ETV Bharat / city

Proxy in Police Exam : পুলিশের চাকরির পরীক্ষায় প্রক্সি ! শিলিগুড়িতে গ্রেফতার বিহারের 11 জন - শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

পুলিশের চাকরির পরীক্ষায় গ্রেফতার হল 11 জন ভুয়ো পরীক্ষার্থী (Proxy in Police Exam) ৷ শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ এই 11 জনকে চারটি পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করেছে (Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested) ৷ ধৃতেরা সবাই একটি চক্রের সঙ্গে জড়িত ৷

Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested
Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested
author img

By

Published : May 23, 2022, 3:38 PM IST

শিলিগুড়ি, 23 মে : কলকাতার পর এ বার শিলিগুড়ি থেকে গ্রেফতার 11 জন ভুয়ো পরীক্ষার্থী (Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested) ৷ পুলিশের চাকরির পরীক্ষায় বসেছিলেন ধৃতেরা ৷ প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে শিলিগুড়ি কমিশনারেট সূত্রে খবর ৷ রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল ৷ অভিযোগ সেই পরীক্ষাতেই ওই 11 জন পরীক্ষার্থী সেজে গিয়েছিল ৷

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, আসল চাকরিপ্রার্থীদের জায়গায় ওই 11 জন পরীক্ষার্থী সেজে গিয়েছিল (Proxy in Police Exam) ৷ প্রতিবারই সরকারি চাকরির পরীক্ষায় এইধরনের চক্র কাজ করে ৷ যারা মোটা টাকার বিনিময়ে আসল প্রার্থীদের হয়ে পরীক্ষা দেয় ৷ এই চক্র বিহার থেকে পরিচালতি হয় বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিহারের নালন্দার বাসিন্দা রাকেশ কুমার, রাউগ্রার বাসিন্দা রাহুল কুমার, খাগারিয়ার বাসিন্দা রুপেশ কুমার ও নাবুতপুরের বাসিন্দা রমানন্দ প্রসাদ নামে 4 জনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ ৷ ওই চারজন মাটিগাড়ার হরসুন্দর বিদ্যাপীঠ ও নরসুন্দর উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে ৷

লিশের চাকরির পরীক্ষায় প্রকসি, শিলিগুড়িতে গ্রেফতার বিহারের 11 জন

আরও পড়ুন : Fake Examinee : ঝন্টুর বদলে রূপেশ, অচিন্ত্যের বদলি মণিরাম ! পুলিশের পরীক্ষা দিতে এসে পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী

অন্যদিকে, প্রধাননগর থানার পুলিশের হাতে ধরা পড়ে 7 জন ভুয়ো পরীক্ষার্থী ৷ ধৃতেরা হল পবন কুমার, সন্টু কুমার, আসিফ কুমার, নবীন কুমার, ধর্মেন্দ্র কুমার, শেখ রাহুল এবং রাজু শেখ ৷ ধৃতদের মধ্যে পাঁচজন দেশবন্ধু হিন্দি হাইস্কুল থেকে এবং বাকি দু’জনকে চম্পাসারির শ্রীগুরু বিদ্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

শিলিগুড়ি, 23 মে : কলকাতার পর এ বার শিলিগুড়ি থেকে গ্রেফতার 11 জন ভুয়ো পরীক্ষার্থী (Proxy in Police Exam in Siliguri Ten Fake Candidates Arrested) ৷ পুলিশের চাকরির পরীক্ষায় বসেছিলেন ধৃতেরা ৷ প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে শিলিগুড়ি কমিশনারেট সূত্রে খবর ৷ রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল ৷ অভিযোগ সেই পরীক্ষাতেই ওই 11 জন পরীক্ষার্থী সেজে গিয়েছিল ৷

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, আসল চাকরিপ্রার্থীদের জায়গায় ওই 11 জন পরীক্ষার্থী সেজে গিয়েছিল (Proxy in Police Exam) ৷ প্রতিবারই সরকারি চাকরির পরীক্ষায় এইধরনের চক্র কাজ করে ৷ যারা মোটা টাকার বিনিময়ে আসল প্রার্থীদের হয়ে পরীক্ষা দেয় ৷ এই চক্র বিহার থেকে পরিচালতি হয় বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিহারের নালন্দার বাসিন্দা রাকেশ কুমার, রাউগ্রার বাসিন্দা রাহুল কুমার, খাগারিয়ার বাসিন্দা রুপেশ কুমার ও নাবুতপুরের বাসিন্দা রমানন্দ প্রসাদ নামে 4 জনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ ৷ ওই চারজন মাটিগাড়ার হরসুন্দর বিদ্যাপীঠ ও নরসুন্দর উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে ৷

লিশের চাকরির পরীক্ষায় প্রকসি, শিলিগুড়িতে গ্রেফতার বিহারের 11 জন

আরও পড়ুন : Fake Examinee : ঝন্টুর বদলে রূপেশ, অচিন্ত্যের বদলি মণিরাম ! পুলিশের পরীক্ষা দিতে এসে পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী

অন্যদিকে, প্রধাননগর থানার পুলিশের হাতে ধরা পড়ে 7 জন ভুয়ো পরীক্ষার্থী ৷ ধৃতেরা হল পবন কুমার, সন্টু কুমার, আসিফ কুমার, নবীন কুমার, ধর্মেন্দ্র কুমার, শেখ রাহুল এবং রাজু শেখ ৷ ধৃতদের মধ্যে পাঁচজন দেশবন্ধু হিন্দি হাইস্কুল থেকে এবং বাকি দু’জনকে চম্পাসারির শ্রীগুরু বিদ্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.