ETV Bharat / city

সাফাই কর্মচারীদের সঙ্গে পৌরনিগমের বৈঠক ঘিরে চাপানউতর - অব্যাহত থাকছে সাফাই কর্মীদের ধর্মঘট

বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা সহ দশ দফা দাবিতে ধর্মঘটে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি । আন্দোলনের চাপে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা ।

শিলিগুড়ি পৌরনিগম
পৌরনিগম
author img

By

Published : Feb 19, 2021, 1:01 PM IST

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : ভেস্তে গেল শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে আন্দোলনকারী সাফাই কর্মীদের বৈঠক । অব্যাহত থাকছে সাফাই কর্মীদের ধর্মঘট । পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে শহরবাসী । আন্দোলনের ধরণ দেখে পাল্টা ধর্মঘটিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা সহ দশ দফা দাবিতে ধর্মঘটে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি । ভয়ানক পরিস্থিতি গোটা শহরের, আবর্জনাময় গোটা শহর । এমনকি শহরের মূল সড়কগুলিতে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা । আন্দোলনের চাপে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা । আন্দোলনকারীরা প্রথমে সাফাই কর্মীদের ন্যূনতম বেতন 19 হাজার টাকা দাবি করেন । এরপর বৈঠকে পৌরনিগমের আর্থিক পরিস্থিতির বিষয় জেনে বেতন অন্তত দশ হাজার টাকা করার দাবি জানায় । পাশাপাশি মার্চ মাস বেতন দশ হাজার টাকা হওয়ার দাবি করা হয় । কিন্তু বৈঠকে উপস্থিত সাফাই কর্মীদের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, কোনওভাবেই এখন বেতন বৃদ্ধি করা সম্ভব নয় । বেতন বৃদ্ধি নিয়ে নির্বাচিত নতুন বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি । তিনি বলেন,"জরুরি পরিষেবা বন্ধ করে এই ধরণের বিক্ষোভ করাটা ঠিক নয় । প্রশাসক বোর্ড বেতন বৃদ্ধি করতে পারবে না । সম্প্রতি ট্রেড ইউনিয়নের আন্দোলনের পর আমরা 10 শতাংশ বেতন বৃদ্ধি করেছি । ফের বেতন বৃদ্ধি করলে কেউই বেতন পাবে না ।"

কী বললেন অশোক ভট্টাচার্য এবং কিরণ রাউত

আরও পড়ুন : রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের

অপরদিকে সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউথ-এর কথায় তাঁদের কোনও দাবিই মানা হচ্ছে না । ফলে ধর্মঘট তোলা হবে না, তা জারি থাকবে বলে জানান তিনি । এদিকে, ধর্মঘট না ওঠায় উদ্বেগ বাড়ছে শহরবাসীদের মধ্যে । জঞ্জাল অপসারণের মতো জরুরি পরিষেবা বন্ধ থাকলে দু একদিনের মধ্যেই গোটা শহরে জঞ্জালের পাহাড় তৈরি হবে বলা আশঙ্কা করছে শহরবাসী ৷

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : ভেস্তে গেল শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে আন্দোলনকারী সাফাই কর্মীদের বৈঠক । অব্যাহত থাকছে সাফাই কর্মীদের ধর্মঘট । পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে শহরবাসী । আন্দোলনের ধরণ দেখে পাল্টা ধর্মঘটিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা সহ দশ দফা দাবিতে ধর্মঘটে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি । ভয়ানক পরিস্থিতি গোটা শহরের, আবর্জনাময় গোটা শহর । এমনকি শহরের মূল সড়কগুলিতে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা । আন্দোলনের চাপে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা । আন্দোলনকারীরা প্রথমে সাফাই কর্মীদের ন্যূনতম বেতন 19 হাজার টাকা দাবি করেন । এরপর বৈঠকে পৌরনিগমের আর্থিক পরিস্থিতির বিষয় জেনে বেতন অন্তত দশ হাজার টাকা করার দাবি জানায় । পাশাপাশি মার্চ মাস বেতন দশ হাজার টাকা হওয়ার দাবি করা হয় । কিন্তু বৈঠকে উপস্থিত সাফাই কর্মীদের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, কোনওভাবেই এখন বেতন বৃদ্ধি করা সম্ভব নয় । বেতন বৃদ্ধি নিয়ে নির্বাচিত নতুন বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি । তিনি বলেন,"জরুরি পরিষেবা বন্ধ করে এই ধরণের বিক্ষোভ করাটা ঠিক নয় । প্রশাসক বোর্ড বেতন বৃদ্ধি করতে পারবে না । সম্প্রতি ট্রেড ইউনিয়নের আন্দোলনের পর আমরা 10 শতাংশ বেতন বৃদ্ধি করেছি । ফের বেতন বৃদ্ধি করলে কেউই বেতন পাবে না ।"

কী বললেন অশোক ভট্টাচার্য এবং কিরণ রাউত

আরও পড়ুন : রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের

অপরদিকে সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউথ-এর কথায় তাঁদের কোনও দাবিই মানা হচ্ছে না । ফলে ধর্মঘট তোলা হবে না, তা জারি থাকবে বলে জানান তিনি । এদিকে, ধর্মঘট না ওঠায় উদ্বেগ বাড়ছে শহরবাসীদের মধ্যে । জঞ্জাল অপসারণের মতো জরুরি পরিষেবা বন্ধ থাকলে দু একদিনের মধ্যেই গোটা শহরে জঞ্জালের পাহাড় তৈরি হবে বলা আশঙ্কা করছে শহরবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.