ETV Bharat / city

জঙ্গলে আচমকা গাড়ির সামনে চলে এল বাইসন, জখম চালক ও পর্যটকরা - tourist

গাড়ির সঙ্গে বাইসনের ধাক্কায় আহত হলেন দুই পর্যটক। গাড়ির চালকও জখম হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইসনটির। ডুয়ার্সের চাপরামারির জঙ্গলের ঘটনা। আহত হয়েছেন মণ্টু মণ্ডল এবং তাঁর স্ত্রী ঝরনা। তাঁরা কলকাতার গড়িয়ার বাসিন্দা।

ঝরনা মণ্ডল
author img

By

Published : Mar 2, 2019, 9:01 PM IST

শিলিগুড়ি, ২ মার্চ : গাড়ির সঙ্গে বাইসনের ধাক্কায় আহত হলেন দুই পর্যটক। গাড়ির চালকও জখম হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইসনটির। ডুয়ার্সের চাপরামারির জঙ্গলের ঘটনা। আহত হয়েছেন মণ্টু মণ্ডল এবং তাঁর স্ত্রী ঝরনা। তাঁরা কলকাতার গড়িয়ার বাসিন্দা।

মণ্টুবাবুরা উত্তরবঙ্গে ঘুরতে গেছিলেন। আজ সকালে তাঁরা কালিম্পঙ এবং লাভা লোলেগাঁও ঘুরতে যান। সেখান থেকে তাঁরা ময়নাগুড়িতে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। চাপরামারির জঙ্গলে তাঁদের গাড়ির সামনে হঠাৎ একটি বাইসন চলে আসে। গতি দ্রুত থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসনকে ধাক্কা মারে। ঘটনাস্থানে মৃত্যু হয় বাইসনের। আহত গাড়ির চালক, ঝরনাদেবী ও মণ্টুবাবুকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

ভিডিয়োয় শুনুন ঝরনা মণ্ডলের বক্তব্য

মণ্টুবাবু এবং তাঁর স্ত্রী বলেন, " কিছুই বুঝে ওঠা যায়নি। আচমকা বাইসনটি গাড়ির সামনে চলে আসে। দুর্ঘটনা ঘটে যায়। প্রাণে বেঁচে গিয়েছি।" হাসপাতাল সূত্রে খবর, ঝরনাদেবীর মাথায় চোট লেগেছে। একাধিক সেলাই করতে হয়েছে। তবে মণ্টুবাবুর আঘাত গুরুতর নয়। তবে দুইজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।"

শিলিগুড়ি, ২ মার্চ : গাড়ির সঙ্গে বাইসনের ধাক্কায় আহত হলেন দুই পর্যটক। গাড়ির চালকও জখম হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইসনটির। ডুয়ার্সের চাপরামারির জঙ্গলের ঘটনা। আহত হয়েছেন মণ্টু মণ্ডল এবং তাঁর স্ত্রী ঝরনা। তাঁরা কলকাতার গড়িয়ার বাসিন্দা।

মণ্টুবাবুরা উত্তরবঙ্গে ঘুরতে গেছিলেন। আজ সকালে তাঁরা কালিম্পঙ এবং লাভা লোলেগাঁও ঘুরতে যান। সেখান থেকে তাঁরা ময়নাগুড়িতে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। চাপরামারির জঙ্গলে তাঁদের গাড়ির সামনে হঠাৎ একটি বাইসন চলে আসে। গতি দ্রুত থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসনকে ধাক্কা মারে। ঘটনাস্থানে মৃত্যু হয় বাইসনের। আহত গাড়ির চালক, ঝরনাদেবী ও মণ্টুবাবুকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

ভিডিয়োয় শুনুন ঝরনা মণ্ডলের বক্তব্য

মণ্টুবাবু এবং তাঁর স্ত্রী বলেন, " কিছুই বুঝে ওঠা যায়নি। আচমকা বাইসনটি গাড়ির সামনে চলে আসে। দুর্ঘটনা ঘটে যায়। প্রাণে বেঁচে গিয়েছি।" হাসপাতাল সূত্রে খবর, ঝরনাদেবীর মাথায় চোট লেগেছে। একাধিক সেলাই করতে হয়েছে। তবে মণ্টুবাবুর আঘাত গুরুতর নয়। তবে দুইজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।"

Intro:গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যু, আহত পর্যটকদের আনা হল শিলিগুড়ি

ঘুরতে এসে পর্যটকদের গাড়ির সঙ্গে বাইসনের ধাক্কায় গুরুতর আহত 2 পর্যটক এবং গাড়ির চালক। ঘটনায় মৃত্যু হয়েছে বাইসনটির। ডুয়ার্সের চাপরামারীর জঙ্গলে ঘটনাটি ঘটেছে আজ সকালে।

কলকাতার গড়িয়ার বাসিন্দা মন্টু মন্ডল এবং তার স্ত্রী ঝরনা মন্ডল এসেছিলেন উত্তরবঙ্গে ঘুরতে। কালিম্পঙেও লাভ ও ললেগাঁও ঘুরে আজ তারা ময়নাগুড়িতে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন ডুয়ার্স হয়ে। প্রচন্ড গতিতে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ে আচমকা রাস্তায় উঠে পড়ে বাইসনটি। গাড়িটি সজোরে ধাক্কা মারে বাইসনকে। এরপর আহত বাইসন ও গাড়িটি ছিটকে পাশেই নয়নজলিতে পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনের।
আহত মন্টু মন্ডল ও ঝর্ণা মন্ডলকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক নার্সিংহোমে নিয়ে আসা হয়।

তারা জানান, কিছুই বুঝে ওঠা যায় নি। আচমকা বাইসনটি গাড়ির সামনে চলে আসে। দুর্ঘটনা ঘটে যায়। তার বলেন ঘুরতে ভালোবাসি বসেই পাহাড় ও জঙ্গলে এসেছিলাম। একমাত্র ছেলে ব্যাঙ্গালোরে কর্মরত। আগামী 5 মার্চ কলকাতা ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটে গেল। প্রাণে বেঁচে গিয়েছি।
চিকিৎসকেরা জানান, ঝর্ণাদেবীর মাথায় চোট লেগেছে। একাধিক সেলাই করা হয়েছে। তবে মন্টুবাবুর আঘাত গুরুতর নয়। তবে এদের পর্যবেক্ষণে রাখা হবে।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.