউত বলেন, ‘‘শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচিত প্রতিনিধি হিসেবে শহরের উন্নয়নের অংশীদার হওয়ার জন্যই আমাদের এই সিদ্ধান্ত । বংশপরম্পরায় আমরা এতদিন শহরকে পরিষ্কার রাখার জন্য সাফাইয়ের কাজই করে এসেছি । এখনও সেই কাজ করে চলেছি । কিন্তু আমাদের মধ্যেও প্রতিভা আছে, স্বপ্ন আছে এবার আমরা চাইছি সামনে আসতে । আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচন লড়ছি না । শহরের উন্নয়নের জন্য যদি কোনও দল আমাদের সমর্থন চায় তখন পরিস্থিতির বিচারে বিষয়টি আমরা বিবেচনা করব ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.