শিলিগুড়ি, 4 মে : বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Preparation of Amit Shah's North Bengal Visit) ৷ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর ৷ আগামিকাল বিকেল 3টে নাগাদ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি ৷ বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানাবেন রাজ্য বিজেপির নেতারা ৷
জানা গিয়েছে, বিমানবন্দরের বাইরে অমিত শাহ’কে স্বাগত জানাতে আঞ্চলিক পোশাকে হাজির থাকবেন গোর্খা এবং রাজবংশী-সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষজন ৷ সেখান থেকে সড়ক পথে সোজা দার্জিলিং মোড় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করবেন ৷ তার পর নৌকাঘাট মোড়ে যাবেন শাহ ৷ সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন তিনি ৷ সেখান থেকে এনজেপি রেলওয়ে ইন্সটিটিউটের মাঠে জনসভায় যোগ দেবেন অমিত শাহ ৷ রাজ্য বিজেপির তরফে ওই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘সম্মান সভা’ ৷
অমিত শাহ’র এই সফরের উদ্দেশ্য নিয়ে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা, ধর্ষণ-সহ ভেঙে পড়া আইনশৃঙ্খলা ও অবহেলিত উত্তরবঙ্গকে রক্ষা করতেই তাঁর এই সফর ৷ আগামিকাল জনসভায় প্রায় 50 হাজারের লোকের জমায়েত হবে বলে দাবি সাংসদের ৷ আজ তিনি সভাস্থলের প্রস্তুতি ক্ষতিয়ে দেখেন ৷ অমিত শাহ’র এই সভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, নিশিথ প্রামানিক সহ উত্তরবঙ্গের বিজেপি শীর্ষনেতৃত্ব ৷