ETV Bharat / city

এখনও খোঁজ মেলেনি পর্যটকদের, পরিবার বলছে গাড়িতে ছিলেন 4 জন - rescue operation'

চলছে তল্লাশি অভিযান । তবে 24 ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ দুই পর্যটকসহ গাড়ির চালকের । গতকাল তিস্তায় নামে রিভার র‍্যাফটিং টিমের সদস্যরাও । এছাড়া উদ্ধারকারী দল তিস্তার দু'দিকেই তল্লাশি চালায় । আজ ফের তল্লাশি অভিযান চালানো হবে ।

নিখোঁজদের খোঁজে তল্লাশি জারি
author img

By

Published : Jul 12, 2019, 5:36 AM IST

শিলিগুড়ি, 12 জুলাই : 24 ঘণ্টার বেশি পেরিয়ে গেছে । এখনও খোঁজ মেলেনি তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ দুই পর্যটকসহ তাঁদের গাড়ির চালকের । তল্লাশি অভিযান চলছে । তবে গত কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে তিস্তা এখন ফুঁসছে । এই পরিস্থিতিতে প্রশাসন মনে করছে নিখোঁজ তিনজনের বাঁচার সম্ভাবনা ক্ষীণ ।

আরও পড়ুন: তিস্তায় তলিয়ে গেল গাড়ি, নিখোঁজ 3

10 জুলাই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবকে বাঘপুলের কাছে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের গাড়ি । পুলিশ জানিয়েছে, গাড়িতে ছিলেন দুই পর্যটক । তাঁদের নাম আমন গৌড় ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা । গাড়ির চালকের নাম রাকেশ রায় । তিনি শিলিগুড়ির বাসিন্দা । দুর্ঘটনার পর উদ্ধারকার্যে নামে NDRF ।

গতকাল শিলিগুড়ি পৌঁছয় নিখোঁজ পর্যটকদের পরিজনরা । তাঁদের দাবি, গাড়িতে দু'জন নয়, ছিলেন তিনজন । তৃতীয় ব্যক্তির নাম গোপাল নারওয়ানি । যদিও পুলিশের এক আধিকারিক জানান, গাড়ির এজেন্সির কাছ থেকে শুধু দু'জন পর্যটকেরই নাম পাওয়া গেছে ।

শিলিগুড়ি, 12 জুলাই : 24 ঘণ্টার বেশি পেরিয়ে গেছে । এখনও খোঁজ মেলেনি তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ দুই পর্যটকসহ তাঁদের গাড়ির চালকের । তল্লাশি অভিযান চলছে । তবে গত কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে তিস্তা এখন ফুঁসছে । এই পরিস্থিতিতে প্রশাসন মনে করছে নিখোঁজ তিনজনের বাঁচার সম্ভাবনা ক্ষীণ ।

আরও পড়ুন: তিস্তায় তলিয়ে গেল গাড়ি, নিখোঁজ 3

10 জুলাই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবকে বাঘপুলের কাছে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের গাড়ি । পুলিশ জানিয়েছে, গাড়িতে ছিলেন দুই পর্যটক । তাঁদের নাম আমন গৌড় ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা । গাড়ির চালকের নাম রাকেশ রায় । তিনি শিলিগুড়ির বাসিন্দা । দুর্ঘটনার পর উদ্ধারকার্যে নামে NDRF ।

গতকাল শিলিগুড়ি পৌঁছয় নিখোঁজ পর্যটকদের পরিজনরা । তাঁদের দাবি, গাড়িতে দু'জন নয়, ছিলেন তিনজন । তৃতীয় ব্যক্তির নাম গোপাল নারওয়ানি । যদিও পুলিশের এক আধিকারিক জানান, গাড়ির এজেন্সির কাছ থেকে শুধু দু'জন পর্যটকেরই নাম পাওয়া গেছে ।

Intro:তিস্তায় তলিয়ে গিয়ে নিখোজদের বাঁচার সম্ভাবনা আর নেই বলেই মনে করছে প্রশাসন। গতকাল সেবকে বাঘপুলের কাছে একটি গাড়ি তিস্তায় গিয়ে পড়লে নিখোঁজ হন দুই পর্যটক সহ গাড়ির চালক। পর্যটকেরা দুজন রাজস্থানের বাসিন্দা।

এদিকে আজ সেই পর্যটকদের পরিজনের শিলিগুড়ি এসে জানান দুজন পর্যটক ছাড়াও গাড়িতে আরো এক রাজস্থানের বাসিন্দা ছিলেন। ফলে ওই দাবি অনুযায়ী নিখোঁজের সংখ্যা বেড়ে হল চার। পুলিশ কর্তারা জানান গতকাল গাড়ির এজেন্সির কাছ থেকে দুই পর্যটকের নাম মিলেছিল। তারা হলেন গৌরব শর্মা ও আমন গর্গ। এছাড়া গাড়ির চালক ছিলেন রাকেশ রাই। আজ গোপাল নারওয়ানি নামে আরো একটি নাম নিখোঁজের পরিবার সূত্রে মিলেছে।

এদিন দিনভর তিস্তায় তল্লাশি চালানো হলেও গাড়ি বা নিখিজ ব্যক্তি কারোই খোঁজ মেলে নি। নিখোজদের খোঁজে এদিন ফের নদীতে নামেন রাফটিং টিমের সদস্যরা। এছাড়া উদ্ধারকারী দল তিস্তার দুদিকেই তল্লাশি চালায়। কিন্তু কিছুই মেলে নি। আগামীকাল ফের তল্লাশি অভিযান হবে বলে জানা গিয়েছে।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.